পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'e R& এক । সকল দেশেব সমস্ত ভাল শিল্প জগতের সকল শিল্পেব সঙ্গেই মিলবে। কিন্তু, সৰ্ব্ব সাধারণের পক্ষে কথাটা ঠিক নয় {—জনসাধারণ চায়, চিত্র লিখিত মুক্ট্রির সুন্দর মুখ ও সুন্দর গঠন, আর শিল্পী চান মুখের সুন্দর ও কমনীয় ভাদটী এবং গঠনের সুঠাম ভঙ্গী ! —সাধারণ চায়, নাট্রালয়ের সজ্জিত রূপসী— শিল্পী চান, অন্তঃপুরের মলিন গৃহলক্ষ্মীর অন্তর্ভা ল’ ৷ আমবা তার আঁকা কবিবর রবীন্দ্রনাথ ঠাকুরেয় একখানি রেখাঙ্কিত প্রতিকৃতি দেখেছি। এই ছবিখানিতে রবীন্দ্রের উপাসন কালীন মুথের এবং অঙ্গের ভক্তি-পুলকসঞ্চারিত প্রকৃতির গম্ভীর ভাবটী মুন্দর রূপে ফুটে উঠেছে ; ভাবতীতে র্তাহার চিত্রের যে প্রতিলিপিখনি প্রকাশিত হচ্ছে এখানি "ধৰ্ম্মপ্রাণ য়িহুদিদের ঈশ্বর-প্রেবিত ধৰ্ম্ম বিধির নিকট উপাসনাস্তুে বিদায় সময়ের প্রার্থনা ” র্তার আঁকা শিশুপুত্র কোলে তার সহধৰ্ম্মিনীর ছবিটা আমাদের অত্যন্ত ভাল লেগেছিল। তা’ন্তে জননীর পুত্র-বাংসল্য ७ॉब्रडीो । ו לפיצ,55: মধুর ভাবটী যেন মূৰ্ত্তিমতী হ’য়ে আছে । দুঃখেয় বিষয় ছবিখানি এত মৃদ্ধ রেথাপাতে তাক যে তাৰ প্রতিলিপি হওয়া অসম্ভব ! এখানে রদেষ্টাইন সাহেবের যে একটা সামান্ত প্রতিকৃতি দিলুম সেট—আমাদের গভমেণ্ট শিল্প বিদ্যালয়ে তিনি যখন শিল্পগুরু পূজনীয় অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বেখাঙ্কন প্রতিকৃতি অtষ্কৃছিলেন, সেই অবকাশে আঁকা। অনেকে হয়ত জানেন না, বিলেতে ভারতবর্ষীয় শিল্পশিক্ষার্থীদের ভারত-শিল্পেৰ উন্নতির জন্তে সাহায্য এবং উৎসাহ দেবার ইচ্ছায় সেখানকার অনেকগুলি প্রসিদ্ধ শিল্পীমহাত্মার মিলে একটা শিল্প-সমিতি গঠিত করেচেন। মিঃ রদেনষ্টাইন সেই সমিতির একজন প্রধান সভ্য ! এখানে হাইকেটের উডফ সাহেব, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি sitätsälä striotis Indian Scoicty of Oriental art atta en asti nfnfz গঠিত করেচেন বিলাতের উক্ত সমিতি ও ঐ একই উদ্দেশ্যে স্থাপিত । ॐ श्रमिडदूभांद्र शब्नtद्र । বণ্টন । ২ । বেতন । উৎপাদিত অর্থের যে অংশ শ্রমজীবিদিগকে তাহদের পরিশ্রমের জন্ত দিতে হয়, তাহাকেই বেতন বলে । বেতনও খাজনার স্তায় কোন কোন দেশে দেশাচারের উপর কোথায়ও বা প্রতিযোগিতার উপর নির্ভর করে। ডাক্তার, কবিরাজ, ব্যারিষ্টার, উকীল প্রভৃতিকে পারিশ্রমিক বলিয়া যাহা দেওয়া হয় তাহ অনেক পরিমাণে দেশাচার নিয়ম্বিত । অনেক সময় এরূপও দেখা যায় যে পুরাতন ভূত্য বা কৰ্ম্মচারী অন্তর অধিক বেতন পাইলেও পুরাতন মলিবকে