পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । জৰ্ম্মণ- যুবরাজ এ বৎসর ভারতে আসিয়া আমাদিগের মুখদুঃখের পরিচয় লইছেন ! তাহার মুমিষ্ট ব্যবহাবে, সুমধু অপায়নে তাহার হৃদয়ের আমরা যে পরিচয় পাইয়াছি; তাহাতে মুক্ত কণ্ঠে বলিতে পারি, তাহার হৃদয় রাজারহৃদয়েরই মত—অপূৰ্ব্ব মহিমায় মহাযান ! জন্মানব যুবরাজ ও বর্ষশেষের একটি নিদারুণ খের কথা,-- কিছুকাল পূৰ্ব্বে যে অসংযম ও উচ্ছৃঙ্খলতায় দেশ জর্জরিত হইয়াছিল, আমরা ভাবিয়ছিলাম তাহার শেষ হইয়াছে—কিন্তু কয়েকদিন পূৰ্ব্বে একজন কৰ্ত্তব্যপরায়ণ পুলিশ কৰ্ম্মচাবীর হত্য ও লালদীঘির ধারে এক বৃত্ত যুবকের বঞ্চর আচরণে তাহাব পুনরভিনয় দেখিয়া আমরা যারপরনাই নিরাশ ব্যথিত হইয়াছি। এ কি উন্মাদ প্রবৃত্তি ! কি বলিয়৷ এই • $” - বর্ষশেষ । > o 8 G সম্প্রতি তিনি শিকাবোদে খ্যে সুন্দরবন গিয়াছিলেন। র্তাগর সহযাত্রী জনৈক শিকারী বান্ত্রি কর্তৃক আক্রান্ত ও আত ত হইয়া কলিকাতা মেডিকেল কলেজে প্রেরিত হষ্ট ছিলেন । সুবরাজ সেখানে তাহাকে দেখিতে যান ! এই ঘটনা তাঙ্গৰ সহৃদয়তার ফুধু পরিচয়মাত্র । ও তাতার পত্নী । সকল কাণ্ডজ্ঞানহীন যুবককে তাহাদেব ছক্রিয়াব পরিমাণ বুঝাইং, তাহ জানি না । ইহার দেশের ও কিরূপ অকল্যাণ সাধন করিতেছে, তাহা বুঝবার শক্তিটুকুও যে তাঁহাদের নাই ইছাপেক্ষা অধিকতর ক্ষোভে বিষয় আর কি থাকিতে পারে ?4 মুখের বিষয় এইরূপ উদভ্ৰাত্ত বালকের দল নিতান্তই নগণ্য । রাজনীতির ন্তায় সাহিত্যক্ষেত্রেও আমরা এইরূপ কর্ম - چشمہ حسٹ