পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ^ 3 তাহাদিগকে রাজ্যাস্তরে প্রেরণ করা নতুবা মারিয়া ফেলা হইত । এই স্ত্রী সাম্রাজ্যের প্রসিদ্ধ রাঙ্গা পেন্‌ থেসিনিয়ার বীরত্ব কাহিনী ইনিয়াডে বর্ণিত আছে । যখন বীরশ্রেষ্ঠ হেক্টর হত হইলেন, যুদ্ধ জয়ের আশা ক্ষীণ হইল, তখন ট্রোজানগণ এই সাম্রাজ্ঞীর সাহায্য প্রার্থনা করেন । পেন্‌থেসিনিয়া পঞ্চ সহস্র সেনা ইয়। তাছাদের পক্ষ অবলম্বন করিয়াছিলেন। প্রাচীন কবিগণ অনেকেই তাহাদের ভৈরব ৰীরত্বের বর্ণনা করিয়া গিয়াছেন। এই স্ত্রী সেনার সছিত যুদ্ধ করিয়া গ্ৰীকগণ এমনই ভাত হইয়। গিয়াছিল যে র্তাহাদের উচ্চ তীক্ষ রণহঙ্কার শুনিবামাত্র পলায়ন করিত। পেনথেসিনিয়ার ভtৱতী । চৈত্র, ১৩১৭ হস্তে গ্রীসীয় অনেক শ্রেষ্ঠ বীর নিহত হরেন ; পরিশেষে আফিনিসের সহিত যুদ্ধে রাজ্ঞী প্রাণ হারান । যুদ্ধের পর আফিনিস তাহার অনুপম রূপ লাবণ্য এবং তরুণ বয়স দেখিয়। অত্যন্ত কাতর ভাবে বালকের স্থায় রোদন করায় কোনও অভদ্র গ্ৰীকযুবা তাহাকে উপহাস করে। এই কারণে তিনি তাহাকে হত্যা করিয়াছিলেন। প্রাচীন কাব্যে এই স্ত্রী সেনার বহুবিধ কৌতুহল জনক বর্ণনা দেখিতে পাওয়া যায় । জগদ্বিখ্যাত অমিতবলশালী হার্কিউলিস বীরোচিত যে দ্বাদশ কাৰ্য্যের জন্ত চিরস্মরণীয় তাহার মধ্যে এই স্ত্রী রাজ্যের সাম্ৰtঞ্জী হিপোলিটার মেখলা সংগ্ৰন্থ করিয়া আন অন্ততম | ঐপ্রিয়ম্বদা দেবী ।

ব্রহ্মে বো-টো । . ব্রহ্মে যখন ইংরেজের সহিত যুদ্ধ উপস্থিত হয়, সেই সময়ে সে দেশে বো-টো নামে এক প্রসিদ্ধ দস্থ্য ছিল । তাছার প্রভাবে সকলেই সশঙ্কিত থাকিত । তাহার এরূপ এক আশ্চৰ্য্য চতুরতা ছিল, যে ইংরাজ গবমেণ্ট পৰ্য্যন্ত তাছাকে বহু চেষ্টাতেও ধরিতে পারেন নাই । অবশেষে অন্ত কোন উপায় লা দেখিয়া ইংরাজের তাহাকে রাজদ্ৰোছী বলিয়া ঘোষিত করিলেন, এবং প্রচার কfরলেন যে, যে কেহ বৌ-টোর মস্তক লইয়। আসিতে পাব্লিবে সেই গবমেণ্টের শিকট দশ সহস্ৰ ক্ষুদ্র পুরস্কার পাইবে । কিন্তু এ সকল ব্যবস্থা সত্ত্বেও fৰধাত তাহার মস্তকটিকে যেস্থালে রাখিয়াছিলেন, .তাহ। নিরপত্রৰে সেই স্থলেই থাকিয়া লিভ্য নূতন উপদ্রবের কৌতুক স্বষ্টি করিতে লাগিল । একদিন সংবাদ আসিল ষে বোটো এক জঙ্গলের মধ্যে ব্লছিয়াtছ । সেই প্রদেশের সেনাপতি মলে করিলেন ৰন খিরিয়া ওiহকে বঙ্গ কৃরিখেন। তিনি বহু লোক লইয়। সেই জঙ্গলটি ঘিরিলেন এবং প্রত্যেককে বলিয়া দিলেন যে বোটোকে যে ধরিতে গায়িবে সেই দশ সহস্র মুদ্র পুরস্কার পাইবে । সৈনিক, পুলিস, কুলি, কৃষক, গ্রামবাসী সকলেই আসিয়৷ এই ব্যাপারে যোগ দিল । সকলেই পুরস্কারের লোভে উৎফুল্ল। ক্রমে এত লোক আসিয়া জুটিল যে সেই লোকপ্রাচীর ভেদ করিয়া পলায়ন করা বো-টোর স্তায় দস্থ্যর পক্ষেও অসম্ভব হইয়া দাড়াইল । किश्रु उ१न्, छवियtब्र पञांप्त गभग्न नांहे ! सूtश হয় একটা কিছু অবিলম্বেই করিত্তে হইবে । কাজেই বোটে তৎক্ষণাৎ তাছার পরিচ্ছদ ত্যাগ করিয়া কুলির মত এক জীর্ণ চীর পরিল এবং একগাছি ছড়ি बाइँझो अङ्काकृ ५णकtणङ्ग मश्छि छfशब्रर्र ज.बषt१ ধোগ দিল । পরিণামে ফল হইল এই ৰো-টে। जशृङ्ग (जांकटूणग्न अश्ङि •iब्रिथमिक छांग्नि