পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჭy o 8 ॐiशरमब भश इड्रेटङई cमभनांग्ररू, नमांछ নায়ক, সাহিত্যাচাৰ্য্য মিলিবে। আমার মুষ্টিযোগগুলি কাহারও কাজে লাগিবে কি না বলিতে পারি না । এগুলি হাতুড়েরই छाउँौ? জগ্রহায়ণ, ১৩২১ মুষ্টিযোগ। ভাল করিয়া বিবেচনা করিয়া তবেই ব্যবহার করিবেন, তবে ভরসা এই যে অনেক সময় হাতুড়ের ঔষধও ধরে । শ্রীপঞ্চানন নিয়োগী । তাতলৈ তাতলৈ সাওতাল পরগণার একটি প্রসিদ্ধ উষ্ণ প্রস্রবণ। দুস্কা হইতে অসমতল গিরিপথ বহিয়া ১০ মাইল যাইলে এইস্থানে পহু ছান যায়। ভর আশ্বিনের এক মধুর অপরাহ্নে আমি এই স্থানে উপস্থিত হই। ইহার নাম "তাতলৈ” হইবার তাৎপৰ্য্য কি তাহা কোনও ইতি হাসে লেখেন । তবে আমার অনুমান হয় যে তাতল লহর হইতেই ইহার বর্তমান নামকরণ । ভুরতুরি’ নদীর পর পারে এক অমুন্নত গিরিশ্রেণীর ক্রোড়ে এই নৈসর্গিক আকরটি স্থাপিত। উপলবিক্ষিপ্ত স্বল্প বারিবিশিষ্ট, খরস্রোতা নদী অতিক্রম করিয়া আমি এক উচ্চ ভূমিতে উঠিলাম। পথপ্রদর্শক দূর হইতে অঙ্গুলিসঙ্কেতে আমাকে দেখাইয়া দিল । দেখিলাম একটি জলস্রোত দূর হইতে বহিয়া আসিয়া এই নদীতে মিশিয়াছে। এবং ঐ জলস্রোত হইতে রাশি রাশি বাষ্প উৰ্দ্ধদিকে উঠিতেছে। আমি কৌতুহলান্বিত হইয়া দ্রুতপদে সেই দিকে চলিলাম। কিছু দূর যাইয়া দেখি একটি প্রকাও ইষ্টক নিৰ্ম্মিত কুণ্ড রহিয়াছে। কুগুটি প্রায় ৪॥০ ফুট গভীর। অতি সাবধানে আমি কুণ্ডের মধ্যে অবতরণ করিলাম। ইহাব অভ্যস্তবে জল অতি সামান্তই এবং ইতস্তস্থঃবিক্ষিপ্ত প্রস্তরণদিও রহিয়াছে। ভিতরে বেশ গরম বোধ হইল। স্থানে স্থানে অনর্গল জল উত্থিত হইতেছে এবং ছিদ্রপথ দিয়া উহা বাহির হইয়া নদীতে গিয়া মিশিতেছে । স্পর্শ করিয়া দেখিলাম যে strą Gąsi (Temperature ) ffsH প্রকারের। কোথাও কোথাও এত গরম যে হস্তদ্বারা অনুভব করা দুঃসাধ্য! আমার বিশ্বাস যে চাউল প্রভৃতি এখানে অনায়াসেই সিদ্ধ হইতে পারে। এই কুণ্ডের জল আবদ্ধ করিয়া রাখিবাব উদ্দেশ্রে গভর্ণমেণ্ট ইহার উপরিভাগে একটি জলনিষ্কাষণের পথ প্রস্তুত করাইয়া দিয়াছিলেন। কিন্তু শুনা যায় যে এই প্রচণ্ড উষ্ণ জলস্রোত ইষ্টক প্রাচীর ভাঙ্গিয়া আপনার পথ প্রস্তুত করিয়া লইয়াছে। যখন শ্রাবণের বিপুল জলধারা ভীষণ তরঙ্গভঙ্গে নিম্ন-প্রবাহিনী তরঙ্গিনীকে আক্রমণ করে এবং প্রচণ্ড বস্ত এই প্রস্রবণের উপর দিয়া বহিতে থাকে তখনও সন্নিকটবৰ্ত্তী গ্রামবাসীগণ আশ্চৰ্য্য হইয়া দেখে যে বস্তার হিমস্রোতের নিম্নে উষ্ণ স্রোত সেইরূপ . ভাবেই প্রবাহমান।