পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وا طات মুখের মধ্যে রোগের বীজ বিক্ষিপ্ত হইবার সস্তাবনা । ৩ । যে ঘরে রোগী থাকিবে, তাহার সন্নিকটে ছোট ছেলেমেয়েদের কখনই আসিতে দেওয়া উচিত নহে । সুস্থ বালকবালিকাগণকে বাট হইতে পৃথক্ করিয়া রাখিতে পারিলেই ভাল হয় । ৪ । গৃহের মধ্যে প্রচুর পরিমাণ স্বৰ্য্যলোক ও বায়ু প্রবেশের ব্যবস্থা করিবে । রোগীর গৃহ কখনই বদ্ধ রাখিবে না, কাবণ এই রোগের বীজ নিশ্বাস দ্বারা বায়ু মধ্যে পরিত্যক্ত হইয়া বায়ুকে দূষিত করে। ৫ । ড়েনের গ্যাস যাহাতে বাটীর মধ্যে প্রবিষ্ট হইয়া বায়ুকে দূষিত না করে, তদ্বিযয়ে সবিশেষ সাবধান হইতে হইবে । অনেকে অনুমান করেন যে ড়েন হইতে উখিত গ্যাসের মধ্যে এই রোগের বীজ বিদ্যমান থাকে । ৬। গৃহপালিত পশুদিগের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব কখন কখন দেখিতে পাওয়া যায়। ইহাদিগের সংস্পর্শ হইতে মনুষ্য শরীরে রোগ সংক্রামিত হইবার সম্ভাবনা । প্লেগ ( Plague )—১ । বাটীর সর্বত্র পরিষ্কৃত পরিচ্ছন্নাবস্থায় রাখিবে। যাহাতে বাটীর প্রত্যেক গৃহে সমস্ত দিন যথেষ্ট পরিমাণ আলোক ও বায়ু প্রবেশ করিতে পারে, তাহার সুব্যবস্থা করিবে । অব্যবহার্য্য সামগ্রী ও আবর্জনাদি বাট হইতে বহিস্কৃত করিয়া দিবে এবং গৃহের মধ্যে ইদুরের গৰ্ত্ত থাকিলে উহ ইট ও সিমেন্ট মাটী দ্বারা শক্ত করিয়া বুজাইয়া দিবে। ইচুর মারিবার জন্য যে সকল উপায় অবলম্বিত হইয়া থাকে, তাহ সাধন করিতে বিলম্ব বা আলস্য প্রদর্শন করিবে না। ভারতী অগ্ৰছায়ণ, ১৩২৪ ২। মামুষের প্লেগ হইবার পূৰ্ব্বে ইদুরের প্লেগ হইতে দেখা যায়। যখন দেখিবে যে বিনা কারণে বাটতে ইদুর মরিতেছে, তখনই বুঝিবে যে উছারা প্লেগ রোগে আক্রান্ত হইয়াছে । এই লক্ষণ দেখিলেই অবিলম্বে ঐ বাট পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করিবে এবং সমস্ত বাসগৃহ বিশোধক ঔষধ দ্বারা ধৌত করিয়া ও চুণ ফিরাইয়া সমস্ত দরজা জানাল কিছু দিনের জন্ত খুলিয়া রাখিলে পর তবে উছ পুনরায় বাসের যোগ্য হইবে। বাটীতে ইদুর মরিতে আরম্ভ হইলে ফণক জায়গায় চালা বধিয়া কয়েক দিন বাস করিলে পরিবারস্থ কাহারে প্লেগ হইবার সম্ভাবনা থাকে না ; কিন্তু এরূপ অবস্থায় বিলম্ব করিয়া বাটত্যাগ করিলে সমূহ বিপদের আশঙ্কা থাকে। ৩ । মৃত ইছর কখনই হাত দিয়া স্পর্শ করিবে না। অজ্ঞতাবশতঃ মৃত ইদুর স্পর্শ করিয়া অন্তঃপুরবাসিনী মহিলাদিগের প্লেগ রোগ হইয়াছে, এরূপ দুর্ঘটনা বিরল নহে। মৃত ইদুর চিস্টার দ্বারা ধরিয়া ফাকা যায়গায় খড়ের উপর কেম্বোসিন্‌ তেল ঢালিয়া পুড়াইয়া ফেলা উচিত। মৃত ইদুর কখনই রাস্তা ঘাটে ফেলিয়া দিবে না । যে স্থানে মৃত ইদুরের দেছ পতিত থাকে, তাহ। ফেনাইল দ্বারা উত্তমরূপে ধৌত করিয়া ফেলিবে। ৪ । প্লেগ, রোগীকে স্পর্শ করিতে বা তাহার সেবা করিতে ভয় পাইবার কোন কারণ নাই । অন্তান্ত সংক্রামক রোগীর শুশ্ৰুষার নিমিত্ত যে সমস্ত বিষয়ে সাবধান হইবার প্রয়োজন, প্লেগ সম্বন্ধেও তাছাই প্রতিপালন করা কর্তব্য। পূৰ্ব্বে লোকের