পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

;(t デ হইয়াছে তাহা বলিবার আবশ্যক করে না। প্রথমে অমৃতবাজার বাংলা ভাষায় মুদ্রিত হইত। পরে ১৮৭৮ খৃঃ অব্দে যে সময় সংবাদপত্র আইন বিধিবদ্ধ হয় সেই সময় হইতে ইহা ইংরাজিতে প্রকাশিত হইতে আরম্ভ ভারতী । ফাল্গুন, ১৩১৭ হয় । শোনা যায়, শিশিকুমার রাতারাতি বাংলা কাগজকে ইংরেজি করিয়া ফেলেন । বহুদিন এই পত্রিকা যোগ্যতার সহিত চালাইয়া শিশিরকুমার তাহার পরিচালন ভার তাহার ভ্রাতা শ্ৰীযুক্ত মতিলাল ঘোষকে অর্পণ শিশিরকুমার ঘোষ । করেন এবং নিজে বিষ্ণুপ্রিয়া নামে একখানি বাংলা কাগজ বাহির করেন । সে কাগজ আজিও চলিতেছে। ংবাদপত্রের সম্পাদন ব্যতীত শিশির কুমার ‘অমিয় নিমাই চরিত' প্রভূতি কয়েক খানি বিখ্যা ও বৈষ্ণবীয় গ্ৰন্থ প্রণয়ন করেন। সেগুলি বৈষ্ণবসমাজে বিশেষ ভাবে আদৃত। এই গ্রন্থগুলি তাছার ধৰ্ম্মজীবনের পুণ্যস্মৃতি ও র্তাহার হৃদয়ের ভক্তি-উচ্ছ,াগ বহন করিয়া অমর হইয়া থাকিবে ।