পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

εξυν বাহিরে অস্পষ্ট একটা কি কোলাহল ! আমাfর মৃত্যু দেখিবার জঙ্গ সকলে বুঝি ছুটিয়া চলিয়াছে! কৌতুহলী দর্শক, স্পৰ্দ্ধিত প্রহরী, সজ্জিত আচার্য্য—আমাকে দেখিবার জন্তই সকলের এত আগ্রহ! মৃত্যু তবে সত্যই আজ আমাকে গ্রহণ করিবে ! আমাকে—? যে আমি বলিয়া রহিয়াছি, নিশ্বাস ফেলিতেছি, দেখিতেছি, শুনিতেছি, বায়ু-স্পর্শ অনুভব করিতেছি—সেই আমি এখনই মরিব ! くQ এ ব্যাপারখানা আমারো কিছু জানা আছে । প্লে দি গ্ৰীভের পাশ দিয়া যাইতেছিলাম—সে আজ বহুদিনের কথা ! বেলা তখন এগারোটা বাজিয়াছিল । সহসা আমার গাড়ী থামিয়া পড়িল । পথে বিস্তর লোক জমিয়াছিল। গাড়ীর মধ্য হইতে আমি মাথা বাহির করিয়া দেখি, আবালবৃদ্ধবনিতায় সারা পথ ভরিয়া গিয়াছে ! নরশিরের সংখ্যা ছিল না ! গৃহের প্রাচীর, বৃক্ষচুড়া কোন স্থান বাদ যায় নাই ! এবং অদূরে উদ্ধে স্থাপিত— ফাসিকাঠও দেখা যাইতেছিল । ফাসির সকল সরঞ্জামই প্রস্তুত ছিল ! আজও সেইদিন । কিন্তু আজ আমি দর্শক নই, আজ আমাকে দেখিবার জন্তই সেখানে তেমনি লোক জমিয়াছে ! একটী রজুকে অবলম্বন করিব—নিমেষে অমনি কি বিরাট অতলস্পর্শ অন্ধকারের মধ্যে নামিয়া পড়িব ! জমাট অন্ধকার ! তারপর --- আঃ, একখণ্ড প্রস্তর যদি কুড়াইয়া পাই, ভারতী । কাৰ্ত্তিক, ১৩১৭ ত তারি আঘাতে এখনি মস্তকটা চুৰ্ণ করিয়া ফেলি ! Rు মার্জন ! ওগো, মার্জনা ! আমায় মার্জন কর । হয়ত আমি মুক্তি পাইব । রাজার প্রাণ করুণায় গলিবে—মার্জনার আজ্ঞা বহিয়া এখনি দূত ছুটিয়া আসিবে ! শাস্ত্ৰ – শীঘ্র এসো ! তখন এই সমস্ত অন্ধকার চকিতে মুছিয়া যাইবে—এবং কি সে তীব্র দীপ্ত মুক্ত আলোর রাজ্যে প্রবেশ করিব ! জয়ের সে কি বিকট উল্লাসে সারা চিত্ত ভরিয়া উঠিবে ! আমায় প্রাণ ভিক্ষা দাও ! ওগো, স্নেহমায়াভরা এমন সুন্দর পৃথিবী,—প্রাণ যে ছাড়িতে চাহে না ! আমায় রক্ষা কর! ওগো, তপ্ত লৌহশলাকায় সৰ্ব্বদেহ আমার বিধিয়া দাও—লোকালয়ে প্রবেশ করতে দিও না— বিশ বৎসর, পচিশ বৎসর জেলে রাখিয়া দাও, শুধু এই স্বৰ্য্যের আলো আকাশ বাতাস হইতে বঞ্চিত করিও ন!—বন্দী যে,সে-ও চলে, দেখে, ভাবে, কথা কয়, সে-ও মুখী! শুধু এই প্রাণটা ভিক্ষা দাও,—আর আমার কোন প্রার্থনা নাই ! ミ? আচার্য্য ফিরিয়া আসিল । তার পণিত কেশ, শাস্ত কথাবাৰ্ত্তা, নম্র প্রকৃতি । শ্রদ্ধার যোগ্য পাত্র বটে। আজই সকালে আপনার সমস্ত জ্ঞান বন্দীর দলে তাহাকে বিতরণ করিতে দেখিয়াছি ! কিন্তু আমার তাছাতে কি লাভু! তার কথার দিকে আমার মনই ছিল না ! বুষ্টির জল সাশির গায় লাগিয়া যেমন ঝরিয়৷ পিছলাইয়ু