পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8发 বিবেচনা করিয়া তাহার চক্ষু উৎপাটন পুৰ্ব্বক সস্ত্রীক পৰ্ব্বতে নিৰ্ব্বাসনের আদেশ দিয়াছেন । কিন্তু আমরা রাজার এইরূপ আদেশ পালনে সাহসী নই ; আমরা দ্বিতীয় আদেশ প্রাপ্তি পৰ্য্যস্ত আপনাকে ৰন্ধন কfরয় রাখিৰ ,* রাজপুত্র উভর কহিলেন যে “পিতা যখন এরূপ আদেশ করিয়াছেন তখণ অবগুই ওঁহেfর আদেশ প্রতিপালন করিতে হইবে ; তাহার দন্তের মোহর দ্বারা প্রতীয়মান হইতেছে যে এই আদেশ সত্য । ইহাতে কোন প্রকার ভ্রম নাই ।” এই বলিয়t fঙনি চণ্ডালকে তাহার চক্ষু উৎপাটি ত করিতে আদেশ দিলেন । এই প্রকারে দৃষ্টিশক্তিহীন হইয়। তিনি ভিক্ষাদ্বারা উদর পূর্ণ করিতে লাগিলেন। এইরূপে চলিতে চলিতে একদিন পিতার রাজধানীতে উপস্থিত হইলেণ । পত্নীর নিকট ইহা শুনিয়া রাজপুত্র কুনাল বলিলেন যে, তিলি এককালে রাজপুত্র ছিলেন ; এখন পথের ভিখারী। যদি তিনি সুবিধা পাইতেণ তাহা হইলে তাহাদের দোষস্থালনের চেষ্টা করিতেন । এই মানসে তিনি রাজোদ্যানে প্রবেশ করিয়া ব্লtfত্রতে বংশীবাদন ও সঙ্গে সঙ্গে করুণ স্বরে গান করিতে লাগিলেন । প্লংজ উপপ্লভলা হইতে এই করুণস্বর শুনিয়! ঐ গায়ককে তাছার সম্মুণে আনয়ন করিতে আদেশ কঞ্চিলেন। অন্ধ ব্যক্তি - উহায় সমীপে আনীত হইলে তিনি শোকাভিভূত হইয়া আৰ্ত্তনাদ করিতে করিতে কে কুনালের এই দশা করিল তাহ জিজ্ঞাসা করিলেন । কুনালও ক্ৰন্দন করিতে করিতে তাহার ধগুবাদ দিয়৷ উত্তর করি:লন “বস্তুতঃ, পিতৃভক্তির अङार cझ्छूझे उ%वान ॐाश८क ७ई *ोखि প্রদান করিয়াছেন। অমুক বৎসরের অমুক মাসে এবং পিতাকে ভারতী । ফাস্তুন, ১৩১৭ অমুক দিনে রাজাদেশ তাহার নিকট প্রেরিত হয় । এবং সেই আদেশ প্রতিপালনের জন্যই তিনি অন্ধ হইয়াছেন। রাজা তৎক্ষণাৎ বুঝিতে পারলেন যে তাহার দ্বিতীয় পত্নীই এইরূপ করিয়াছেন এবং সেই মুহূৰ্ত্তেই তাহার হত্যার অাদেশ দিলেন । বোধি বৃক্ষের নিকটস্থ সঙ্ঘারামে ঘোষ নামে এক অহৎ বাস করিতেন । তিনি লিন আয়াসেই ভবিষ্যৎগণনা করিতে পারিতেন । তিনি ত্রিবিদ্যায় পারদশী ছিলেন । অশোক তাহার নিকট অন্ধকুনাল সহ উপস্থিত হইরা কি প্রকারে তাছার পুণরায় দৃষ্টিশক্তি লাভ হইতে পারে, তজ্জন্য তাহার নিকট প্রার্থণা করেন । অৰ্হৎ রাজার অনুরোধ শ্রবণ করিয়া বলেন যে “যে আগামী কল্য আদি ধৰ্ম্ম প্রচার করিব . প্রত্যেকে একটি পত্রি হস্তে লইয়। আমার নিকট ধেন উপস্থিত হয় এ ৭ং চক্ষুর জল সেই পাত্রে রক্ষা করে ।" পর দিবস, দেশ দেশা স্তর হইতে স্ত্রীপুরুষ সমবেত হইলে আইং দ্ব দশ নিদান সম্বন্ধে স্বালোচনা করিতে থাকেন এবং উtহার বাক্যে সক লেরই চক্ষু হইতে জল নিৰ্গত হয় । স্ব স্ব পাত্রে এই চক্ষুজল সকলেই রক্ষা করিলেন এবং পরে অহৎ এই চক্ষুজল স্ববর্ণপাত্রে লইয়া বলিলেন "বুদ্ধদেবের সম্বন্ধে অামি যাহা বলিয়াছি তাহা যদি সত্য না হয়, তবে স্বfহ{ আছে ত{হাই থাকুক ; আর যদি সত্য হয়, তবে এই অন্ধ ব্যক্তি যেন এই জলদ্বার। চক্ষুধৌত করিয়া নিজ দুষ্টি শক্তি লাভ করে।” এই বলিয়া তিনি কুনালের চক্ষু ধৌত করিলে পর তাছার চক্ষু পূৰ্ব্ববৎ হইল। রাজা পরে উহার মন্ত্রিদের নানাপ্রকার শাস্তি প্রদাল করিলেন ও অস্তন্য সহকারীগণকে নিৰ্ব্বাসিত করিলেন। এই রাজ্য হইতে দক্ষিণ পূৰ্ব্বে ৭• •লি বাক্টর আমরা সিংহপুর রাজ্যে পেীfছ। (ক্রমশঃ) খেয়ালির গান । (ওল্গৃনেসি হইতে ) স্বপ্ন-সুখে আমরা সুখী ছন্দে গাথি গান, সিন্ধুকূলে আমরা শুনি ভাঙা ঢেউয়ের তান ! দুনিয়া ভুলে জ্যোৎস্না-জলে আমরা ফেলি জাল, মোরাই অtবার দুনিয়াটারে নাচাই চিরকাল ।