পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为●8母 डाँब्रडौ । চৈত্র, ১৩১৭ বর্ষশেষ । আর একটি বৎসর চলিয়া গেল । স্বাভাবিক নিয়মামুযায়ী সুখ দুঃখের তরঙ্গ সমভাবেই তাহার বক্ষ আলোড়িত করিয়াছে ! কিন্তু সে সুখ দুঃখের দিকে চাহিয়া ভাবিবার আমাদিগের সময় নাই—আমরা কাজ করিতে আসিয়াছি, কাজ করিয়া যাইব । সুখদুঃখ প্রকৃতির দান—তাই চিরদিনই সমভাবে মানবসমাজকে আঘাত করিবে । আমাদিগের নিকট ইহা সহিষ্ণুতার একখানি পরখপাথর মাত্র। তবু আজ এই বর্ষের শেষ দিনে মুহূর্তের জষ্ঠ দাড়াইয়া সংক্ষেপে একবার—আমরা কি হারাইলাম আর কি-ই বা পাইলাম, তাহার আলোচনা করিয়া লইলে নিতান্ত অসঙ্গত হুইবে না । রাজনীতিক্ষেত্রে আমাদিগের পরম শ্রদ্ধাপদ সম্রাটু, সপ্তম এ৬োয়াডকে বর্ষারম্ভেই আমরা হারাইয়াছি। ভারতবাসীর প্রতি র্তাহার অম্লান স্নেহ ও অক্ষুঃ সহানুভূতির সীমা ছিল না। কিন্তু নদী তরঙ্গে যেমন এক কুল ভাঙ্গে, অপর কুল গড়িয়া উঠে, তেমনি তাহার পুত্র নবীন সমাট পঞ্চম জর্জকে আমরা রাজাসনে পাইয় তাহার সস্নেহ সহানুভূতি লাভে নুতন আননে সে দুঃখ ভুলিয়াছি। দুঃখ ক্ষণিকের, ঝটিকার ছায় তাহার প্রভাব অচিরস্থায়ী ; ইহাই জগতের নিয়ম। লর্ড মিণ্টো ভারত শাসনকাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিয়াছেন–র্তাহার স্থানে •আমরা সদাশয় মহানুভব লর্ড হার্ডিংকে পাইয়াছি। লর্ড মৃলির আসনে আজ লর্ড ক্রু ! মাননীয় শ্ৰীযুক্ত সত্যুেষ্ণুপ্ৰসন্ন সিংহের স্থানে সৈয়দ আমির আর্ণি,প্রতিষ্ঠিত। লর্ড হার্ডিং মহোদয় ইতিমধ্যেই প্রজাবর্গের হৃদয়ে আপনার আসন স্বপ্রতিষ্ঠিত করিয়াছেন। ছদ্মবেশে ছাত্রাবাস সমূহ পরিদর্শন করিয়া তিনি ছাত্ৰগণের সহিত অসঙ্কোচে বন্ধুভাবে মিশিয়াছেন, তাহাদিগের মুখছুঃখের ংবাদ লইয়াছেন, এদূতে ভারতবাসী আজ আনন্দে উল্লসিত ! বৰ্ত্তমান ভারত ইতিহাসে এ এক নুতন যুগের স্বচনা দেখা দিয়াছে। লেডি হার্ডিং তাহারই যোগ্য সহধৰ্ম্মিনী । আমাদের দেশ ও দেশবাসীর প্রতি র্তাহারও স্নেহ ও সহানুভূতির আমরা যথেষ্ট পরিচয় পাইতেছি । ইংরাজ ও ভারতবাসীর মধ্যে সকল বাধা বন্ধ তাহার সাদর ব্যবহারে আজ টুটিবার উপক্রম দেখা যাইতেছে । লেডি হার্ডিং মহোদয় ইংরাজ মহিলাগণের সহিত বাঙ্গালী মহিলাগণকে মাঝে মাঝে নিমন্ত্রণ করেন।—অভ্যাগতাদিগের প্রতি সাদর সমাদরে রাজা প্রজার সুদূর সম্পর্ক সেদিন যেন ডুবিয়া যায় ;-আতিথ্যের প্রতি মধুর আপ্যায়নে অভ্যাগতাগণ যে আনন্দ লাভ করেন, ষেন তাহ বর্ণনাতীত ! তিনি সেদিন প্রতি নিমন্ত্রিতার নিকট স্বহস্তে মিষ্টান্ন থাল ধরিয়া আতিথ্যের মর্যাদা রক্ষা করেন? এই আদর্শ অতিথিসৎকার ভারত মহিলাগণের পক্ষেও অনুকরণীয়। এইরূপ আদর ব্যবহারে ভারতবাসীর চিত্তে আজ শুধু শ্রদ্ধা ७ गथान নছে, প্রীতি ও কৃতজ্ঞতার বন্ত বহিয়া চলিয়াছে !