পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, একাদশ সংখ্য হইল —তাহীর ঘৃণিত জীবনের পরিচয় দিতে—সেই নিষ্কলঙ্ক কুসুমের পিতৃত্ব গ্রহণ করিতে—তাহার নিজেরই লজ্জা হইল। আপনার প্রতি একটা ঘৃণা একটা ধিক্কার তাহাকে নীরব করিয়া রাখিল। * * * প্রত্যুযে, —সে বলা হইয়া পুলিশের করে so সমৰ্পিত হইল। অভিযোগ চুরি । 彎 攀 鬱 সপ্তাহকাল পরে যুবকের নিকট পুলিশের বড় সাহেবের একখানা চিঠি আসিল, – "বন্দী হাঙ্গতে আত্মহত্যা করিয়াছে,—মৃত্যুর পূৰ্ব্বে সে অভিষোক্ত যুবকের নামে একখানা চিঠি রাখিয়া গিয়াছিল, তাহাও এই সঙ্গে প্রেরিত হইল।” যুবক বীর চিঠি খুলিয়া পাঠ করিল,— ' “প্রিয়তম পুত্র, তুমি আমায় চিনিতে পার নাই, কিন্তু কোথায় sa ۰ ذ আমি তোমায় চিনিয়াছিলাম। আমি তোমার সেই নিরুদিষ্ট, লোকসমাজে ঘৃণিত, পুলিশ প্ৰপীড়িত হতভাগ্য পিতা ! আমি নির্দোষ কিন্তু সেকথা কে বিশ্বাস করিবে ? যদি পার—বিশ্বাস করিও তোমার পিতা নরঘাতক দম্য নয়,—যদিও ভাগ।বিপৰ্য্যয়ে আজ সে চৌর্য্য অপরাধে অভিযুক্ত তথাপি সে একটি দিনের জন্ত ও পর স্বাপহরণ কৰে নাই ! তুমি আমার কথা বিশ্বাস করিবে এই ভাবিয়াও অামি শাস্তিতে মরিক্তে পারিব। পৃথিবীতে কেবল তুমিই জানিলে আমি নির্দোষ । ইতি—তোমার হতভাগ্য পিতা টমু ।” যুবক আর্দ্র নয়ন মুছিয়া চিঠিখানা পেপার বাস্কেটে ফেলিয়া দিল ! ঐদানীশচন্দ্র সরকার। কোথায় ? জীবনের মিছে আশী যন্ত ওগো তারা কোথা চলে যায় ? কোন সাগবের অতল গভীৰে কোন আকাশের অসীমায় ? ७८१) उiब्रां ८कfश्व1 5zल शृध्र পলকের হাসির বিজুলি ? কোন চিত্রকর তাদেরে লুকায় बूगाहेब पेंषिारबब्र छूणि ! কোন পথে পলায় কেমনে নিমেষের কপ। আর গান, কোন জনমের বুকের মাঝাবে স্মৃতি হয়ে লঙ্গে অপসান ? ওগো ফিরে দে ফিরে দে তোর যত সব হারান নিমেষ, শুধু তাই দিয়ে রচিব একেল আমার সে অসীমের দেশ ! चैथिब्रवृनl cनंदौ ।