পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫২ থা আদি ধৰ্ম্মগ্রন্থ অবস্তাতেও হরকুইতি বা সরস্বতী বাগুৎপত্তির স্থান বলিয়া নির্দিষ্ট झहेंग्रांtछ्” । এস্থলে আমরা সরস্বতী যে মেরুর নিকটবর্তী নদী ছিল তাহারই প্রমাণ প্রাপ্ত হষ্টতেছি এবং এই সরস্বতীতীরে বাসকালে বেদরচনা হষ্টতেই যে ভাষার নাম এই নদীর নামে সরস্বতী ও বেদের ‘ব্ৰহ্ম’ নাম হইতে ‘ব্রাহ্মী হইয়াছে তাহারও প্রমাণ প্রাপ্ত হইতেছি। মনুসংহিতায় আমরা সরস্বতী ও দৃষদ্বতী নদীদ্বয়কে ‘দেবনদী’রূপে উল্লিখিত দেখি এবং ইহাদের মধ্যবর্তী দেশের নাম 'ব্ৰহ্মাবৰ্ত্ত দেখিতে পাই এবং ইহা ‘দেবনিৰ্ম্মিত দেশ বলিয়া বিশেষিত দেখি। যথা— “লৱন্ধতী দৃষদ্বত্যেদেবনদ্যোর্যদন্তরম। স্তুং দেবনিৰ্ম্মিতং দেশং ব্ৰহ্মাবৰ্ত্তং প্রচহ্মতে ॥" ১৭ *. মনুসংস্থিত। ২য় অধ্যায়। "সরস্বতী ও দুষদ্বতী এই দুই দেবনীর মধ্যস্থলে যে ফ্ৰেনিৰ্ম্মিত দেশ তাহ ব্ৰহ্মাবৰ্ত্ত’ বলিয়। কথিত হয় ।” উদ্ধৃত বর্ণনায় নদী ও দেশের সহিত ‘দেব শব্দের যোগের দ্বারা আমাদের আর্য্য পুৰ্ব্বপুরুষদিগের সহিত ইহাদিগের প্রথম ংস্রব হইতেই যে ইগরা এইরূপ দেবগৌরব প্রাপ্ত হইয়াছে তাহা বুঝিতে পারা যায়। আর্য্যগণ এই আদি স্থান হইতে ভারতবর্ষে উপনিবিষ্ট হইলে ইহার পরম পবিত্র ও মুখময় গৌরবন্থতি স্মরণ করিয়া ইহাকে “দেবনিৰ্ম্মিত দেশ" বলিয়া আখ্যাত করিয়াছিলেন—ইহাই সম্পূর্ণ সম্ভবপর বলিয়া (३५ श्ध्न । ভারতী ফাল্গুন, ১৩২৪ আর্য্যদিগেল্প সৰ্ব্বাদিনিবাস মেরুও এই প্রকারে ‘সুরালয়’ বা দেবালয় বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছিল। যথা অমরকোষে — "মেরুঃ সুমেরুহেঁমাদ্রীরত্নসামুঃ স্বরলিয়ঃ ।” আর্য্যদিগের প্রথমাধিবাসেহতু যে মেরু ‘সুরালয়’ আখ্যা প্রাপ্ত হক্টয়াছিল—সেই মেরুর সন্নিহিত সরস্বতী নদী ও তত্তীরবর্তীভূভাগ যে দেবরূপী আৰ্য্যগণের প্রথম উপনিবেশ বলিয়া ‘দেবনদী’ ও ‘দেবদেশ’ নামে আখ্যাত হইবে তাহ সম্পূর্ণ স্বাভাবিক বলিয়াই বোধ হয় । আর্য্যগণ সবস্বতীর পরে বিন্দুসরোবরের বা সরীকুলহ্রদ তটে উপনিবিষ্ট হন । এই সরোবর হইতে যে সপ্তনদী নির্গত হইয়াছে তৎসমস্তের তীরে বসতি বিস্তার হইতেই আৰ্য্যদিগের দেশের “সপ্তসিন্ধু” নামের উৎপত্তি হইয়াছিল । আমরা বেদে যে আর্য্যদিগের “সপ্তমানুষ” নাম প্রাগু হই ; এইখানে আসিয়া বিন্দুসরোবর হইতে উৎপন্ন সপ্তনদীর তীরে বাস হইতেই তাহাবা এই নাম প্রাপ্ত হন বলিয়া বোধ হয় । (৪) এই স্থানই “প্রত্নেীকস” নামেও বেদে উল্লিখিত হইয়াছে বলিয়া কেহ কেহ অনুমান করেন । বিশ্বকোষে এ সম্বন্ধে এইরূপ লিখিত হইয়াছে। পূৰ্ব্বেই বলিয়াছি হিমপ্রলয় উপস্থিত হইলে আদিবাস ছাড়িয়া আর্য্যসস্তানগণ পূৰ্ব্বশ্ৰুতি লইয়া দক্ষিণমুখে সরসপ (পৌরাণিক বিন্দুসর ও বর্তমান সৰীকুল) হ্রদের নিকট আসিয়া উপনিবেশ স্থাপন করিয়াছিলেন। S0S DDD BBB BBBBB BB BBBB SBBBBS BDD BDD SDDD DBBBBBS BBB দেখিয়াছি, ‘সগু নদী সেই সরস্বতীর শাখা হওয়াও অসম্ভব নহে। 總