পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২8 6 আনভিল নামক ভৌগোলিক ইহাকে আলোহাবাদে, ফ্রাঙ্কলিন নামক প্রত্নতত্ত্ববিৎ ইহাকে ভাগলপুরে, ও উইল ফোর্ড রাজমহলে, পাটলিপুত্রের নির্দেশ করিয়াছিলেন। মেজর রেনেল সৰ্ব্ব প্রথমে বর্তমান পাটনাকে প্রাচীন পাটলিপুত্র বলিয়া নির্দেশ করেন। মেগস্থেনিস গঙ্গা ও ইরান্নোবোয়াসের সঙ্গমন স্থলে চন্দ্রগুপ্তের রাজধানী ছিল বলিয়া নিদেশ করিয়াছিলেন। পাটনার যে সার্ভে হয় তস্কৃষ্টে প্রতীয়মান হয় যে, পুরাতন সোন ও গঙ্গার সংযম হইয়াছিল, কিন্তু পরবর্তীকালে সোন অনেক দূরে সরিয়া পড়াতে এখন তার গঙ্গা ও সোনের সঙ্গমস্থলে পাটলিপুত্র বা পাটনা অবস্থিত নহে। ভারতী ফাল্গুন, ১৩২৪ ফরাসী দেশীয় স্বপ্রসিদ্ধ পণ্ডিত জুলিয়েন স্থির করেন যে, পাটনার সন্নিকটস্থ কোন স্থানই পাটলিপুত্র । অবশেষে ১৮৯২ খৃষ্টাব্দে প্রত্নতত্ত্ববিৎ ডাক্তাব ওয়াডেল এই স্থানে আসিয়া অনুসন্ধানে স্থিব করেন যে পুরাতন পাটলিপুত্র যে স্থানে নিৰ্ম্মিত হইয়াছিল সেই স্থান গঙ্গাগর্ভে বিলুপ্ত হয় নাই । প্রধানতঃ তিনি ফা-হিয়ান এবং হিউয়েনসিয়াংয়ের পর্য্যটন-কাহিনী অবলম্বন করিয়াই এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন । শুভক্ষণেষ্ট চৈনিক পরিব্রাজকগণের এ দেশে শুভাগমন হইয়াছিল নতুবা অশোকের পাটলিপুত্রের স্থান নির্দেশের বিশেষ আশা ভবাসী ছিল না। রেলিং