পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । হিরিয়া পার্ক হইতে অৰ্দ্ধমাইল দূরে শিব পার্ক, দুই মাইল দূরে উয়েনে পার্ক। শিব পার্কে কতকগুলি অত্যুচ্চ প্রাচীন বৃক্ষ আছে । ক্ষুদ্র পাহাড়ের একটা স্থান বেশ উচু। তাহার উপর একটি ধ্যানস্থ দেবমূৰ্ত্তি রাখিয়াছে। ঐ উচ্চ স্থানে উঠিলে অদূরে সমুদ্রের দৃশু এবং চতুর্দিকস্থ সহরেব দৃপ্ত অতি সুনার দেখায়। শিবাপার্কের দেব মন্দির S S S S S S S S S S S S SSAAASAAA AAAAMS ماه ۰---- سماما سیت জাপানের সহর । 拿 « ዓ> এবং নিকটবৰ্ত্তী স্থায়ী প্রদর্শনী ( কাঙ্কোবা ) বিশেষ বিখ্যাত । শিবার দেব মন্দিরেই সব চেয়ে মূল্যবান প্রস্তর এবং ধাতব পদার্থ রহিয়াঁছে । সময় সময় সম্রাট এবং সম্রাট পরিবারের অন্তান্ত ব্যক্তি তথায় গিয়া থাকেন। উয়েনো পার্ক একটি দেখিবার জিনিস । উয়েনোপার্কের পাদদেশে হ্রদ। হ্রদ মধ্যস্থ দ্বীপের উপর বিখ্যাত বেস্তেন দেবীব মন্দির, উয়েনে পার্কের নিকটবৰ্ত্তী হ্রদ । বিশ্রামাগার, এবং দ্বীণে যাইবার রাস্তা । পার্কট অঙ্কুচ পাহাড়ের উপর অবস্থিত। উহার একধারে একটা হ্রদ এবং দুই ধারে রেলের রাস্ত আর অপর পাশ্বে পল্লী | ইদের চতুৰ্দ্দিকে বেড়াইবার প্রশস্ত রাস্ত আছে। জুন মাসে হ্রদের ভিতর পদ্মফুল ফুটিলে সৌন্দর্য্যের তুলনা থাকে না । প্রাতে ও সন্ধায় লোকের ভিড় হইয় থাকে । এই হ্রদের তীরে জয়মাল্যে ভূষিত প্রত্যাগত মার্শ্যাল ওইয়ামাকে অভ্যর্থনা করা হয় । সে দিম অবিরল বৃষ্টিপাতেও যেরূপ লোক সমাগম দেখিয়াছি জীবনে কোন সমারোহ-ব্যাপারে