পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা। সমালোচনা | S 4 సె সমালোচনা । বস্তু উপলক্ষে শিক্ষা। প্রথম ভাগ । মৌলবী সেথ আবদুল জব্বার প্রণীত। মূল চারি আন। মাত্র। অধুনা প্রচলিত কিণ্ডেরগার্টেন শিক্ষাপদ্ধতির উপযোগী করিয়া ছাত্রগণের জন্ত এই গ্রস্থ রচিত । শিক্ষাকোষ । শিক্ষাব্যবসায়। সংখ্যা। শ্ৰীযুক্ত মন্মথধন বন্দ্যোপাধ্যাধ প্রতি সংখ্যা M । সমগ গ্রন্থ ৩০ টাকা । শিক্ষাকোষ কাৰ্য্যালয়, বিনোদকুটার, লক্ষে । ইহার পূর্ব সংখ্যাগুলি দেখিবার আমাদিগের সুযোগ ঘটে নাই -সুতরাং একেবারে পঞ্চম সংখ্যা দেখিয় গ্রন্থ কারের “প্ল্যাণ" বা উদ্দেশ্যের কোন একটা ধারণা করিতে পাকিলাম না। বৰ্ত্তমান সংখ্যায় "ভূগোল-শিক্ষা" আলোচিত হইয়াছে। ভূগোল-শিক্ষার প্রয়োজনীয়ত, ভূগোলের ইতিহাস, ভূগোলশিক্ষায় পয্যায় প্রভৃতি সম্বন্ধে লেখকের আলোচনা ও সংগ্ৰহ বেশ তথ্যপূর্ণ ও সুখপাঠ্য । এখানি প্রতি মাসে প্রকাশিত হয় কিনা তাছাও বুঝিলাম না । চণ্ডিকা-বিজয় । ( সটীক শক্তিবিষয়ক আদি বাঙ্গালা কাব্য গ্রন্থ ) দ্বিজ কমললোচন প্রণীত । ক্রীযুক্ত পঞ্চানন সরকার এম, এ, বি. এল সম্পাদিত । বিশ্বকোষ প্রেসে মুদ্রিত । রঙ্গপুর শাখ সাহিত্য পরিষৎ হইতে প্রকাশি 3 । এখানি প্রায় আড়াইশত বৎসর পূৰ্ব্বে রঙ্গপুরনিবাসী কবি দ্বিজ কমললোচন রচিত পুৰাতন কাব্য : সম্প্রতি সাহিত্য পরিষৎ ইংর আবিষ্কার করিয়াছেন । গ্রন্থ নির বিশেষত্ব এথানি শক্তি সম্বন্ধীয় গ্রন্থ, বৈষ্ণবগ্রন্থ নহে। কাব্যখনি নিতান্ত ক্ষুদ্র নহে ; গ্রন্থের ভূমিকায় কবির সংক্ষিপ্ত জীবনী ও কবিতtশক্তি বেশ দক্ষ তার সহিত আলোচি ত হইয়াছে। কবি কমললোচনের সৌন্দৰ্য্যজ্ঞান, উপমাবৈচিত্র্য প্রভৃতি প্রকৃতই উপভোগ্য । পত্রলেখ । শ্ৰীমতী প্রিয়ম্বদা দেবী। প্রণীত

  • [शृं★भ

으이, 1 কাস্তিক প্রেসে মুদ্রি ত । প্রকাশক, ইণ্ডিয়ান গাব্লিশিং হাউস। মূল্য আট আনা । এখffন কবিতা-গ্রন্থ। কবির রচনার নূতন পরিচয় অনfৰশুক । এই গ্রন্থে প্রায় দেড়শতাধিক কবিত। সন্নিবিষ্ট হইয়াছে । ভাবে ছন্দে এমন একটি করুণ সুর বহিয়া গিয়াছে যে তাহা নিমেসেই হৃদয় স্পর্শ করে । ভাষার গতি লীলাময়-সরল । কবিতাগুলি পাঠ করিবার সময় পাঠকের মনে হয়,— “স ঢুতর সন্ধ্যর আঁধারে লুপ্ত আমি, লুপ্ত লেখা অশ্রুবারি ধারে ।" কবির মৰ্ম্মৰেদ নাম পাঠকের চিত্ত একটা করুণ সহানুভূতিতে ভরিখ উঠে । সে বেদন একান্থ নিজস্ব বলিয়াই মনে হয । বাঙ্গালায় কাব্যসূtiহতো পত্ৰলেখা বিশিষ্ট উচ্চস্থান লাভ করিৰে বলিয়। আমদিগের বিশ্বাস আছে । ঐসত্যব্রত শৰ্ম্ম । শঙ্খ । গীতি কাব্য , শ্ৰীযুক্ত অক্ষয়কুমার বড়াল পুণত । “সাহাঙ্গ, প্রিণ্টিং ওয়ার্কপ" হইতে মুদ্রিত ও শ্ৰীযুক্ত গুবরাস চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত : মূল্য এ আনা। এতদিন পরে বঙ্গসাহিত্যের প্রিয় “বড়াল কবির" মাসিক পত্রিকার ইতস্ততঃ বিক্ষিপ্ত কবিতাগুলি গ্রন্থাকারে পাইয়। অনেকেই প্রীতিলাভ করিবেন । অক্ষয়বাবু নূতন কবি নহেন,বহুদিন হইতেই তিনি ক,বত রচনা করিয়া সাহিত্যে আপনার গৌরব প্রতিষ্ঠা করিয়াছেন। বর্তমান কবিতাগুলিতে, কবির, নিজস্ব সকরুণ স্বকুটা সৰ্ব্বত্র বস্তৃত । এই সকরুণ স্বরটা নৈঃশ্বব্যঞ্জক হইলেও, ইহার অন্তর একটা মূঢ় নির্ভরত আছে যাহ। নিতান্তই বিশ্বাসলব্ধ । এই গ্রন্থে কবর নানাদি শ্বাভিমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়—একদিকে লঘু গীতি অন্যদিকে গভীর অধ্যাত্মতত্ত্ব । আশা করি বঙ্গীয় পাঠক পাঠিক কাব্যখানি উপভোগ করিয়া বিশেষ আনন্দ পাইবেন। এবং আমরা অচিরে উtহার অন্য সঙ্কলন পাঠ করিবার সুষোগ পাইব । পরলোকগত চন্দ্রনাথ বসু । প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক শ্ৰীযুক্ত খগেন্দ্রনাথ মিত্র এমু, এ, মহাশয় কর্তৃক বঙ্গীয় সাহিত্য পরিষদে গঠিত প্রবন্ধ । সাহিত্য-পরিষৎ কাৰ্য্যালয় হইতে প্রকাশিত