পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔ১ ও বর্ণসমাবেশেও অতি মনোরম !* তার প্রতিবর্ণ যেন চোখে স্নিগ্ধ শীতল ভাব আনে । মোগল কিম্ব অদ্য কোন শিল্পে সে রকমটা প্রায় দেখা যায় না ! বৌদ্ধ আর মোগলচিত্র উভয়েরই রঙের একটা প্রধান গুণ, শক্ত শত বৎসরের পুরাতন মোগল ছবি এবং সহস্ৰ বৎসরের জীর্ণ বৌদ্ধ ছবিগুলির কোনোটা বই বর্ণেব অদ্যাপি কোন রকম পরিবর্তন ঘটেনি। সে গুলি যেন চিরনবীন ! দেখলে হঠ{ং মনে হয, এইমাত্র বুঝি কেউ রং দিয়ে গেল ! স্বভাবত পরিবর্তনশীল রঙের মধ্যে সাদা অfর নীল ংগুলি অজস্তার ছবিতে এখনও এত পরিষ্কাব রূপে বর্তমান দশকে রা সে যে সহস্ৰ বৎসরেব পুবাতন রং, এক থা মোটেই স্বীকার করতে চান না ! বলেন, পববৰ্ত্তা চিত্রকরের সংস্কারের সময় ওগুলিতে নুতন করে রঙ দিয়েছিলেন । যাচ হকৃ, ভারতীয় চিত্রেব রঙ যে ইউরোপীয় তৈলচিত্রের চেয়ে স্থায়িত্বে শ্রেষ্ঠ সেকথা সৰ্ব্ববাদি সম্মত । বৌদ্ধ শিল্পদের অসীম ধৈর্য্য দেখলেও স্তম্ভিত হতে হয় । সেই অবরুদ্ধ অন্ধকার গুহার ভিতর নানান অসুবিধার মধ্যে বিশেষত ছাদের নীচে ( celling ) যে কি করে ঐ সমস্ত বিস্ময়কর ও নয়নানন্দ কারুকার্য্য করে গেছেন, এখন তা বোঝাচ্চ অসাধ্য । এ বিষয়ে মোগল চিত্রকর অথবা অদ্য কোন দেশের চিত্রকরকেই এতটা কষ্ট স্বীকার করতে দেখা ws zit 1 ste gifax feit:(decorative art) সম্বন্ধে বৌদ্ধশিল্পী এবং মোগল শিল্পিগণ যে, ইংরাজ র্তাব ভারতী । কীৰ্ত্তিক, ১৩১৭ প্রায় সমকক্ষ। অজন্তু গুহার শীর্ধদেশ সজ্জা (ceiling decoration) go fossúðts হঠাৎ দেখলে মনে হয়, যেন মাথার উপর একখানি বহুমূল্য শালের চাদোয়া টাঙান রয়েছে ! প্রত্যেক চাদোয়ার মধ্যে একটা করে প্রকাণ্ড শ্বেত পদ্ম বিকশিত ; আর চারিধারে গোলভাবে সজ্জিত সারি সারি হাস, কিম্বা ময়ুব, অথবা মৃণাল দল-মন্থন-তৎপর হাতীর পাল ; এবং চার কোণে নানারকম লতা-পা তার কাজ। সেগুলির মধ্যে যে একটা বিশেষ অর্থ আছে ত দেখলেই বোধ হয় । মোগল decorative চিত্র স্বাক্ষ তা হিসাবে সৰ্ব্বোৎকৃষ্ট বটে; কি স্তু অঞ্চস্তার আলঙ্কারিক চিত্রের মত অর্থ পুর্ণ বলে মনে হয় না । অজন্তাগুহায় গাছপালার চিত্র গুলিও প্রায় নিখুঁত। মোগল চিত্রে ও বৃক্ষাদির ছবি অতি সুন্দর । পাশ্চাত্য শিল্লিদের মত ওরা শুধু তুলির স্পশে একটা গাছের ভঙ্গি খাড় করে দিয়ে নিশ্চিস্ত হন তার যতদুব সম্ভব গাছের পাতাগুলি এমন কি গুড়ির আকারের তারতম্য ঠিকভাবে একে গাছের পরিচয় দিয়ে দেন ; অর্থাৎ ভারত বর্ষীয় চিত্রের গাছপালা দেখলে t৪ জ্ঞাস করতে হয় না যে, "এটা কী গাছ ? Perspective সম্বন্ধে অঙ্গ স্তার ছবিতে প্রায় কোন ভুল দেখলুম না । মোগল শিল্লির বোধ হয় ও বিষয়ে ততটা ৪,"ক্ষ্য রাখতেন না । অমর এক লম্বর গুহার দেয়ালের এক জায়গায় একটা ছবির নকল নেবার সময় হঠাৎ পিছন ফিরতেই দেখলুম গুইরে চারিদিকের বারান্দা দেওয়া প্রকাও হল ঘরট Fi; ; এ সংখ্যা ‘ভারতী’তে মুখপত্রের ছবি দ্রষ্টব্য।