পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । কাব্যে নিদাঘ-চিত্র। ¢e O و কাব্যে নিদাঘ-চিত্র । মোটামুটি সংস্কৃতকাব্যে নিদাঘেব ইতিহাসের কতকটা ছায়া পাওয়া গেল । সম্প্রতি পশ্চিমের কাব্য দেখা যাক্ । গোড়াতেই সেক্ষপীয়রের মধ্যনিদাঘের স্বপ্নেৰ কথা মনে পড়ে। এই নাট্যের লঘু কল্পনা মায়াবী উর্ণনাভের স্তায় নিবিড় হাস্ত স্বজন করিয়া তৃপ্ত হইয়াছে । . নাটকটির প্রাথমিক স্বচনায় ট্র্যাজিডিব যাবতীয় উপকরণ সজ্জিত ছিল । নাবীব প্রেম, পিতার নিষেধ, প্রেম প্রার্থীর সংখ্যাধি ক্য, কন্যার প্রেমসত্তঘর্ষ-রজুব একদিকে পিতাব মৎলব, অপৰদিকে ঈর্ষাকলুষিত উপেক্ষিত দ্বিতীয় নাবীর উত্তপ্ত চিত্ত— এ সমস্ত ষোল আনাই ছিল। হঠাৎ কোথা হইতে নিদাঘের এক দমৃক স্বপ্নমাখা তৎক্ষণাৎ পরীরাজ্যের দাম্পত্যকলহ পাঠকের মন জুড়িয়া বসিল । তার পর অলস প্রেমপুষ্পের রসে ভালবাসারাজ্যে কাড়াকড়ি পড়িয়! গেল ! মানুষ, গদভ, পরী, কোন পার্থক্য রহিল না ! কে কাহাকে ভালবাসে হিসাব নাই—সব এগোমেলে প্যাচের মাঝে পড়িয়া স্বপ্নবিভোর হইয়া গেল। ইহার নিবিড় কারণ রহিয়াছে। কিন্তু তাহ আলোচনার পূর্কে নিদ্বাঘের প্রাণকথাটি একবার দেখা যাক । প্রেমরাজ্যের ধূর্ব অধীশ্বর বসন্ত অপেক্ষ নিদাধে কম তৃপ্ত নহে। বসন্তের মুগ্ধ অন্ধত, রৌদ্রপীড়িতচিত্তে মত্ততায় পরিণত হয়। পাগলের ধৰ্ম্ম হচ্চে সে সব দিকু সামলাইয়৷ হাওয়ায় এসব উড়িয়া গেল।" ( २ ) চলিতে পাবে না, হিসাব কেতবে যথেষ্ট ভুল হইয়া যায় ; একটা ঠিক করিতে গেলে আরও পাচটা ভুল হইয়া বলে। অতিপ-ক্লান্ত মানবেব গ্রীষ্মঋতুতে সহজেই কাৰ্য্যকারণের শৃঙ্খলটি সব দিক বঁাচাইয়া চলিবার উৎসাহ থাকে না । বিলাত এজন্তই একালে লোককে বোকা বলিবার সুযোগ খুজিয়া April Fool of Efa; to ক্ষুদ্র প্রেমসম্রাটটি এজন্য এই ঋতুতে অনুবাগমূলক নানা কৌতুক স্বজন করিয়া উল্লসিত হয় । বসস্তেব মিলন প্রকৃতির সহজ মিলন ;–গ্রীষ্মে ও মিলন আছে—কিন্তু কাহার সহিত কে সম্মিলিত হইতেছে উষ্ণ স্বপ্ন-উত্তেজিত চিত্ত তাহ ঠাহর করিতে পারে না। এজন্য "কিউপিড়” বসন্তসহায় ন হইয়া, নিদাঘের অতিরিক্ত উত্তেজিত হৃদয়েব ভিতর তাহার কারিগরী ও নষ্টামীর যেন বিশেষ সুযোগ পায় । কারণ বসন্তে । অদম্বদ্ধ, অসংযুক্ত, প্রকৃতিবিরুদ্ধ ব্যাপারের সঙ্গম সম্ভব নহে– তাহ বসন্তের ধৰ্ম্ম নহে। কিন্তু নিদাঘের হৃদয়সাহারায় মরীচিকারূপে বসন্তেব যাবতীয় স্বপ্নস্কৃতি ছুটাছুটি করে,কিন্তু হায়, তাহ বালুকারাশির অলীক স্বাক্ট— তাহাব সহিত সামাজি কত সম্ভব নহে। যে তাহার পশ্চাতে ছোটে সে পাগল কিম্বা বোকা। নিদাঘে বসন্তের ছায় অস্তৰ্হিত হইয়া যায় ন–কিন্তু দেশে একটু অতিরিক্ত উষ্ণতা, এবং ইউরোপে খররেীদ্রের কাজিত মাদকতা মস্তিষ্কের সন্ধিস্থল হইতে কোন প্যাচ খুলিয়া ফেলে। তাহাতে ব্যক্তি