পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c (to আমরা যদি ফা-হিয়ানের “সে-ওয়ে” (Fyzabad) হইতে ভ্রমণ অনুসরণ করি তাহা হইলে আমাদিগের গমনের দিক হইবে দক্ষিণপূৰ্ব্ব । এই স্থান হইতে বোধ হয় আমরা গোরক্ষপুরের উত্তরে আসিতে সমর্থ হই না, আমাদিগকে গোরক্ষপুরের দক্ষিণেই অবস্থিতি করিতে হইবে । অতএব কপিলাবস্তু ঘর্ঘরা বা গঙ্গার তীরদেশে বলিতে হয় । কপিলাবস্তু সংস্থাপন সম্বন্ধে একটা প্রবাদ শ্রত হয়। প্রবাদটী এই,— “এক সময় চারিজন রাজপুত্র বহু ব্রাহ্মণ, ধনী প্রভৃতি সহ দিগ্বিজয়ে বহির্গত হইয়া অবশেষে বারাণসীর এক দিকে আসিয়া উপস্থিত হইলেন । চারি ভ্রাতা তথায় মন্ত্রণা করিতে বসিলেন ; তাহারা বলিলেন, “আমরা যদি বলপূৰ্ব্বক পরের রাজ্য গ্রহণ করি তাহ হইলে আমাদিগের যশের যথেষ্ট অপমান করা হইবে।” তাহারা পরস্পরের যুক্তি মত একট নগরের প্রতিষ্ঠা করিতে কৃতসঙ্কল্প হইলেন । , র্তাহীদের মধ্যে একজন কতিপয় ব্যক্তি সহ তথায় অবস্থান করিতে লাগিলেন এবং অপর তিনজন অবশিষ্ট ব্যক্তি সহ যোগ্যস্থান নিৰ্ব্বাচনার্থ গমন করিলেন। অবশেষে তাহার কপিল নামক একজন ঋষিকে হ্রদ সম্মুখবর্তী প্রকাও এক বৃক্ষের তলে নিরীক্ষণ করিলেন । ঋষিবর রাজকুমারত্রয়কে তাহীদের অভিসন্ধির কথা জিজ্ঞাসা করিলেন । র্তাহারাও সাষ্টাঙ্গে প্ৰণিপাতপুৰ্ব্বক তাহাকে আপনাদের অভিলাষ জ্ঞাপন করিলেন। তখন মুনিবর র্ত{হার সেই তপোবন নগরে পরিণত ভারতী পৌষ, ১৩২• করিতে উপদেশ দিলেন । তিনি বলিলেন, “যখন শৃগাল শশকের দিকে ধাবিত হয়, তখন সেই শশক এই তপোবনে প্রবেশ কবিবামী ত্ৰ শৃগাল প্রতিগমন করে । যদি কোন ব্যক্তি এইস্থানে বাস করেন, তিনি দেব ব্রাহ্মণের স্বচক্ষে পতিত হন ; তিনি যুদ্ধ সময়ে বিপক্ষকে শীঘ্রই পরাজিত করিতে সমর্থ ” রাজকুমারগণ ঐ স্থানেই নগর সংস্থাপন করিলেন এবং উহা শেষ হইলে মুনিবরের নামাকুকরণে উহার নামকরণ করিলেন । সেই জন্ত ঐ স্থান “কপিলাবস্তু” বা “কপিলপুর” বলিয়। কথিত ।” Mr. Turnour সাহেব বলেন, শাক্যমুনি রাজগৃহ হইতে কপিলাবস্তু দর্শনার্থ গমন করিলেন ও প্রতি দিবস এক যোজন পথ ভ্রমণ করিয়া দুইমাসে তথায় উপস্থিত হইলেন । তাহা হইলে তাহীর ভ্রমণের পরিমাণ হয় ৬০ যোজন । (২) যদি আমরা ৪ মাইলে একযোজন ধরি তাহা হইলে রাজগৃহ হইতে কপিলাবস্তু ২৪০ মাইল হয় এবং ইহা ফাহিয়ানের বর্ণনার সহিত মিলিয়া যায় । অতএব কপিলাবস্তু ঘর্ঘরা নদীর তীরে ও গোরক্ষপুর হইতে দক্ষিণ পশ্চিমে । ফাহিয়ানের বর্ণনা হইতে জ্ঞাত হওয়া যায় কপিলাবস্তু কুশি নগর হইতে ২৪ যোজন পুৰ্ব্বে ও ঘর্ঘর নদীর তীরদেশে অবস্থিত। পূৰ্ব্বোক্ত বাক্যের সহিত ইহার সাদৃশ্য দৃষ্ট হয় । ঐতরোনাথ রায় । (*) Journal Asiatic Society, vol. VII p. 791. কলিকাতা ২ কর্ণওয়ালিস ষ্টট, কাস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্ন দ্বারা মুদ্রিত ও ১, সানি পার্ক, বালিগঞ্জ হইতে শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত।