পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ a যাহার কারখানায় কাজ শিখিতে যায় তাহীদের অধিকাংশকেই ছুমিদা নদীর এই পারে কায শিখিতে আসিতে হয় । ছুমিদ নদী ক্ষুদ্র হইলেও বাণিজ্যবহুল ; ছোট ছোট ষ্টীমার এবং নৌকায় পুর্ণ; প্রতি পাচ মিনিট পর পর ছোট ছোট ফেরি ষ্টীমার সহরের এক প্রান্ত হইতে অপর প্রাস্তে আরোহী বহন করিয়া লইয়া যাইতেছে । অদ্ধ কিম্বা এক মাইল অস্ত্রর অন্তবই ক্ষুদ্র ক্ষুদ্র ষ্টেশন । এই নদীব উপর রিওগোকু জাপানের সর্বশ্রেষ্ঠ সেতু । ইহার উপর বৎসরে জুলাই মাসে একদিন “হানাবি” অর্থাৎ আতসবাজির মহাসমারোহ হইয়! থাকে । এতদুপলক্ষে লক্ষ লক্ষ লোকসমাগম দেখিতে পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্যবসায়ী রাত্রিকালে তাড়িত লোক এবং আতসবাজির সাহায্যে স্ব স্ব ব্যবসায়ের বিজ্ঞাপন প্রচার করিয়া থাকে। সহস্ৰ সহস্ৰ নেীক সমাগমে সেদিন জলে ও স্থলে যেন কোন ভেদ থাকে না । নদীব ধাবে বসন্তকালে মুকোজিম নামক স্থানের চেরি প্রস্ফুটিত হইবাব সময় প্রায় একমাস কাল সংসার-চিন্তা ভুলিয়া সহস্র সহস্ৰ লোক অপার আননো মাতোয়ারা হইয় উঠে । তখন তথায় রোজই যেন চূড়ামণি যোগ লাগিয়া আছে বলিয়া মনে ङ्य़ । জাপানের বড় সহরের সহিত ছোট সহরের পার্থক্য কেবল অtয়তনে এবং লোকসংখ্যায় । চাল চলন সৰ্ব্বত্রই এক ৷ রাস্ত ঘাট, ঘর, ঢ়য়ার অধিকাংশ সহরেই এক রকম। উত্তর অঞ্চল অর্থাং শীতপ্রধান প্রদেশস্থ সহরগুলির এবং তোকিও, ওসাকা, ভারতী । অগ্রহায়ণ, ১৩১৭ কোবে এবং ইয়োকোহাম প্রভৃতি কারবারী সহরের লোকগুলি সুচতুর এবং কন্মঠ । মার্কিন জাতির ন্তীয় জাপানীরা আজকাল সহর প্রিয় হইয়া উঠিয়াছে ; দেশের গণ্য মান্ত এবং নধ্য ভদ্রলোকগণ রাজধানী অথবা অন্ত কোন বড় সহবে বাড়ী করিয়া অবস্থান করিয়৷ থাকেন। অবস্থাপন্ন ব্যক্তির সমুদ্র তবে, হ্রদ অথবা বিখ্যাত জলপ্রপাতের নিকটবত্তী স্থানে গ্রীষ্মাবাস দেখিতে পাওয়া যায় । জাপানের মিউনিসিপালিটী আমাদের মিউনিসিপালিটীৰ স্তায় নহে । সহরের রাস্ত। ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হইলে ও নর্দামাগুলি খোলা ; ঢাকা সহরের নৰ্দ্দামার মত । নুতন রাস্ত ঘাট প্রস্তু ত কিম্বা পুরাতনের মেরামত ভার মিউনিসিপালিটীর হস্তে । মিউনিসিপালিটীর পার্ক প্রভৃতিতে মিউনিসিপালিটী হইতেই আলো দেওয়া হয় । তাছাড়া দোকানদারগণ এবং সহরের অধিবাসিগণ নিজ নিজ ব্যয়ে স্ব স্ব বাড়ীর সম্মুখে আলো দিয়া থাকে । অবস্থাস্থ্যায়ী কেহ তাড়িতা লোক, কেহ বা গ্যাসের, আবার কেহ বা কেরোশিনের আলো বাড়ীর সন্মুখদেশে ব্যবহার কবিয়া থাকে। আর বাড়ীর সন্মুখবৰ্ত্তা রাস্তাতেও গৃহস্বামীই পরিষ্কার রাখিয়া জল সিঞ্চন করিয়া থাকে। প্রত্যেক বাড়ীর আবর্জনাদি নিক্ষেপ করিবার জন্য বাড়ীব এক পাশে একটি কাঠের বাক্স রাখিয়া দেওয়া হয় । দুই একদিন পর পর উহা পরিষ্কৃত হইয় থাকে। পরিষ্কার করিবার জন্ত কতকগুলি লোক নিয়োজিত আছে সত্য, কিন্তু তাহাদিগকে পারিশ্রমিক স্বরূপ অতি সামান্তই দিতে হয় ; যেহেতু আবর্জন জমির পক্ষে মূল্যবান। উহার