বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ ] 5\C) অগ্রহায়ণ, ১৩২১ [ ৮ম সংখ্যা লাইক ( २२ ) যখন বর্ষণক্ষান্ত উষার মৃদ্ধ আলোক দ্বার ভেদ করিয়া গৃহপ্রবেশের চেষ্টা করিতেছিল সেই সময় বারির ঘুম ভাঙ্গিয় গেল—সাবিনী তখনও অকাতরে নিদ্রা যাইতেছিল !— পাশের বটগাছে কোন কোন নীড়ে পাখীরা তখন জাগরিত হইয়াছে,—ময়ন শিশু কিচিমিচি বাধাইবার উপক্রম করিতেছে,— কাকের বাসার আলস্যক্ষীণ কাকা শব্দও শোনা যায়। অনতিদূরে গ্রাম্যপথে দুই একটি পথিকের যাত্রাজনিত ব্যগ্রকণ্ঠ ও পদধ্বনি শুনিয়া বারি উঠবার চেষ্টা করিল, নদীতীর জনপূর্ণ হইতে না হইতেই তাহাদিগের স্নানাদি অভ্যাস ছিল। সে মৃদু মৃদু ডাকিতেছিল,—“দুৰ্গা দুর্গ ! মাগে, দুৰ্গতিহারিণি !”—এমন সময় দ্বারে শাখাত পড়িল !—লাবিত্রি --সাবিত্ৰি ! 4१न७ भूमाहेटडइ ?” একি ! এ যে সম্ভাসিনীর স্বর ! পবিত্রীকে ঠেলিয়া দিয়া বারি উঠিয়া লি। সানন্দে দ্বার খুলিয়া উহাকে প্রণাম করিয়া বলিল,-“একি মা !—এত শীঘ্র ?—“এতু শীঘ্ৰ তুমি ফিরিলে?”-- তিনি একটু হাসিলেন,—“ই মা প্রয়োজন আছে ! সাবিত্ৰী কৈ ?”— “এই যে ”. বলিয়া সাবিত্ৰী আসিয়৷ দাড়াইল । তথন সন্ন্যাসিনী বলিলেন “ষাও শীঘ্র প্রাতঃকৃত্য শেষ কর-- আহারাদি করিয়াই তোমাদিগকে অন্যত্র যাইতে হইবে।” সাবিত্রী প্রশ্ন করিল,— “কোথায় ? বারাণসী ?”— উত্তর হইল,—“ন, পরে জানাইতেছি । এখন সত্ত্বর রন্ধনাদির ব্যবস্থা কর।” তাহাম্বের সহসা প্রস্থানের কথায় রাণী ঠাকুরাণী দুঃখিত হইলেন,—আর মীরা ললিত৷ मग्ना गर्कौ थङ्कडि शूदउँौब्रां यश श्लूहूणदोषाहेण । ७ज्र बैंच्च शहेग्न यहेिनान्न पनि हेक्ष हिंश ७ए१ কেন তিনি তাহাদিগকে এখানে আনিয়াছিলেন। —আবার ক’দিনে ফিরিবেন,—ফিরিবার সময় তাহাদের বাটতে ক’দিন থাকিবেন ইত্যাদি প্রশ্নে সম্ভাগিনীকে বিব্রত করিয়া তুলিল। गाबिढी वाहिe cबन ज्ञान हरेत्र পড়িল ।