পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাময়িক প্রসঙ্গ দক্ষিণ আফ্রিকায় নির্যাতনসহিষ্ণু ভারতবাসী হার শাসনভার বুয়ার এবং ইংরাজের মিলিত এই কলিকাত নগরীতে সাত আটটি মহিলাসমিতি আছে। দক্ষিণ আফ্রিকার অত্যাচারপীড়িত ভারতীয় স্ত্রীলোকদিগের জন্য অর্থ সংগ্রহের উদ্দেষ্ঠে এই সমিতিসমূহের সম্মিলিত উদ্যোগে বিগত ২০শে অগ্রহায়ণ ২• নম্বর বিডন ষ্ট্রীট ভবনে একটি মহতী সম্ভার অধিবেশন হয় । এই সভাস্থলে প্রায় দেড় হাজার টাক! চাদ উঠিয়া গিয়াছিল। এখানে শ্ৰীমতী কুমুদিনী মিত্র যাহা পাঠ করিখ ছিলেন—তাহ নিম্নে উদ্ধত হইল । দক্ষিণ আফ্রিকায় যে সকল ভারতবাসী ব্যবস বাণিজ্য উপলক্ষে এবং জীবিক অর্জনের জন্য অন্যাস্ত নন কৰ্ম্মে নিযুক্ত আছেন তাহদের প্রতি যে অত্যাচার হইতেছে তাহীর সংবাদ আমব প্রতিদিন সংবাদপত্রে পড়িয়া মৰ্ম্মাহত হইতেছি। দ্যায়ের মর্য্যাদ। রক্ষার্থ তাহারা অকুতোভয়ে যেরূপ আত্মত্যাগ করিতেছেন তাহার পুণ্য সুরভি মৃদুর সমুদ্রের উপর দিয়া বাতাসে ভদিয়া আসিয়া আমাদিগকে আকুল করিয়া তুলিয়ছে। প্রশ্ন হইতে পারে ভারতবাসী স্বদেশ ছাড়িয়| সেই স্বদুব আফ্রিকায় গিয়া বাস করিতেছে কেন? তাহদের উপর অত্যাচারই বা কেন হইতেছে ? সে অত্যাচার কিরূপ ? এমন অত্যাচার সহিয়া ভারতবাসীর সেখানে থাকিবার প্রয়োজনই বা কি ? দেশে ফিরিয়া আসিলেই ড সকল গোল চুকিয় যায়। কেপকলনি, নেটল, অরেঞ্জিয়, ও ট্রান্সভাল, এই চারিটি প্রদেশ দক্ষিণ আফ্রিকার অন্তর্গত। এই সকল স্থানেই ভারতবীসীগণ বাস করিতেছেন এবং অত্যাচারে পীড়িত হইতেছেন। বুয়ারদের সহিত ইংরাঞ্জের যুদ্ধের পূৰ্ব্বে কেপকলন ও নেটাল ইংরজি সাম্রাজ্যভুক্ত ছিল । বুয়ারগণ পরাজিত হইলে উপরোক্ত চারিটি প্রদেশ লইয়া বুয়ার এবং ইংরাজের সম্মিলিত গবর্ণমেণ্ট গঠিত হইয়াছে। কানাডা অষ্ট্রেলিয়ার স্তাষ দক্ষিণ আফ্রিকা এক্ষণে ইংলণ্ডের একটি উপনিবেশ । পাল মেন্টের উপর ন্যস্ত । বহিঃশত্রু হইতে রােজ্যরক্ষা, পররাষ্ট্রনীতি নিৰ্দ্ধারণ এবং ইংলণ্ড হইতে গভর্ণর প্রেরণ, এই তিনটি বিষয় ইংলণ্ড কর্তৃক স্থিরীকৃত হয় এবং কেবলমাত্র এই তিনটি বিষয় লইয়াই দক্ষিণ আফ্রিকার সহিত ইংলণ্ডের সম্বন্ধ। অন্তস্য সকল বিষয়েই ইহ স্বাধীন | দক্ষিণ আফ্রিকার অন্তর্গত এই সকল প্রদেশে বহু সোণার, কয়লার এবং হীরকের খনি डयt{t ! (*५[Cन চিনির কারবার হবিস্তৃত । চিনি প্রস্তুতের জন্ত বই অকের ক্ষেত, চায়ের ক্ষেত্র এবং কয়লার কারখানা আছে । বুয়ার যুদ্ধের বহুবর্ষ পুৰ্ব্বে এই স্থানের দুইটি প্রদেশ (কেপকলনি ও নেঠাল ) যখন ইংরাজ অধিকার ভুক্ত ছিল তখন এই সকল খনির ও কারখানার মালিকগণ এবং চ|-কর ও চিনিকরগণ ব্যবসা বাণিজ্য সুচারুরূপে চালাইবার জন্তু ভারতবর্ষ হইতে পরিশ্রমী, মিতাচারী এবং সৎস্বভাবসম্পন্ন মজুর দক্ষিণ আফ্রিকায় আমদানি করিবার জন্য ইংলণ্ডকে আমুরোধ করেন। এতদিন তঁtহার কাফ্রি কুলি লইয়৷ এই সকল কাজ চলাইতেন । কিন্তু কফ্রিগণ র্তাহীদের ব্যবসা ক্রমশই অবনতির দিকে লইয়া যাইতেছিল। এই সকল ব্যবসায়ীগণের স্বার্থের উন্নতির জন্ত ভারতগবর্ণমেণ্ট সৰ্ব্বপ্রথম ১৮৫৯ খৃষ্টাব্দে ভারতবর্ষ হইতে একদল মজুর দক্ষিণ আধিকার অন্তর্গত নেটলে প্রেরণ করেন। সে আজ প্রায় পঞ্চাশ বৎসর পূর্কের কথা । সেই সময় হইতে ১৯১• পক্টাব্দ পর্য্যস্ত দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষ হইতে কুলি চালান হইতেছিল। বিদেশে ধনে পার্জনের আশয় প্রলুব্ধ হইয়া, আপনাদিগকে দরিদ্র্য রাক্ষসীর ভীষণ গ্রাস হইতে মুক্ত করিবার মায়া-মরীচিকায় মুগ্ধ হইয়৷ দীন দুঃখী ভারতবাসী সেই কোন অজানা, অচেন রাজ্যে ভাগ্য পরীক্ষা করিতে মহাসমুদ্রে ভাসিয়া চলিল ।