পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తిసిలీ রাজার দুহিত । এই কন্যtটকে রাজঅন্তঃপুরে লইয়া গিয়া রাণী বাসবদত্তার পরিচারিকার পদে নিযুক্ত করিবার জন্য বৎসরাজ আদেশ করিলেন । তখন হইতে র্তাহার নাম হুইল-আরণ্যক । ২ । রাজা আরণ্যকাকে দেখিয়া মুগ্ধ হইলেম । মদনপীড়ায় পীড়িত হইখl তিনি বিদুষকের সহিত আত্মবিনোদনার্থ প্রমোদউস্তানে বিচরণ করিতেছিলেন। ঠিক সেই সময়ে আরণ্যক মহিষীর আদেশে পুষ্পচয়ন করিবার জন্ত উষ্ঠানে অবতরণ করিল। আরণ্যকার সর্থী মনোরম তাহার সাহায্যাৰ্থ আসিল, এবং তাহার বিশ্বাস উদ্দীপন করিয়া তাহার মনের কথা অবগত হইল । রাজা তাহার নিকটেই তরুকুঞ্জের অন্তরালে প্রছন্ন ছিলেন, তিনি এইরূপে জানিতে পারিলেন বে তিনি যেরূপ প্রিয়দর্শিকার প্রতি— প্রিয়দর্শিকাও সেইরূপ র্তাহার প্রতি অনুরক্ত । মনোরম প্রিয়দর্শিকাকে সেইখানে রাখিয়া দূরে চলিয়া গেল । যে সকল ভ্রমর পদ্মের চতুষ্পার্শ্বে গুঞ্জন করিতেছিল তাহার প্রিয়দশিকাকে আক্রমণ করিল । প্রিয়দশিকা আত্মরক্ষার্থ উচ্চৈঃস্বরে সর্থীকে আহবান করিল । বৎসরাজ দৌড়িয়া আসিয়া ভ্রমরের আক্রমণ নিবারণ করিয়া তাহাকে আলিঙ্গনপাশে বদ্ধ করিলেন। মনোরম সর্থীর চীৎকার শুনিয়া ফিরিয়া আসিল । বৎসরাজ আবার বৃক্ষান্তরালে প্রচ্ছন্ন হইলেন । আরণ্যক মনোরমার সহিত ধীরে ধীরে প্রস্থান করিল। ( শকুন্তলা— अश्म बहि-वषब्र शृंश्च जडैश्वा ) ৩। বাসবদত্তার পুরাতন সখী সংস্কৃত্যাংসী ভারতী भांच, s<९* বৎস ও বাসবদত্তার প্রেম-কাহিনী সংক্রান্ত একটি নাটক রচনা করিয়াছেন। রাণীর সন্মুখে উহার অভিনয় হইবে । আরণ কা বাসবদত্তার ভূমিকা এবং মনোরম রাজার ভূমিকা গ্রহণ করিয়াছে। মনোরমা ও বিদূষক—দুজনে মিলিয়া এই ফলি করিয়াছে — প্রণয়ীযুগল প্রকাগুরূপে পরস্পরের নিকট স্বকীয় প্রেম ব্যক্ত করিবে । মনোরমার পরিবর্তে স্বয়ং রাজা নিজের ভূমিকা গ্রহণ করিবেন । অভিনয় আরম্ভ হইল । অভিনয়প্রদর্শিত ঘটনার বাস্তবত উপলব্ধি করিয়া বাসবদত্তার চিত্ত অনেকবার বিচলিত হইল । কিন্তু সংকৃত্যায়নী তাঁহাকে স্মরণ করাইয়৷ দিল যে উহা নিছক্‌ বিভ্রমমাত্র ; তথাপি নাট্য-দৃশ্বের ছোট-খাট ঘটনায় ব্যথিত হইয়। রাণী রঙ্গশালা হইতে প্রস্থান করিলেন । চিত্রশাল দিয়া যাত্রাকালে দেখিতে পাইলেন, বিদূষক ঘুমাইয়া পড়িয়াছে, তাহাকে জাগাইয়া প্রশ্ন করিতে লাগিলেন, নিদ্রাবিহবল বিদূষক গুপ্ত কথা প্রকাশ করিয়া ফেলিল ( মালবিকা, চতুর্থ অঙ্ক দ্রষ্টব্য )। বাসবদত্ত ক্রোধান্ধ হইয়া ভৎসনা করিতে লাগিলেন, এবং রাজা ক্ষমা প্রার্থনা করিলেও, তাহার কথায় উত্তর না দিয়া প্রস্থান করিলেন। ৪ । রাণীর আদেশক্রমে আরণ্যক কারাগারে নিক্ষিপ্ত হইল । রাজা তাহার মুক্তির জন্ত বিবিধ উপায় অবলম্বন করিলেন, কিন্তু সকলই ব্যর্থ হইল । বিজয়সেন আসিয়া রাজাকে একটা অভিনব বিজয়সম্বাদ জ্ঞাপন করিল,-কলিঙ্গরাজ পরাভূত এবং দৃঢ়বন্ম স্বকীয় সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠ হইয়াছে। দৃঢ়বৰ্ম্মের কৌধুকী সেই সময় তাহার প্রভুর