পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు ఇ8ఆ दब्र। कि ब्रकभ ? छूङ cनz१ छूउद्र অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান ! নূতন ধরণের কথা বটে ! সারি। ব্যাপারটা শুনলে সব বুঝতে পারবে। আগে খাওয়াটা শেষ হোক । তারপর সব বলছি । কিয়ৎক্ষণ পরে দুই ভ্রাত ভোজন সমাপন করিয়া বারানার দুখানি কঞ্চির চেয়াবে আসীন হইলেন। সুগন্ধি সিগারেট ধবাইয়া ধূম উদগীরণ করিতে করিতে বরদা বলিল “বল, সারি। তোমার ভূত দেখার কথাটা শোনা যাকৃ।” তখন চারিদিক রজনীর অন্ধকারে ঢাকিয়া গিয়াছিল। বারান্দার কিনারায় গোটা কতক টবে বিলাতী ফুলের গাছ সজ্জিত ছিল। মধ্যে মধ্যে বাতাস আসিয়া তাহার ডালপালাগুলি নড়াইতেছিল। তখনও চাদ উঠে নাই। তারাগুলি মিট্‌ মিটু করিয়া জলিতেছিল। বারানায় আলোক ছিল না। অন্ধকামে দুই ভ্রাতার মুখে স্থিত দুইটি চুরুটের অগ্নি-স্ফুলিঙ্গ দেখা যাইতেছিল । সারদা বলিল “তখন তুমি বিলাতে ডাক্তারি পড়িতে গিয়াছ । আমি সেবার ধারমঠের রেলওয়ে ব্রিজ নিৰ্ম্মাণ করিয়া বেশ কিছু টাকা হাতাইয়া ছিলাম। জানই ত, সোনার বেনে আমরা, আমাদের কাছে যে কেউ চালাকি করে ঠকিয়ে যাবেন তা হতেই পারে না। কণ্টাক্টর হতে কুলি পৰ্য্যন্ত সকলে জানত যে এ বাবুর কাছে চালাকি চলিবে না। ইঞ্জিনিয়ার হয়েছি দু পয়সা রোজগার করতে, দান খয়রাত করতে ত আর নয়। কাজেই যাতে বেশ মোট রকমের ভারতী ফাঙ্কন, ১৩২৪ কিছু টাকা হাতান যায়, সৰ্ব্বদাই সেই মতলব কর্তুম। পোলট তৈরি করে বেশ দুপয়সা করে নিয়েছিলুম।” বরদা বলিল “সারি! তুমি যে পয়সা করবে তা আর আশ্চর্ষ্য কি ? তোমার মাথায় যে সব ফন্দী খেলে তা বড় বড় ব্যারিষ্টারদের বুঝতে গলদঘৰ্ম্ম হ’তে হয় । সেই বাড়ীর মামলা মনে কর—” সারদ বলিল “একবার কিন্তু জীবনে আমাকে ঠকৃতে হয়েছিল। সে লোকটা আমার ওপর যায়। উদ্দেশে তাকে প্রণাম করি। সে ছাড়া আর কেউ আমাকে জব্দ করতে পারে নি । বর । তোমাকে জব্দ ? সে কি ? বল, বল এই গল্পটাই আগে শুনি । সার। ভূতের কথা আর এই গল্প, একই। শোন না। শুনলে সব বুঝতে পারবে । বর। বল। দিয়াশলাইট দাও, আর একটা চুরুট ধরাই । অন্ধকারের মধ্যে হাতড়াইয়া বরদ দিয়াশলাই লইল ও চুরুট ধরাইতে মনোনিবেশ করিল। সারদ গল্প আরম্ভ করিল— “ব্রিজের টাকাগুলো পেয়ে মনে কালুম এগুলো ব্যাঙ্কে রাখা হবে না। খাটিয়ে কিছু বাড়াতে হবে। তখন মধুপুরের কাছে একটা নুতন সহর প্রতিষ্ঠা হইতেছে। অনেক বড়লোক স্বাস্থ্য পরিবর্তনের জন্ত এই মনোরম স্থানটিতে বাড়ী ঘর তৈরি করতে আরম্ভ করেছেন। আমারও খেয়াল হইল, একটা বড় বাড়ী তৈরি করে ভাড়া দেবো। বাড়ী একখানা হবে বটে কিছু সেটাকে এমন