পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e tు ভারতী । চৈত্র, ১৩১৭ প্রাচ্য-গৌরব। (Earl of Ranaldshay হইতে ) বিশালকায় আসিয়া মহাদেশের মহীয়সীমূৰ্ত্তি জগংবাসীকে চিরদিনই এক অপূৰ্ব্বভাবে আকৃষ্ট করিয়াছে। পর্তুগালের অসমসাহসিক নাবিকগণের অক্লান্ত অধ্যবসায় যে দিন দক্ষিণমহাসাগরের রহস্ত জাল ভেদ করিল, সেই দিন হইতে সৈনিক ও বাণিজ্যজীবীর ক্রম-বৰ্দ্ধনশীল প্র”; “ অলিছিন্ন ভাবে আসিয়ার প্রহেলিকাময়, বিশাল তটাভিমুখে বহিয়া আসিতেছে । দক্ষিণ মহাসাগরের উত্তাল তরঙ্গমালার ঘাত প্রতিঘাতে কত মহাজাতির উত্থান ও পতন হুইয়াছে ; প্রাচ্যজগতের বিশাল রঙ্গমঞ্চে কত জাতি কিছু দিনের জন্ত রাজ-অভিনয় করিয়া অন্তৰ্হিত হইয়াছে। পর্তুগাল, স্পেন, হলগু, ফ্রান্স সকলেই যথাক্রমে এই বিরাট দেশকে আশ্রয় করিয়াই উন্নতির সৰ্ব্বোচ্চ সোপানে আরোহণ করিয়াছিল ; এবং আজিও ইংলণ্ড ইহাপ্লই উপর নিজের গৌরবসিংহাসন প্রতিষ্ঠিত রাখিয়াছে। কালচক্রের পরিবর্তনে বিজয়-অভিযানের দিন গত হইয়াছে। চারি শতাব্দী পূর্কে যে রহস্ত যবনিকার অন্তরালে আলিয়া অস্পষ্ট আলোকে প্রতিভাত হইত, সে যবনিকাও অপসারিত হইয়াছে। আসিয়া আজ উন্মুক্ত, আলোকোদ্ভাসিত । কিন্তু যে ইন্দ্রজালের অপরূপ কুহকচ্ছটায় চুরি শত বৎসর পুৰ্ব্বের বাণিজ্যব্যবসায়ী ও ছুঃসাহসিক ব্যক্তিবৃন্দ আকৃষ্ট হইত আজি ও তাহাৰ মোহিনী শক্তি কিঞ্চিম্মাত্র ক্ষুণ্ণ হয় নাই ; তাহা কেবল রূপান্তর গ্রহণ করিয়া স্বীয় প্রভাব বিস্তার করিতেছে মাত্র । এ কথা সত্য যে এখনও যুদ্ধ ব্যবসায়ী ও আবিষ্কৰ্ত্তাদিগের জন্ত যথেষ্ট ক্ষেত্র পড়িয়া রচিয়াছে। বণিক এখন ও তাহার বাণিজ্যজাল দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত বিস্তার করিতে পাবেন । কিন্তু আসিয়ায় ইউৰোপীয় প্রভুত্ব বিস্তারের সঙ্গে সঙ্গে, বণিক ও সৈনিকের একাধিপত্য অন্তহিত হইয়াছে ; এবং এষ্ট সকল যুদ্ধার্থী ও বাণিজ্যকামীর স্থান পৰ্য্যটক ও অনুসন্ধিৎসু ছাত্রবর্গ দিন দিন অধিকার করিতেছে। প্রাচ্য জগতের গবেষণা ও পুরাতত্ত্বানুসন্ধানের সীমাহীন ও বিমোহন সাধনাকে এই বিশাল ভূমিতে আকর্ষণ করিয়া আনিতেছে । প্রতীচ্য হক্টতে প্রাচ্যরাজ্যে এই ভার - কেজের পরিবর্তন-ব্যাপার খুবই ঘটনা পূর্ণ ; কিন্তু অবোধ্য কিংবা অনৈসর্গিক নহে। প্রাচ্যদেশ সমূহ ও তাহীদের অধিবাসীবর্গের বিশালত্ব এবং বৈচিত্র্য আসিয়া মহাদেশকে এক বিপুল অনন্ত সৌন্দর্য্যে জড়িত করিয়া রাখিয়াছে। দার্শনিক ও ঐতিহাসিক, সাহিত্যসেবী ও শিল্পী, প্রত্নতত্ত্ববিৎ ও পরিব্রাঙ্গক, রাজনীতিবেত্তা ও বিপ্লবপন্থী সকলেই স্ব স্ব ক্ষমতা পরিচালন ও জ্ঞান প্রয়োগের পথ আসিয়ার এই বিরাট ক্ষেত্রের মধ্যেই দেখিতে পাইবেন । ८ष भन् िक्ष-किंनब्र श्बभूव श्रांश्लन (७ब्र নিকট জাজ সমগ্র জগৎ স্বেচ্ছায় অবনতমস্তক,