পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ বর্ষ, সপ্তম সংখ্যা । বৌদ্ধ ও প্রাচীন মোগল চিত্রশিল্প। ఆe న ক্রীড়ার ভাবই দেখতে পাই । কিন্তু সমস্ত ছবিতে পর্যন্ত ধৰ্ম্মভাব প্রবেশ করেছে। বৌদ্ধ চিত্রই একটা আধ্যাত্মিক আবেশ ও তা’হলে বুঝতে হবে মোগলশিল্প বিলাসপ্রধান শাস্তির ভাবে মণ্ডিত ! এমন কি যুদ্ধ বিদ্রোহের এবং বৌদ্ধ শিল্প শান্তিময়। মোগলদের চিত্ররচনা প্রণালী ও বৌদ্ধ শিল্পিদের চিত্র- দ্বারা ফুটিয়ে তোলেন বৌদ্ধশিল্পীরা সেটা রচনা প্রণালীর মধ্যে একটা বিশেষ পার্থক্য দুই চারটা সরু-মোট রেখার টানে দেখিয়ে আছে । মোগল শিল্পির চিত্রের যে ভাব দেন । বৌদ্ধশিল্পী অঙ্কিত উপরের ছবিখানি অতি চেষ্টা ও যত্ন নিয়ে ও সুহ্ম কারুকার্য্য দেখলে সেটা বোঝা যাবে । অজস্তাচিত্র