পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y হিমালয়ের শিখর পরে জমাট তুষার ভরা, গল্বে সেও কোন দিনে প্লাবিত করে ধরা ! আমারি মন কঠিন রবে, শক্ত পাষাণ চেয়ে ? নিঝরিণী ঝর্বে না তার হৃদয়-রন্ধ বেয়ে ? শূন্ত থেকে শূন্ত পরে লাফিয়ে পড়ে হেসে গহন বনে, কাটায় সেজে চলতে ভেসে ভেসে, ললিত ভীম গানের রোলে কঁাপিয়ে দিগন্তর, টপকে শিলা, উছলে ফেণ পেরিয়ে তেপাস্তর মিশ বে নাক সাখী সনে সাগর পথের যাত্রী হরিৎ ভরিং দুকূল করে কি দিব কি রাত্রি ? বরফ-গলা হৃদয় আমার নুতন স্বরে ‘গা একটি শুধু মূর্ছনা তার নীচেয় নিয়ে যা । R পলকে পলকে ছলকে ছলকে बश्च्चि ध्च्एब्र भन বরফ-গলা থ’ম্কে থ’ম্কে দমকে দমকে ঠারিসনে এমন ! যদি থরে থরে নিথর পাথরে বুক চাপে—সরা, সরা ! চল চল চল তরল সচল কলগানে সদাভরা ! 龜 কন্তু বা নিঝর শুধু ঝর ঝর অম্বব পটে আঁকা শুভ্ৰ উজল রূপ ঝলঝল ভৈরবী গতি বাক ! বিগল তড়িৎ কভু বা সরিৎ স্নিগ্ধ সরল বেথা, বনের হিয়ায় আঁধার শিয়ায় মোহন রজত লেখা ! কাস্তারে দেশে আলুথালু বেশে এলায়িত বেণী নদী দুকুল ছাপিয়া ফাপিয়া ফাপিয়৷ কেঁদে চল নিরবধি ! কতু গল গল হাসি কল কল সখি সনে উন্মাদ সাগর মেলায় বহে যা হেলায় কাকলিয়ে পুরি সাধ । ছল ছল ছল ছলল ছলল মনরে উছিয়ে চল, লীলাময়ী রূপ অতি অপরূপ ভাবে সদা ঢল ঢল ! ঐসরল দেবী ।