পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఛి যিনি মানবের আদি পিতা তিনি যে মানবের আদিবাসরূপ , , মেরুবাসী হইবেন, তাহা সম্পূর্ণ স্বাভাবিক বলিয়াই বোধ হয়। তাহা হইতেই তদীয় আদি পিতৃত্বের নিদর্শনরূপ সাবর্ণ নাম তদীয় আদিবাসেব নিদর্শনরূপ মেরু নামের সহিত সংযুক্ত হইয় তাহার মেরুসাবর্ণ নামে উভয়েরই স্মৃতি অক্ষয় হইয়া রহিয়াছে । আমাদের নিত্য নারায়ণ পূজায় আমাদের আর্য্য পূৰ্ব্বপুরুষদিগের মে বাসের অতীব কৌতুকাবহ নিদর্শন দেখিতে পাওয়া যায়। নারায়ণ পূজার আসন শুদ্ধির বিনিয়োগ মন্ত্রেই সেই নিদর্শন বিদ্যমান রহিয়াছে । সেই বিনিয়োগ মন্ত্রটা এই—“মেরুপৃষ্ঠ ঋষিঃ সুতলং ছন্দঃ কুর্যোদেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ।” এস্থলে "মেরুপৃষ্ঠ’ প্রকৃত ঋষি হউক বা না হউক আসনে মেরুতলের আরোপ করিয়া আদি নিবাসভূত মেরুদেশের পবিত্রত আসনে সংক্রামিত করাই যে "মেরুপৃষ্ঠ ঋষি’ কল্পনার মূল তাৎপৰ্য্য তাহা স্পষ্টই বুঝিতে পারা যায় । আর্য্যদিগের আদিনিবাসরূপে মেরু প্তাহাদিগের নিকট এরূপই পবিত্রতার আধার হইয়াছে যে জপমালার অগ্রমালায় ও অঙ্গুলি পর্কেও র্তাহার মেরু-কল্পনা করিয়াছেন,— মালামেকৈকমাদায় স্বত্রে সম্পাতয়েৎ সুধী । তৎসজাতীয়মেকাক্ষং মেরুত্বেনাগ্রতোন্তসেৎ ॥ ? --ইতি শব্দকল্পক্রমধৃত উৎপত্তিতন্ত্র ৬০ পটলঃ । পতন্ত্রোংস্কৃগাধিপৰ্ব্বাণে মধ্যমাচৈক পঞ্জিকা পৰ্ব্বৰং মধ্যময় মেরুত্বেনোপকল্পয়েৎ ॥ —ইতি শব্দকল্পক্রমধৃত তন্ত্রসারঃ - পাশ্চাত্য ভাষায় মেরুবোধক যে শৰ । ভারতী মাঘ, ১৩২s. পাওয়া যায় তাহাতেও আমরা আর্য্যদিগের আদি মেরুনিবাসেরই প্রমাণ প্রাপ্ত হই । পাশ্চাত্য ভাষায় মেরুকে Arctic region বলে। এই আর্টিক ( Arctic) শব্দ গ্ৰীকৃ Arktos শব্দ হইতে নিম্পন্ন হইয়াছে। গ্রীকৃ ভাষায় এই আর্কটস ( Auktos ) শব্দের অর্থ ভল্লুক । Arktos শব্দের অর্থ ভল্লুক হইলেও তাহা কিন্তু সপ্তর্ষি নক্ষত্র মণ্ডলকেই বুঝাইত। তাহা হইতেই সপ্তর্ষি মণ্ডলের সাধারণ নাম ইংরাজীতে Great Bear হইয়াছে। এই Arktos বা সপ্তর্ষিমণ্ডল বিরাজিত বলিয়াই মেরুর পাশ্চাত্য নাম Arctic ##tẽ ! caề Arctic Rits নক্ষত্রের সহিত ভল্লুকের যোগ একট অতীব জটিল সমস্যা বলিয়াই প্রতীয়মান হয়। পাশ্চাত্য ভাষাসকলের দ্বারা ইহার কোন সমাধানই হয় না কিন্তু সংস্কৃত ভাষার মধ্যে ইহার আশ্চৰ্য্য সমাধান পাওয়া যাইতে পারে। সংস্কৃতে ভলুকবাচী যে ঋক্ষ’ শব্ব পাওয়া যায়—গ্ৰীক Arktos শব্দটাকে ঠিক ইহারই অপভ্রংশ বলিয়া বোধ হয়। ংস্কৃতে এই ঋক্ষ শব্দটকে নক্ষত্রবাচীও দেখিতে পাওয়া যায় । ‘ঋক্ষ’ শব্দের এই নক্ষত্র অর্থ নুতন অর্থ নহে ইহা বৈদিক কালের পুরাতন অর্থ। বেদে উক্ত অর্থে আমরা ইহার স্পষ্ট প্রয়োগই দেখিতে পাই। १५,– অমীয ঋক্ষ নিহিতাস উচ্চ নক্তং দদৃশ্রে কুছচিঙ্গিবেয়ুঃ। ঋগ্বেদ, ১ম মণ্ডল ২৪ স্বত্ত । હ ત সপ্তর্ষি নক্ষত্র যাহা উচ্চে স্থাপিত রছিয়াছে এবং রাত্রি যোগে দৃষ্ট হয় দিব যোগে কোথায় চলিয়া যায় ? রমেশ বাবুর অনুবাদ।