পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । হঠাৎ এক সময় গাড়ী থামিয়া পড়িল । আমি শিহরিয়া চাহিয়া দেখি, সন্মুখেই ফালিकाठै ! আচাৰ্য্য বলিলেন, আনো, এপার ” তার পর আমার হাত ধরিয়া প্রহরী গুলা আমাকে উপরে তুলিল ! মাতালের মত আমার পী টলিতেছিল, মাথা ঘুরিতেছিল। আচাৰ্য্যকে বলিলাম, আছে ।” তিনি কহিলেন, কি ?” আমি কহিলাম, “একটু সময় দিন-ক্ষম। —ক্ষমার জন্ত প্রার্থনা করেছি—যদি দয়া হয়, যদি ক্ষম। মেলে—দোঙ্গাষ্ট আপনাব দয়া করে একটু সময় দিন—একটু শুধু— আমি মরে গেলে যদি ক্ষমার খবব আসে,তখন আর কোন উপায় থাকবে না,তাই—” “মলে বেশ সাহস “এক টা কথ} আচার্য্য সবিয়া গেলেন । প্রহরী আসিয়া বলিল, “আমুন-- সময় ই ধেছে ।" চয়ন--সিউ-ইউ-কি । S$2 श्रांfभ कश्लिाभ-“मैंाख्नts 4कों में ड़िा ७, ভাই– ক্ষমার খবরটা আসতে দাও, এখনি এসে পৌছিবে—এমন ত কত হয়েছে ! শুধু সময় দাও,-- একটু সময়— তাতে কারো কোন ক্ষতি হবে না—!” কেহ সে কথা কাণে তুলিল না । ওঃ !— ঐ সব উৎসুক দর্শকের সারি । কি বিকট তাদের চীৎকার-ধবনি-মানবের কণ্ঠেব ভাষা এমন পরুষ, এমন ভীষণ । তবে কি কেই আমাকে রক্ষা করিবে নাকেহ বাচাইবে না? ক্ষম—ক্ষমা—কিছুতে না ! প্রহরী ইষ্টট বমদূতের মত হাত ধরিল— ফাসিকাঠেব নিকট আনিয়া দ{ড় করাইল – আমার . চারিধারে একটা পর্দ খাটাইয়া দিল— 臀 峰 豪 ঘড়িতে চারটা বাজিতেছে । সমাপ্ত । শ্রসৌরীন্দ্রমোচন মুখোপাধ্যায় ' হিউয়েনসাং প্রণীত সিউ-ইউ-কি । ( তৃতীয় খণ্ড ) X ১ । উচ{ংনা ( উদ্যান ) উচংন দেশ প্রায় পাচ হাজার লি বিস্তৃত। এ দেশীয় পৰ্ব্বত ও উপত্যক। সমুহ অবিচ্ছিন্ন । উপত্যক ও জলাভূমির মধ্যে উচ্চ ভূমি। নানা প্রকার শস্ত বপন করা হয় কিন্তু তত সুন্দর ফসল হয় না । যপেষ্ট আঙ্গুর পাওয়া যায় কিন্তু ইক্ষুদও অধিক পাওয়া ধায় না । স্বর্ণ ও লৌহ পাওয়া যায় এবং এতদেশীয় ভূমি হরিদ্র উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী । প্রচুর পরিমাণে পুষ্প ও ফল পাওয়া যায়। দেশের জল বায়ুও উত্তম। অধিবাসীগণ ভার কিন্তু ধূৰ্ত্ত ও চতুর। ইহার খাদ্ভূবিদ্য৷ আচরণ করে। কেবলমাত্র কাপাস নিৰ্ম্মিত শুভ্র বস্তু এইদেশে ব্যবহৃত । এই বস্ত্র ব্যতীত অন্য কিছুই ইহtয়া পরিধান করে না । সামান্ত প্রভেদ সত্বেও এতদ্দেশীয় ভাবা ভারতবর্ষীয় ভাষার দ্যায় । অক্ষর ও আচরণেও এই প্রথা প্রচলিত । ইহারা বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বী এবং মহাযান মতাবলম্বী । সুভাবস্ত নদীর উভয় তীরে প্রায় চোঁদশত প্রাচীন সঙ্গারাম । বৰ্ত্তমানে উহারা জনশূন্ত । পূৰ্ব্বে তখায় অষ্টাদশ সহস্ৰ যতি বাস কল্পিত কিন্তু ক্ৰমে ক্রমে কম