পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ অষ্টম সংখ্যা প্রদান কবেন এবং শোভাযাত্রায় কতজন লোক সঙ্গে করিয়া কবে উপস্থিত হইতে হইবে তাহ জিজ্ঞাসা করিয়া লন । বাড়ী আসিয়া বরের পিতা আবশ্যকীয় সাজ সরঞ্জাম ংগ্রহ শেষ করিয়া চারিসের পরিমিত ঘূত কস্তার আলয়ে পাঠাইয়া দেন। এই ‘ঘি’ কে তাওয়াই ঘৃত বলে । এই ঘৃত না পৌঁছান পৰ্য্যন্ত বিবাহের এক অঙ্গ "তাও” (Pan) উৎসব সম্পন্ন হইতে পারে না ; এবং বিলম্বে পৌছিলে বরপক্ষকে ১জুলু স্বর্ণ দণ্ডস্বরূপ দিতে হয়। বিবাহের পূর্ব দিবস রজনীতে সমস্ত গ্রামবাসীগণের সম্মুখে ৮টাব সময় এই উৎসব সম্পন্ন হয় । সমাগত ব্যক্তিগণের মধ্যস্থলে একটা সুবৃহৎ লৌহকটাহ স্থাপন কবিয়া “কাছারী” কিম্বা ‘বাবুলী’বংশীয় কোন ব্যক্তি স্কৃত, আট এবং চিলিবৃক্ষের বীজ ও পাতা লইয়া ছুটয় আইসে এবং দ্রব্য গুলি কটাহে রাখিয়া অল্প অগ্নি দ্বারা উত্তাপ দিতে থাকে, কটাহস্থ দ্রব্যগুলি হইতে ধূম নির্গত হইলে পর লোকটি উভয় হস্তে কটাহের হাতনি ধরিয়া কটাহটি মস্তকোপরি উত্তোলন করে, এই সময় অদ্ভুত রবে বাদ্য বাজিয়া উঠে এবং বাজনায় তালে তালে মৃত্য করিয়া কটাহধারী ঘরময় ঘুরিয়া বেড়ায়। গিলগিটদিগের বিবাহ উৎসব సె$') নৃত্যারম্ভের সঙ্গে সঙ্গে সমবেত লোক সকল করতালি দিয়া সমস্বরে নিম্নলিখিত গানটি গাহিতে থাকে— ইহ। বাইর গুলের তাও (ক) দিবনা রাথিতে মাটীতে, কাউকে নিজেই রাখিব उ5t७ ॥ (খ) ইহা ‘মালিক প্রধানের তাও, দিবন রাখিতে ইত্যাদি (গ) ইহা রাজোপযুক্ত তাও দিবন, রাখিতে ইত্যাদি (ঘ) ইহ সংসার উপযোগী তাঁও, দিবনা রাখিতে ইত্যাদি (৯) ইহা শামীর প্রধানের তাও, দিবনা রাখিতে ইত্যাদি (চ)ইহ ‘ম্যাকপান প্রধানের তাও,দিবনা রাখিতে ইত্যাদি (ছ) ইহ|”মাঘলট"প্রধানের তাও, দিবনা রাখিতে ইত্যাদি (জ) ইহা “খান” রাজার তাও, দিবনা রাখতে—ইত্যাদি (ঝ) ইহা ধাৰ্ম্মিক গীরথির তাঁও, দিবনা রাখিতে ইত্যাদি (ঞ) ইহা মারিও'প্রধানের তাও, দিবনা রাখিতে ইত্যাদি (ট) যদিও“নীলু"তাওয়ের কৰ্ত্ত, দিবন! রাখিতে ইত্যাদি। পুরুষগণ যখন এই অপূৰ্ব্ব সঙ্গীতে মন্ত থাকে, সেই সময় স্ত্রীলোকগণ নিম্নলিখিত গানটী গাহিতে থাকে— (ক) এই ‘রক্ত প্রবাল বাইর গুলের দিবন গাঁথিতে অন্য কাউকে, নিজেই গাথিব আমি। (খ) এই ‘প্রবাল ভাণ্ডার’ মালিক প্রধানের দিবন গাঁথিতে অন্য কাউকে, নিজেই গাথিব আমি । এই গানটী শেষ হইলে ‘কটাহধারী এক (o) (*) Bairgul and Malik—Chief of Kashmir. (e) Shameer—The chief of Kashmir. (5) Magpan—The chief of Skardu. (ছ) Mughlot—The chief of Nagir. (জ) Khana—The Raja of Yasein. (ঝ) Girkhi–The Ruller of Hunza. (ep) Maryo–The son of Machat. (a celebrated person of Rono Family)