পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । ভিন্ন নামে অভিহিত করিয়াছেন । ব্রিটিশ রাজত্বে গবর্ণমেণ্ট একটা নিৰ্দ্ধারিত হার স্থির করিয়া প্রজার নিকট হইতে খাজনা গ্রহণ করেন এবং সেইজন্ত প্রজারা পুৰ্ব্বাপেক্ষা অনেক সুবিধা ভোগ করিতেছে । সাধারণতঃ জমীর উৰ্ব্বর শক্তি যতই বেশী হয়, ততই সেই জমির খাজনা বেশী হয় । অবশ্য শুধু যে কেবল জমীর উর্বরার উপরই জমীর খাজনা নির্ভর করে তাহা নয় । স্থান বিশেষে ও জমীর খাজনার তারতম্য ঘটে । বড় বড় নগরের নিকটবৰ্ত্তী জমীর থাজনার হার বেশী ; কেননা ঐ সকল জমীতে উৎপাদিত দ্রব্য অল্প বা বিন! আয়াসেই বিক্রেতা সুবিধা দরে বিক্রয় করিতে পারে । মাল লইয়া অধিক টানাটানি করিতে হয় না । কিন্তু বড় বড় নগরাণি হইতে দূরবত্তী স্থানে ভূমি উববর হইলেও তাহার খাজন কম কেন না সে স্থানে উৎপাদিত দ্রব্য খরিদ্দারের আ ভাবে বিক্রয় করিতে যথেষ্ট ক্লেশ পাইতে হয় । এবং তজ্জষ্ঠ কৃষক সে জমী সহস৷ চাষ করিতে চাহে না । এই জন্ত জমীর উৰ্ব্বরাশক্তি ও জমার অবস্থানের সুবিধা অমুবিধামুপারে ও খাজনার যথেষ্ট তারতম্য হয় । যখন ঐ দুটীর কোন একটীর অভাব হয় তপন খাজনা কমিয়। ধায় । যে জমার উৰ্ব্বংiশক্তি এত কম যে উহাতে যে মুলধন ও পরিশ্রম প্রয়োগ করা হয় তাহার বায়ু যাদ উৎপাদিত দ্রব্য দ্বার। পূৰণ না হয়, তবে কেহই ঐ জমী চাষ করিতে চাহিবেন। পক্ষান্তরে, যদি মনুষ্যের অগম্য স্থানে মত্য স্তু উৰ্ব্বর জমী ও থাকে, তাহা হইলেও কেহই তাহা লইতে চাহিবে না । আমেরিকায় ও অষ্ট্রেলিয়ায় বণ্টন। ?Ꮻ ᏋᏕᎽ এরূপ অনেক জমী অাছে কিন্তু ঐ সকল স্থানে উৎপাদিত দ্রব্য মজুষ্যেৰ ব্যবহারোপযোগী করিতে হইলে টানাটানিতে এত অধিক ব্যয় পড়িয়া যায় যে সেখানে চাষ করা আদেী লাভজনক নহে । রিকার্ডে নামক পাশ্চাত্য অর্থনীতিবিদ পণ্ডিত ভূমির খাজনা নিৰ্দ্ধারণ সম্বন্ধে এক নিয়মের কথা উল্লেখ করিয়াছেন । মনে করুন ক ও থ নামে দুই খানি জমী আছে । হয় উর্বরাশক্তির জন্ত কি সুবিধামত স্থানে স্থিতির জন্ত ‘ক’-র খাজনা খ অপেক্ষ বেশী । এই উভয় জমীর খাজনার বিভিন্নত হক্টতে আমরা এক জমীর উৎপাদন শক্তি ( অর্থাৎ উৰ্ব্বরী শক্তি ও সুবিধা মত স্থান স্থিতি ) হইতে অন্ত জমীর পার্থক্য বুঝিতে পারি। এইক্ষণে এই ক ও খ ব্যতীত গ নামক আর একখানি জমী আছে যাহাতে এই সকল শক্তির অভাবের জন্ত নাম মাত্র খাজনা আদায় इग्न । ७ई श्र छशे शश इहे८ङ नाम भार्ज খাজনা আদায় হয় ও পুৰ্ব্বোক্ত ক জমির খাজনা—এই দুই খাজনার যদি তুলনা করা যায় তাহা হইলে তাহার খাজনা হইতে উভয় জমীর উৎপাদিত দ্রব্যের মুল্য নিদ্ধারণ করিতে পারা যায় । কিন্তু গ জমির নাম মাত্র খাজনা, কেনন। উহা অনুৰ্ব্বর। বা অল্পোৎপাদিকা শক্তি বিশিষ্ট । সুতরাং উৎকৃষ্ট জমী নিকৃষ্ট জমী অপেক্ষ যে সকল সুবিধা ভোগ করে ঐ সকল সুবিধার আর্থিক মূল্যই হইতেছে খাজন! ! রিকার্ডোর মতে যে জমা নাম মাত্র খাজনা দেয় উহ। "কর্ষণের শেষ মাত্রায় অবস্থিত” (margin of cultivation ) tašā'i