পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । ভবভূতির বিরহপীড়িত রাম সীতাম্পর্শকে মনে করিতেছেন ; – প্রশ্চ্যোতনং নু হরিচন্দন পল্লবীনাং ; ইত্যাদি । রত্নাবলীর মদনমহোৎসব প্রভৃতির মাঝে গ্রীষ্মভোগ্য কদলীগৃহেব ব্যবস্থা আছে ! নিদাঘমিলনের এক অপরূপ শ্ৰী কালিদাস অঙ্কিত করিয়াছেন । “প্রচণ্ডস্থৰ্য্য, স্পৃহনীয় শশাঙ্ক, অবিরল অবগাহনে শীর্ণজলাশয়, রমণীয় দিনাপ্ত প্রভূতিযুক্ত গ্রীষ্মকাল উপস্থিত হইল।” ইহাছাড়া বিচিত্র যন্ত্রমুখর মন্দির, সরদ চন্দন, সুবাসিত চৰ্ম্ম্যতল, প্রিয়ামুপোচ্ছাস কম্পিত মধু, স্বতন্ত্রগীত, রমণীয় স্নিগ্ধদৃশুদুকুল, গন্ধদ্রব্য, মৃবভি ত কবরী, লক্ষ রসরাগ লোহিত চরণ তল, হংস কাকলি অনুকরণকারী নুপুরসঞ্চন, চন্দনাস্বাস ক্র বাবু, বীণাঝঙ্কাবআহুত নিদ্রা,—এ সমস্ত চিত্র পরিস্থ টভাবে কাব্যে স্থান পাইয়াছে ! কিন্তু এইরূপে শুধু নরনারীর হৃদয়ে প্রেমোন্মাদন জাগাইয়াই গ্ৰীয়েব কাৰ্য্য শেষ হয় নাই। ইহা মানব-বৰ্জ্জিত স্বষ্টিচিত্র সম্বন্ধেও উদার হৃদয় ভাবত কবির কল্পনাকে বিচলিত করিয়াছে । ক্ষুধাপুঃ জিঘাংস, খাদ্যপাদকের সংহাবতন্ত্র অতিক্রম করিয়া গ্রীষ্মের প্রভাবে সৰ্প মারের ক্রোড়ে, সিংহ হস্তীগণের সমীপে বিচরণ করিতেছে । আহুতদ্রব্যে বদ্ধি হতেজ অগ্নিব স্তায় রুদ্র প্রচণ্ড রৌদ্রে ময়ূৰগণের শবার অত্যন্ত ক্লান্ত হইয়াছে ; এ জন্ত সৰ্প নিকটে আসিয়া আতপভরে পুচ্ছচক্রছায়ায় মুখ রাখিলেও উহাকে বধ করিতেছে না ! এই কাব্যে নিদtঘ-চিত্র । お*○ চিত্র দেখিয়া নিদাঘেব কল্যাণ প্রভাবের উদ্দেশে জয়ধ্বনি করিতে ইচ্ছা হয় ! অন্যত্র ভেক ক্লাস্তদেহে তৃষ্ণাতুর সপের ফণার নীচে নিঃশব্দে শীতল হইবার আশায় অবস্থান কবিতেছে। বেচার বোধ হয় আতপত্রটি ভালরূপে নজর করিবার সুযোগ ও সময় পায় নাই । যাহা হউক কাব্যেও অন্ততঃ এরূপ মিলন মন্দ কি ? যাহাদেব চিত্ত অহুবহঃ মিলন, অহিংসা প্রভৃতি বিষয়ে চিন্তায় মগ্ন তাহার। কালিদাসের এই সুন্দর স্বষ্টির জন্ত নিশ্চয়ই আনন্দ লাভ করিবেন । গ্রীষ্মেব কঠোবী ও আছে । আর এই কঠোব রুদ্র চিত্রের মাঝে ও কবি সুন্দরের সন্ধান পাইয়াছেন। নিষ্ঠুর দাব-হুতাশনের দিক্‌দাহ-হাহাকারেব মাঝে কবি নিৰ্ম্মল সিন্দুর বর্ণে বি-ভার হইয়াছেন ; শান্মলীবনে রাণীকৃত স্থৰ্য্য করবত্ত্বি কবির চোখে মুবর্ণের হ্যায় প্রতীয়মান হইতেছে। বহ্নির দাছিকশক্তি ও কবিকল্পনায় যেন সৌন্দয্যে লুপ্ত হইয়া পড়িয়াছে । কালিদাসেব সমাপ্তি ও বড় সুনার ? -- কমল বন চিতাগুঃ পাটলামোদরস্ত: সুখ সলিল নিনেক সেব্যচন্দ্রং গুহাস: ব্ৰজতু তব নিদাঘঃ কামিনীভিঃ সমেতে fণfশ সুললিতগীতে হৰ্ম্ম্যপৃষ্ঠে মুখেন। নিদাঘনিশীথের জন্ত এই ব্যবস্থা করিয়া কবি পুলকিত হইয়াছেন। গ্রীষ্মপাড়ার জন্ম মেডিক্যাল কলেজের ফাৰ্ম্মাকোপিয়ায় এই প্রেসকৃপদনটি লিখিয়া রাখিলে হানি কি ? ক্রমশঃ ঐযামিনীকান্ত সেন।