পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ;ীণ সংখ৷ জাতীয়ই অন্ত সম্প্রদায়ের পিপীলিকার সহিত ংগ্রামে লিপ্ত হইয়াছিল। অদ্য যে সকল জাতীয় পিপীলিকাকে আমি যুদ্ধ করিতে দেখিয়াছি—সে সকল স্থলে সাধারণতঃ অতি অল্প সময় ব্যাপিয়াই • যুদ্ধ - সংঘটিত হইয়াছে—কয়েক ঘণ্ট z{i , «GCq&fra I föwg A. barbarasil দিনের পর দিন সপ্তাঙ্গের পর সপ্তাহ যুদ্ধ চালাইতে থাকে। এইরূপ একটা যুদ্ধে— এক সম্প্রদায় অন্ত সম্প্রদায়ের গৃহ আক্রমণ ग३िढ़? לצאל করিয়া প্রায় ৬০ দিন যুদ্ধে লিপ্ত ছিল । ৮ই জানুয়ারী যুদ্ধ আরম্ভ হয় ও ৪ঠা মার্চ সে যুদ্ধের শেষ হয়! : অবগু ৬০ দিন অবিশ্রান্তই যে "তাহার। " যুদ্ধ করিয়াছে একথা আমি জোর করিয়৷ বলিতে পারিন । কিন্তু এ পর্য্যস্ত বলিতে পারি যে প্রতি সপ্তাহে যে দুই দিন আমি । সেস্থলে উপস্থিত হইয়াছি—তখনই উহাদিগকে ভীষণ সংগ্রামে লিপ্ত দেখিয়াছি । - .শ্ৰীমুধাংশু কুমার চৌধুরী। লাইক ( રક્ત ) বেল তিন প্রহরের পর একবার সঙ্কোরে বৃষ্টি নামিল । লাইকা তখন অন্তান্ত কয়েকটী গ্রামস্থ লোকের সহিত বসিয়া , গল্প করিতেছিল। কিন্তু বালক কোথায় ? এই জলের সময় সে কোথায় গেল ? সন্ধান লইয়া জানিল যে সে এই মন্দিরের পশ্চাতে বসিয়া আছে। অতি অল্প পরিসর গৃহভিত্তিরই এক - অংশ,—তাহাতে কোনরূপে মাথা বাকাইয়া বারি বসিল্প ছিল,—লাইক আসিয়া বলিল “এইখানে বসিয়া আছ ? কেন শরণ ! মানুষের কাছে , তুমি থাকিতে - ভালবাস না কেন ?” दांब्रि छेखज्ञ निल नां, नविभरग्न गाहेक ভাবিল—ষে জন সন্ন্যাসীর সঙ্গী ভিক্ষাই যাহার জীবিকা—লে ধালক এমন অভিমানী কেন ? অতি ক্ষুদ্র কথার বেগও.এ সহ করিতে পারেন ! কথার উত্তর নাই কিন্তু শুষ্ক মুখ সহস এমন আরক্ত হইয়া উঠিল । কেন ? কিন্তু তখন লাইকা আর তাহাকে কিছু বলিল না,—গৃহমধ্যে আশ্রয় লইতে বলিয়া চলিয়া গেল । ক্রমাগত বৃষ্টি চলিতেছিল,-সন্ধ্যার পর লাইকা ভৈরব মন্দিরের দ্বারে অtসিয়া দেখিল—সেখানে বড় জল আসিতেছে,— দ্বারের নিকট সঙ্কুচিত ভাবে বারিকে দাড়াইতে দেখিয়া বলিল, “এখানে যে আঞ্জ ভারী জলের ঝাপটা বিছানা কোথায় হইবে ?” বারি বলিল “তাছাই ভাবিতেছিলাম।” "দুর্গামন্দিরের পাশের ঘরে আঞ্জ থাকিতে হইবে। ঘরে আমার মোটে ঘুম হয় না—কিন্তু কি করিব?" গুনিয়া বারি লাইকার “শয্যা