পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ e ৭২ এই কথা শুনি তব রোষ যদি হয়, তবু হরি মোর পরে রবেন সদয় । হীনত্ব না ঘুচে করি যজ্ঞ উপবাস যত দিন মন রহে বাসনার দাস । তুক কহে লোক মাঝে তোমাদের মান - আমরা মে হরিভক্ত দৈব-ভাগ্যবান । 岑 家 率 এই একমাত্র যোগ করিও সাধন, যাহ। ভাল তাহ ঘূণ করে। ন! কথন । যে কাজ করিলে হয় দে{ষ সংঘটন: এমন কাজেতে মন দি ও না রাজন। দুর্জন নিন্দুকে যদি কবে যুক্তিদান, তাহtল কপ{য কচু পি ও নাক কাণ । রাজ্যের রক্ষক কে বা করিও নিৰ্দ্ধার । পরীক্ষার্য দেয গুণ করিয়া বিচার । কি জনাব রাজা তুমি জানিছ সকল, শরণ লভযে যেন অনাথ দুৰ্ব্বল । এই যে মিনতি মোর রাখ যদি মনে, সন্তুষ্ট হইব তাহে কি ফল দর্শনে । দুষ্ট এক কাজ মাত্র মোর বলে জানি, আপনার ভ্রমে অামি রহিব আপনি । এই এক সার কথা জানহ কল্যাণ, একই আত্মা সৰ্ব্বভুতে রহেন সমান। অস্থিHরাম নিরঞ্জনে রথ সদা মন, পুজ্যগুরু রামদাসে দেখহ অপেন। তুকা বলে “ধন্য ধন্য তুমি হে ভূপতি, ত্ৰিলোক ব্যাপিয়া রহে তব কীৰ্ত্তি ভাতি।” '; *k 来源 চতুর মান রক্ষক তুমি প্রতিনিধি, সত্ত্বগুণনিধি তোমা করেছেন বিধি । শুনহে মজুমদার লেখনী নিপুণ, জানিবে পত্রের তুমি যত গুণাগুণ । পেশওয়া, স্বনিস আর চিটনীস, ডবীর, রাজজ্ঞ সমস্ত আর সেনাপতি বীর। তুমি হে পণ্ডিত রায় ভূষণ সভার, বৈদ্যরাজ আদি সবে জান নমস্কার । ভারতী মাঘ, ১৩২০ তোমরা পত্রের অর্থ জানিয়ে অন্তরে, বিচার করিয়া তাহ বল নৃপতিরে । সাত্ত্বিক প্রণয় ভর, দৃষ্টাস্তের কথা, যা কহিনু যেন তার না হয় অস্তথা । মহারাজে যথাস্থিত দিও এ সন্দেশ, বাক্যের স্বরূপ অর্থ ক’য়ে সবিশেষ । ভয়ে ভয়ে বুঝাও হে যদি বিপরীত, তাহ হ’লে তোমাদেরি হইবে অহিত । তুক কহে “নমস্কার অধিকারীগণ, জানাইবে মহারাজে, এই নিবেদন ।” তুকারামের পত্র পাঠে রাজা কিছুমাত্র বিরক্ত না হইয়া ববং সন্তুষ্টই হইয়াছিলেন— এমন কি, তিনি স্বয়ং সেই সাধুর আলয়ে গিয় তাহাব দর্শনেছু হইলেন। কথিত আছে যে, বীরবর সেকন্দর বাদসা প্রসিদ্ধ গ্ৰীকৃ দার্শনিক দায়োজিনিসের প্রশংসা শ্রবণ করিয়া তাহাকে আনাইবার জন্য দূত প্রেরণ করেন। কিন্তু দায়োজিনিস র্তাহার নিকট গমনে অস্বীকৃত হইলে সেকন্দর নিজেই গিয়া তাহার সহিত সাক্ষাৎ করেন। তুকারাম ও শিবাজী সম্বন্ধেও এইরূপ ঘটনা বর্ণিত আছে । ঐ সময়ে তুকারাম দেহুর নিকটবৰ্ত্তী লোহগ্রামে বাস করিতেছিলেন—মহারাজ স্বয়ং তথায় উপস্থিত হইয়া বহুমূল্য মণিমাণিক্য রত্নাদি আনিয়া তাহাকে উপহার দেন কিন্তু তুকারাম সে সমস্ত অগ্রাহ করিয়া ফেলিয়া দিলেন—বলিলেন “মহারাজ ! সোনা রূপ। আমার চক্ষে মাটির তুল্য, এ সকল বস্তুতে আমার লোভ হয় না। আমাদের মোহ ও আশার অন্ত হইয়াছে, আমি হরির দাস, হরিই আমার আশা ভরসা। মহারাজ, তুমি ভগবদ্ভক্ত হইয় প্রজাপলিনে নিযুক্ত থাক, তাহা হইলেই আমি কৃতার্থ হইব ।”