পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... od 8 छांङ्गजैौ খৃষ্টের কাছে প্রার্থনা ক’রছেন । আমি छैॉब्रहे ७क लौन छूडा छैन्नई कङ्ग१iब्र মামুঘকে সাধ্যমত উপাসনা করতে শেখাই। তাই আপনাদের মত ভগবানের দাসদের আমার দেখতে বড় ইচ্ছা সাধ্যমত উপদেশ দেবারও ইচ্ছে আছে । যোগীত্রয় একবার পরস্পরের দিকে সহাস্য মুখে চাহিলেন কিন্তু কোন কথা বলিলেন না । ধৰ্ম্মযাজক প্রশ্ন করিলেন,-“আগে বলুন কি ভাবে আপনার এখানে ভগবানের প্রার্থনা করেন, কি ভাবে আত্মার মুক্তিকামনা कtब्रन ?” দ্বিতীয় যোগী দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া প্রথম ধোগীর দিকে চাহিলেন ; প্রত্যুত্তরে ঈষৎ হাস্য করিয়া তিনি বলিলেন,— “ভগবানের পূজা কি করে করতে হয় তা আমরা জানিনা। আমরা শুধু নিজেদের পূজা করে, নিজেদের সেবা করি।” “তৰু আপনার কি ভাবে উপসন করেন ?” “আমরা বলি,—হে ত্রিগুণময়, আমরা তিনটা, আমাদের দয়া কর ।” সৰ্ব্বাপেক্ষা বৃদ্ধ যোগী এই কথা বলিব| মাত্র তিনজনে উদ্ধ দৃষ্টি হইয়া যুক্ত করে বলিলেন,—“হে ত্রিগুণময়, আমরা তিনট, श्रांबांप्लग्न लग्न कब्र !” ধৰ্ম্মযাজক ঈষৎ হাস্য করিলেন। "তাহলে আপনারাও ভগবানের ত্রিত্বের বিধয় জানেন ? কিন্তু আপনাদের উপাসন ত ঠিক হল না। স্থপবিত্র দেবতার মত লোক আপনার, আপনাদের উপর ` भषि, १७२s আমার বড় স্নেহ জন্মেছে। দেখচি ভগবানের তুষ্টিসাধন করতে আপনাদের আন্তরিক ইচ্ছে রয়েছে কিন্তু কি কোরে যে তা করতে হয় তা জানেন না । ওরকম ক’রে উপাসনা করে না ! আমার কথা শুনুন, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমি যা আজ আপনাদের শিখিয়ে দেব তা আমার মনপদ্ধতি মনে করবেন না, ভগবান স্বয়ং এইভাবে উপাসনা করবার কথা বাইবেলে লিখে গেছেন।” তাহার পর ধৰ্ম্মযাজক মহাশয় বলিতে লাগিলেন—কেমন করিয়া ভগবান মানবের মধ্যে অবতীর্ণ হইলেন, কেমন করিয়া মানবের জন্ত হকের আঘাতে প্রাণ বিসর্জন দিলেন ইত্যাদি ! তাহার পর ত্রিত্বের কথা বলিলেন । সৰ্ব্বশেষে বলিলেন,—“পালনকৰ্ত্ত রূপে ভগবান সংসারে প্রাণী রক্ষা করতে এলেন । শুনুন এইবার উপাসনা পদ্ধতি বলি। আচ্ছ, আপনারাও ব’লে যান সঙ্গে সঙ্গে ; বলুন,— “হে পিতা ।” প্রথমযোগী বলিলেন,—’হে পিতা ' দ্বিতীয়যোগী বলিলেন,—’হে পিতা 1’ তৃতীয়যোগী বলিলেন,—“হে পিতা ? ধৰ্ম্মযাজক বলিয়া যাইতে লাগিলেন,"হে স্বৰ্গবাসী পিতা !” প্রথমযোগী বলিলেন,—হে স্বৰ্গবাসী পিতা • দ্বিতীয় যোগী বলিতে বলিতে তাহার কথা বুধিয়া গেল এবং শ্বশ্রমণ্ডিত অতি বৃদ্ধ তৃতীয় যোগী কথাটা মোটেট বুলিতে পারিলেন না। ধৰ্ম্মযাজক কথাটা পুনরায় আবৃত্তি করিলেন