পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为象给歌。 এই সময়ে তিনি দুইটি রেলিং প্রাপ্ত হন। একটা রেলিংয়ের আলোকচিত্র আমরা এই স্থানে প্রদান করিলাম। ওয়াডেল সাহেবের সহকারী মিঃ মিলস্ ভূগর্ভে দ্বাদশ ফাট নিম্নে একটা সুন্দর ও বৃহৎ স্তম্ভের শীর্ষদেশ দেখিতে পান । ইহার ও চিত্র আমরা এই স্থানে প্রদান করিলাম। ওয়াডেল এই উভয় দ্রব্যকেই গ্রীস দেশীয় স্থাপত্যবিদ্যার অনুকরণে নিৰ্ম্মিত বলিয়া নির্দেশ করিয়াছেন। (ঘ) ওয়াডেল সাহেবের নির্দেশানুসারে পাটন-কলেজের ভূতপূৰ্ব্ব অধ্যক্ষ ডাক্তার সি, আর, উইলসন মহাশয়ের তত্ত্বাবধানেও কিছুদিন খনন হয় কিন্তু ইহাতে কোন शललांउ झग्न नाहे । (ঙ) বঙ্গবাসীর মুখোজলকারী প্রত্নতত্ত্ববিৎ পরলোকগত পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় গবর্ণমেণ্টের আদেশে কয়েক বৎসর এই কার্য্যে ব্ৰতী হইয়াছিলেন। উল্লেখযোগ্য অনেকগুলি দ্রব্যও তিনি আবিষ্কার করেন । তন্মধ্যে একটি অশোক-স্তম্ভেব অংশ, একটী দেবীমূৰ্ত্তি এবং ১৯ ফাট নিম্নস্থ শালকাষ্ঠ ব্যতীত ১৮৯৭ সনে প্রাপ্ত বৌদ্ধমন্দিরের ভগ্নাবশেষগুলি সমধিক উল্লেখযোগ্য । (চ) , তৎপরে প্রায় ত্রয়োদশ রৎসর এ সম্বন্ধে উল্লেখযোগ্য বিশেষ কোন ঘটনা ঘটে নাই। কোন কোন স্থানে কূপ খনন কালে শালকাঠ বা ভগ্নাবশেষ দৃষ্ট হইলেও স্থায়ী ভাবে কোন কাৰ্য্য হয় নাই। সৌভাগ্যবশতঃ, ১৯১২ সনে বোম্বাইসহরের ক্রোড়পতি মি; রতন তাত কোন প্রাচীন স্থান থলুনের জন্ত সকল ব্যয় নিৰ্ব্বাহের জন্ত প্রতিশ্রত হন এবং গবর্ণমেণ্ট তাহার खङ्गिरृौ ফাল্গুন, ১৩২৩ সহিত পরামর্শ করিয়া পাটলিপুত্র খননে স্থিরীকৃত হন। গবর্ণমেণ্ট এবং মিঃ রতন তাতার মধ্যে সর্ত হইয়াছে যে, খনন কার্য্যে যে সকল দ্রব্য পাওয়া যাইবে তাহ তাত মহাশয়ের ইচ্ছামু্যায়ী হয় বোম্বাই নগরে বা পাটনায় রক্ষিত হইবে। তবে বিশেষরূপে অনুরুদ্ধ হইলে ঐযুক্ত তাত মহাশয় কোন দ্রব্য পাটনাতেও রাখিতে পারেন। বর্তমানে, দ্রব্যাদি বোম্বাই বা পাটনায় রক্ষিত হইলেও, অবশেষে দ্রব্যাদি গবর্ণমেণ্টেরই তত্ত্বাবধানে থাকিবে এবং দ্রব্যাদির সহিত মিঃ তাতার নাম সংযোজিত থাকিবে। যদি কোন দ্রব্য দুইটা পাওয়া যায়, তবে তাত মহাশয় ইচ্ছানুসারে উহ! যাহাকে ইচ্ছা দিতে পারিবেন। এই সৰ্বমুসারে দানবীর তাত বাৎসরিক বিংশসহস্র মুদ্রাদানে প্রতিশ্রুত হইয়াছেন এবং ১৯১৩ সনে প্রত্নতত্ত্ববিভাগের অন্ততম স্বয়োগ কৰ্ম্মচারী ডাক্তার পুনারের অধীনে গত বৎসর পাটলিপুত্রের দুইটি স্থান খোদিত হইয়াছে । গত বৎসরের খননে যে সকল দ্রব্য পাওয়া গিয়াছে তন্মধ্যে নিম্নলিখিতগুলি বিশেষ উল্লেখযোগ্য । (১) অনেকগুলি মুদ্রা পাওয়া গিয়াছে তন্মধ্যে শক যুগের কয়েকটি মুদ্র বিশেষ উল্লেখযোগ্য। (২) মৃত্তিক গর্ভে গুপ্তরাজগণের সমসাময়িক প্রাচীর পাওয়া গিয়াছে । এই প্রাচীরের তলদেশে অশোকযুগের অনেকগুলি স্তত্তের ভগ্নাবশেষ পাওয়া গিয়াছে। এই ভগ্নাবশেষের মধ্যে একটি নিটোল স্তম্ভ দেখিবার জিনিষ । ইহার চিত্র এই সঙ্গে প্রদত্ত হইতেছে। স্তস্তের নিম্নদেশে কতকগুলি অক্ষর রহিয়াছে। ( e ) মৃত্তিকার আট কীট নিয়ে একটা ভক্ষের