পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, অষ্টম সংখ্যা মাঘ মাসের প্রথম দিবস হইতে একপক্ষ কাল যাবৎ এখানে একটি মেলা বসে। তখন এখানে বহু দূর হইতে বহু প্রকার লোকের সমাগম হইয়া থাকে । চৰ্ম্মরোগবিশিষ্ট লোকের ব্যাধি-মুক্তির আশায় ভক্তিভরে এইস্থানে স্নান কবে এবং অবগাহনান্তে প্রস্তর খণ্ডে সিন্দুর লেপন করিয়া যুক্ত করে প্রার্থনা করে । যাহারা সন্তানের আশায় জলাঞ্জলি দিয়াছে এরূপ বহু বন্ধ্যা নর নারী— অঞ্জলিপূর্ণ বারি পান করে—তাহাতে তাহারা সফলকাম হয় কি না ভগবানই জানেন । উষ্ণ জলস্রোতের তীরে একটি হতভাগ্য ‘কুরুম্ বৃক্ষ আছে যাহার জন্ম কেবল এই কুসংস্কারাছন্ন হতভাগ্যদিগের পরিত্যক্ত, জীর্ণ, ছিন্ন চীর বহন করিবার জন্ত। বায়ুভরে যখন এই মলিন বস্ত্রখণ্ড সমালোচনা bo@ গুলি শূন্তে উড়িতে থাকে তখন মনে হয় যেন অন্ধ বিশ্বাসীর জয়ধ্বজা উড়িতেছে। যথাসম্ভব দেখিয়া শুনিয়া আমি প্রত্যাবর্তনের আয়োজন করিলাম। চতুর্দিকের প্রাকৃতিক দৃপ্ত বড়ই মধুর, বড়ই শান্ত। সন্ধ্যা হইয়া আসিতেছিল। মুহূৰ্ত্তে , সমস্ত বনমালা, তরঙ্গারিত গিরিশ্রেণী, শুীমল শষ্যক্ষেত্র, ছায়াবহুল পাৰ্ব্বত্য পল্লী শারদসন্ধ্যার স্নিগ্ধক্রোড়ে আত্ম সমর্পণ করিল। উৰ্দ্ধে, নিৰ্ম্মল সুনীল গগনে দ্বাদশীর চন্দ্র জলিয়া উঠিল। সেই সময় ‘বারা’ নামক একটি সন্নিকটবৰ্ত্তী গ্রামে প্রতিমা বিসর্জন হইতেছিল । বিসর্জনের করুণ রাগিনী, চির প্রফুল্ল সাওতাল স্ত্রীপুরুষদিগের উচ্চ হাস্তধ্বনি, তাহদের বিচিত্র বঁাশীর সুরলহরী এবং নৈশ হিল্লোলভরা জ্যোৎস্নাময়ী নিস্তব্ধ রাত্রি আমার প্রত্যাগমনের পথশ্রমকে আনন্দিত করিয়া তুলিতেছিল। अमठा प्लेट फ्रेड । সমালোচনা তুলির লিখন। জীযুক্ত সত্যেন্ত্রনাথ দত্ত রচিত । কাস্তিক প্রেসে মুদ্রিত ও ইণ্ডিয়ন পাব্লিশিং হাউস কর্তৃক প্রকাশিত। মূল্য একটাকা। তুলির লিগন-কবির মৌলিক রচনা ; অনেকগুলি একাত্মিকীপদ বা একোক্তি গাখা এই গ্রন্থে স্থান পাইয়াছে। এই গাথাগুলিতে কবির কোনো ব্যক্তিগত ইধিক নাই –ইহা অনেকট “মনোলগ"এর মত। বিষয়গুলি স্বনির্বাচিত ; মানব-চিত্তের সহানুভূতির তীতে সেগুলি সহজেই ঝঙ্কার তোলে। দেশের ইতিহাস, ইতিকথা প্রভৃতির মধ্যে অনেক সৌন্দৰ্য্য রূপকথার ঘুমন্ত রাজপুরীর রাজকন্যার মত অচেতন হইয় পড়িয়া থাকে, কবি র্তাহার সোনার কাটির পরশ দিয়া সেগুলিকে জাগাইয়া তোলেন, তখন তাহা নুতন জীবন লাভ করিয়া নুতন আনন্দের স্থষ্টি করে। বর্তমান গ্রন্থের অনেক কবিতা এই ধরণের। এই গ্রন্থে প্রাচীন কাহিনী,—অনেক দিনের শোনা কথা-কবিচিত্তের নবীনতার ভিতর দিয়া আমাদের কাছে নূতন রূপ ধরিয়া প্রকাশ পাইয়াছে। এই ধরণের রচনায় একট