পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె ab’ নব্য এবং পাশ্চাত্য ধরণের। একটু বিশেষত্ব এই, কয়েকটি থেলাব পর পর এক একবার প্রহসন দৃপ্ত বা সামাজিক সঙের দৃশ্ব দেখান হয়। সে দৃপ্ত অতি কৌতুহলোদ্দীপক । বার্ষিক ক্রীড়া প্রদর্শনীতে উপযুক্ত ছেলে মেয়েকে পুৰস্কাব দেওয়া হয়। অধিকাংশ স্থলেই নোটখাতা, রুমাল, তোয়ালে, পেন্সিল, কাগজ, কলম, গেঞ্জি, বাক্স, টুল ইত্যাদি পুবষ্কারের দ্রব্য । অনেক দোকানদীর নিজ নিজ দোকান সৰ্ব্বসাধারণে বিজ্ঞাপিত করিবার জন্য ঐ সকল দ্রব্য স্কুল কর্তৃপক্ষের হস্তে অপণ করে। সংবাদ পত্রে ঐ সকল মুদ্রিত হইয় থাকে। তাম, দস্তা, পিত্তল প্রভৃতি ধাতু নিৰ্ম্মিত মেডেলও বিস্তর প্রদত্ত হইয়া থাকে । আমাদের ধনাঢ্যননানদের দ্যায় জাপানের লর্ড সন্তানগণ সূর্য্যোত্তাপে গলে না, ঠাণ্ডায় • জমে না, বাতাসে হেলিয়া পড়ে না, পদব্রজে চলিতে পায়ে ফে'স্কা পড়ে না, মাথা ধরেন, অপাকে পেটফ পি বা অজীৰ্ণে ভোগে না । র্তাহারা সবল ও হৃষ্টকায়, পাচ মিনিটের রাস্ত কেন তাহাব। প্রতিদিন দুষ্ট মাইল দূর্ববর্তী কলেজে মোটার গাডার পবিবৰ্ত্তে ইটিয়াই যাতায়াত কবিয়া থাকেন । এবং কুস্তি ডনেও তাহারা পশ্চাৎপদ নeেন । আমার সঙ্গে পাচটি লর্ড সন্তান পড়িতেন, উ হার কাউণ্ট এবং ভাইকাউন্টের ছেলে । উহাদের চারিজন প্রতি বৎসর বার্ষিক ক্রীড়ায় প্রথম দ্বিতীয় স্থান দখল করিয়া তোয়ালে, রুমালের দ্যায় যৎকিঞ্চিৎকর পুরস্কার গ্রহণ করিতেও কত আনন্দ বোধ কবিতেন । পিয়াশঙ্কুলের ছেলে মেয়েদের পুরস্কারও ভারতী । ফাস্তুন, ১৩১৭ একই প্রকার ৷ একদ। আমার এক অধ্যাপক ধাঙ্গ রোপন সম্বন্ধে বক্তৃতা করিতে করিতে আমাকে বলিয়া"ছলেন ধানেব চাব। গাছগুলি যখন নার্শারিতে তোমাদের দেশীয় রাজপুত্রদের স্তায় অবস্থা প্রাপ্ত হয় অর্থাৎ তুৰ্ব্বল রোগীর স্তায় ফ্যাকাশে হইয়া পড়ে তখন উহাদিগকে যথা স্থানে বোপন করা দরকার। আমাদের শুধু রাজপুত্ৰগণ বলিয়া কেন, যাহাদের স্বচ্ছল ভাবে বসিয়া থাইধার পস্থা আছে তাহাদের অনেকেই এব স্বধ ধষ্ঠিবৃক্ষ স্বরূপ । আর যাহাদের বসিয়া থাইবার যে নাই অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রমে তাহদের অনেকেই শুষ্ক দ ও বৎ । ইউরোপ এবং আমেরিকার প্রায় সমস্ত খেলাহ জাপানে প্রবৰ্ত্তিত হইয়াছে । জাপানীরা টেনিশ ক্রিকেট, বিলিয়াড, পিংপং, হকি, বেছবল, ফুটবল, রাগবি ইত্যাদি সমস্তই থেলিয়া থাকে। টেনিশ এবং পিংপং খেলিতে নব্য ছেলে মেয়ে অনেকেই সিদ্ধহস্ত, এবং এই দুইটি পেল মেয়েদের থেণ বলিয়াই & ধৰ্ত্তব্য । আমাদের দেশে ফুটবল ও ক্রিকেটের স্থায় জাপানে বেছবল খেলার চলনই বেশ ৷ বেছবল থেষ্ট । এখনও আমাদের দেশে প্রচলিত হয় নাই । ইহ। আমেরিকার প্রধান থেলা । তেকি ওর ওয়াছেদ নামক একটি ইউনিভাসিটর বেছবলপাটি জাপানে সৰ্ব্বশ্রেষ্ঠ । ঐ পার্টি জাপানস্থ অনেক বৈদেশিক পাটিকে পরাস্ত করিয়া থাকে। গুই বৎসর পূৰ্ব্বে উহার হাওয়াইস্থ আমেরিকান পার্টিকে পরাস্ত করিয়াছে । সহরের অনেক স্থানে পাশ্চাত্য খেলার প্রাইভেট