পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । কয়েকজন মাত্র যতি বাস করে । ইহার মহাযান মতাবলম্বী । রাe ধালাল ৭ • লি উত্তর পশ্চিমে নাগরাজ ইলাপত্রের সরোবর অবস্থিত । ইহার জল মুস্বাস্ত্র ও পবিত্র । নান রঙেব প দু পুষ্প এই সরোবরের শোভা বৃদ্ধি করে। এই নাগ পূৰ্ব্বে ব্রাহ্মণজাতীয় ছিল এবং কশ্বপ বুদ্ধের সময় ইলাপত্র ক্ষ নষ্ট করিত । এইজন্ত এউদ্দেশীয় লোবের যখন বৃষ্টির অtলপ্তক হয়, তখন ই হার শ্রমণগণের সহিত সরেiবর ভীরে উপস্থিত হইয়। তণ্ডুলিদ্বারা শব্দ করে অথবা প্রার্থনা করিলেই অভীষ্টপূর্ণ হয়। নাগ সরোবরের ৩০’ল দীপ ৭ পূৰ্ব্বে দুইট পৰ্ব্বতের মধ্যস্থ গিরিস স্কuে উপস্থিত ই ই । এই স্থানে অশোক রাজ নিৰ্ম্মিত স্তপ আছে। উচ্চে এই স্ত,প প্রায় একশত ফুট । ভবিষ্যদ্বাণীতে প্রকাশ করেন সে যখন পুথিবীপতি মৈত্রেয় এই জগতে এই স্থানে শক্য তথাগত আ বি ভূ ত হই বন তখন তাহীর সঙ্গে সঙ্গে চারিট রত্নও আপন হইতে আবিভূ ত হইবে এবং ঐ চার রত্বের এ বট এই দেশে খাবি দেন। লোকপরম্পরায় অবগত হওয়া যায় যে, যখন চতুদিকে ভূমিকম্প হয়, তপন এই স্থানের একশত পদভূমি বেষ্টন কঃি য়া বে নপ্রকার আন্দোলন হয় ন৷ যদি কোন পাক্তি এই স্থান খনন করে, ৩:প পুনৰ্ব্বার ভূমিকম্প হয় । g?ዥኅ{oኞ C¥ጓ | স্ত,পের নিকটে সত্তধারামের স{য় । অনেকদিন ই ঠে ৭ই সংঘারাম জনশূন্ত ৭%ালে বে ন স৩ি বাস করেন না | , লগরের উত্তরে ১২১৩লি পূরে অশোকরাজ নিৰ্ম্মি ৩ শু,প আছে। રા નમઃ ঐশ্বরিক পুষ্প এই স্থানে পতিত হয সঙ্গে সঙ্গে ঐশ্বরিক বাদ্যও শীত হয় । জন শতি ৭ইরণ যে পুরাকালে পৃষ্ঠপ্যাধিগ্রস্ত তে ণ স্বালোক এইস্থানে বাস করিত। গোপনে স্ত,পে আসিয়া সে নানা প্রকারে পূজা করে এবং নিজ পাপ স্বীকার করে। পরে , স্ত,পের আঙ্গিন গোময় এবং ধুলি পরিপুর্ণ দেখিয় সে উহ! পখ্রিস্কার করে এবং পুষ্প ও গন্ধদ্রব্য বিক্ষিপ্ত করে। পরে নীলপদ্ম সংগ্ৰহ করিয়া উৎসবদিবসে এই স্ত,প আলোকিত চয়ন—সিড-ইউ-কি। >3 > উহাও এই স্থানে প্রদান করে। ইহাতে কুষ্ঠব্যাধি হইতে মুক্তিলাভ পূৰ্ব্বক সে দিব্য দেহ লাভ করে । সঙ্গে সঙ্গে তাeার লালণ্যনয় অঙ্গ হইতে নীলপদ্মের গন্ধ বিকীর্ণ হইতে থাকে এবং এই স্থানও উক্ত গন্ধ লাভ করে । তথাগত এই স্থানে বোধিসত্বরূপে লিনয় শিক্ষা করিয়ছিলেন । তপন তিনি এই দেশের রাজা ছিলেন এবং চন্দ্র প্রভা নামে খ্যাত ছিলেন । বোধি লাভের জন্ত তিনি নিজ মস্তক ছেদন করেন এবং ঐ উদ্দেশ্বে তিনি সহস্ৰ জন্ম ঐ রূপ করিয়াছিলেন । এই স্ত,পের পার্থের সঙ্ঘারাম জনশূন্ত, কেবলমাত্র কয়েকজন প্রাচীনকালে পর সম্প্রদায়াস্তগত কুমারলদ্ধ এই স্থানে কয়েকখানি শাস্ত্র রচনা করেন । নগরের দক্ষিণপূৰ্ব্বে পৰ্ব্বতপার্থে ১০ ফুট উচ্চ স্তুপ আছে। এই স্থান তাহার। কুনালের চক্ষু উৎপাটিত করিয়াছিল । এই স্থপ অশোক কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । অন্ধ ব্যক্তিরা এই স্ত,পের দখুপে এাধন করলে তাহার দৃষ্টিশক্তি লাভ করে। কুনাল পাটরাণীর সন্তান ছিলেন। তিনি দেখিতে সুন্দর এবং দয়াড়fচত্ত ছিলেন । যখন পাটরাণীর মৃত্যু হয়, তাহার স্থলাভিধিত্ব। ইন্দ্রিয়পরায়ণ রাণ রাজপুত্র কুনালের নিকুটু কুৎনিত প্রস্তাব করিলে, কুণাল তাহাকে ভৎসন। যতি তথায় বাস করেন । ক'রয় প্রত্যlপ্যাণ করেন । ইহাতে বিমাত কুপিত। ইষ্টয়া রাজাকে বলে সে জ্যেষ্ঠ পুত্রকেই তক্ষশীলার শাসনকওঁ৷র পদে নিযুক্ত করা উচিত । রাজপুত্র কুনাল দয়া দ্রুচিত্ত এবং যৎপরোনাস্তি সস্তুষ্ট হইয়া C ইহতে তক্ষশীলায় এদিকে কুনালের বিমাত৷ ৱহবার মানসে মোম দ্বারা পত্র লিখিয় নিদ্রিত অশোকের দস্তু চিঙ্গ পত্রে স্থাপন করিষ্ঠ দূত স্থার ঐ পত্র তক্ষশীলার মন্ত্ৰীগণের নিকট প্রেরণ করে । কুনালের অগ্নিগণ এই পত্র পাঠ করিয়া বিস্ময়াভিভূত হইয়। একে অপরের দিকে চাহিতে থাকে । রাজপুত্র মন্ত্রীগণকে তাহীদের বিস্ময়ের কারণ জিজ্ঞাসা করায় মন্ত্ৰীগণ উত্তর করেন যে মহারাজী উক্ত পত্রে রাজপুত্রকে অপরাধী সুধীর । রাজা কুনালকে করেন । &lfoto, so