পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দ্বাদশ সংখ্যা প্রবন্ধে গ্রন্থকার সুনিপুণ ইঙ্গিতে যে পথ প্রদর্শন কবিয়াছেন, সে পথ অবলম্বন করিলে আমাদিগেব মঙ্গল যে অবশুম্ভাবী, তাহাতে কাহারও মতদ্বৈত থাকিতে পাবে না। . ব্রাহ্মধৰ্ম্মের বিবৃতি (মূল্য বারে আনা)। এই গ্রন্থে অদ্যান্ত নানা বিষয়ের সহিত ব্ৰহ্মলোক, ধৰ্ম্মপথ, বিবেক ও বৈরাগা, প্রায়শ্চিত্ত, আত্মধৰ্ম্মেব ভিত্তি, ব্রাহ্ম ধম্মের উপধৰ্ম্ম ংকারাত্মা, ব্রাহ্মধৰ্ম্ম প্রচাবের অন্তবায়, ব্রাহ্মের কৰ্ত্তব্য প্রভৃতি বিষয়েব বিশদ আলোচনা কবিয়াছেন । প্রবন্ধগুলিতে চিন্তাশীলতা ও স্বাধীন মতপ্রকাশের নির্ভীকতা সৰ্ব্বত্র পরিস্ফুট হইয়াছে। রাজা হরিশচন্দ্র ( মূল্য আট আন! ) এখানি রাজা হবি “চন্দ্রের পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত। গল্প-কথা নহে, ইহাতে গ্রন্থকার, হৰিশ্চন্দ্ৰ-কথাব মূল আলোচনা কবিয়া বিবিধ পুবাণ-শাস্ত্রেব সাহায্যে এ চরিত্রের শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব প্রতিপন্ন কবি বিস্তার, য়াছেন ; বিবিধ পুবাণোক্ত হবিশচন্দ্র চবিত্রের সমালোচনা কবিয়াছেন । সমালোচনা অভিনব ও সুচিন্তিত হইয়াছে— পাণ্ডিত্যেও পরিপূর্ণ। সাধারণ মনীষার বলে লেখক সাহিত্যে এক নুতন স্বষ্টি করিয়াছেন । শ্ৰীভগবৎ কথা (মূল্য আট আন ) বালক-বালিকাগণকে ভগবানের বিষয়ে খুব সহজ ভাষায় ও সহজ ভাবে বুঝাইবাব জন্ত এই গ্রন্থ লিখিত । এমন গুরু বিষয় এমন সহজ কথায় বুঝাইতে পারা সাধাবণ শক্তির সাহিত্য-প্রসঙ্গ ১৩২৯ কথা নহে-গ্ৰন্থকার সেই অনন্তসাধারণ শক্তির অধিকারী। তাই তাহাব প্রাঞ্জল ভাষা ও সবল যুক্তি-তর্কে ভগবৎ কথা উজ্জ্বল ভাবে বিবৃত হইয়াছে। শুধু বালক-বালিকা নহে, আপামবসাধাবণ এই গ্রন্থপাঠে উপকৃত হইবেন !

  • আঁখিজল । (মূল্য আট আনা )

શનિ ઃન-હાર્ | ૧૭ કે શું છુ ડિા ૭ গান এই গ্রন্থে সংগৃহীত হইয়াছে। কলিত গুলি আকাবে ছোট হইলেও ভাবে গভীব, বিশাল বিপুল বৈচিহ্যে পরিপূর্ণ। সকল গ্রন্থগুলিষ্ট ভালো কাগজে পরিষ্কার ছাপা, বাধাই চমৎকাব এবং সকল গুলিই সাহিত্য-অন্তবাগী পাঠকের আদরের সামগ্ৰী ३ झैं; ttछ् । শ্ৰীসঃ ৩ । কৰ্ম্ম-কথা ; চরিত-কথা ॥৫ কিছুদিন হইল শ্ৰীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী এম, এ প্রণীত দুইখানি পুস্তক আমব উপহাব পাইয়াছি ; একখানি “চরিতকথা” ; অপরখানি “কৰ্ম্ম-কথা” । এই দুইখানি পুস্তকে গ্রন্থকারের পূৰ্ব্ব-প্রকাশিত কতকগুলি প্রবন্ধ সন্নিবেশিত হইয়াছে। প্রবন্ধগুলি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল । বঙ্গসাহিত্যে রামেন্দ্র বাবুব পরিচয় অনাবশ্বক। তাহাৰ মন যেন একটা সুন্দর উপবন । এ উপবনে নানাবিধ ফুল ফুটে । ফুলগুলি অতি মনোরম। কিন্তু ফুলগুলি

  • কৰ্ম্ম-কথা । ত্রযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রণীত । মূল্য পাঁচ দিক।

চরিত-কথা। শ্ৰীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রণীত। মূল্য দশ আন ।