পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতারণা হাসিখেলার অভিনয়ে অশ্রুজলে ঢাকি, ভেবেছিলাম এম্নি করে তোমায় দেব ফাকি ; —বুকে আমার যে স্বর বাজে, গুঞ্জরে যা মৰ্ম্মমালে, ভেবেছিলাম মুখের সাজে রাখব তারে ঢাকি, হাসিখেলার মিথ্যা ছলে তোমায় দিয়ে ফাকি । প্রভাত যথন দ্বিপ্রহরে হ’ল পরিণত, তপ্ত বায়ু ঠেকল পায়ে অগ্নিকণার মত, শরীর যখন ক্লাস্তিভরে লুটিয়ে পড়ে মাটির পরে তোমার ছবি হৃদয় সরে গোপন করি তত, তখন আমায় টানলে কোলে, কোলের ছেলের মত । দাড়িয়ে পোলা মাঠের পরে, অভিমানে নয়ন ঝরে বলিনি ত আমার তরে রাখনিক স্থান, নয়ন-জলে চরণ-তলে ডাকাইনি ত বান। তবুও তুমি কেমন করে জেনে নিলে আজ যে কথাটি গোপন ছিল আমার হৃদয় মাঝ ; কেমন করে ধরলে তুমি আমার প্রতারণা, সেই কথাটি তোমার কাছে হয়নি কেবল শোনা । ভিজিয়ে নিয়ে অশ্রুজলে শিশির ধোয়৷ দুৰ্ব্বাদলে অভয় দিলে চরণতলে ঘুচিয়ে আনা-গোন। কেমন করে ধরলে তুমি আমার প্রতারণা ॥ শ্ৰীইন্দিরা দেবী । বীর বন্দন৷ ছে সৈনিক, মহাবীর, স্বদেশী আমার, নহে স্বদেশেরে তরে ,—ম্বার্থ মাত্র হীন ! তোমার বীরত্বে মুগ্ধ ছালোক ভূলোক ; এ শুধু কৰ্ত্তব্য ব্রত, ওহে পুণ্যভাগী ! ক্ষুদ্র আমি মহা গণি ভাই বলে ডাকি, 5 ভুলেছি গৌরবে তব, অধীনতা শোক । যতদিন বিশ্ব নহে প্রলয় মগন, স্বৰ্য্য চন্দ্র কক্ষপথে রবে ধাবমান, মিলায় অসীম শূন্তে নক্ষত্র যেমতি তব কথা নামাবলী ধরি অঙ্গ পটে প্রদীপ্ত মহিমা শুধু করি বিকিরণ, ; বমন্ধরা গাবে গৰ্ব্বে এই যশোগান । কেহ নাহি জানে প্রতি অণু মাঝে তার কত জাক জলে মহা তীব্র স্বভীষণ । কেমনে প্রশংসি তোমা ?—নাহি কোনো ভtধ', এ মহাসমরে আশা, দেবতার তুমি, তোমার এ আত্মদান আরও সমুজ্জল । জানিনা কি অর্ঘ্যে বীর বন্দিব তোমারে, এ মৃত্যু বরণ নহে আপনার লাগি, তব নামে দেশ ধন্ত, ধন্ত পরভুমি। কলিকাতা, ২• কর্ণওয়ালিস ট্রট, কাস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও ৩, সানি পার্ক, বালিগঞ্জ হইতে 1. ঐসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত। • .