পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ ] \Sil중\C) চৈত্র, ১৩২১ [ ১২শ সংখ্যা বর্ষবিদায় আয়রে দলে-বলে জুটে, আয়রে ছুটে নবপ্রাণ । এবার ভবে তোদের পালা ; মোদের খেলার অবসান। রৌদ্রে পোড়া দুঃখে ব্যথায়, তরু-লতার ঝরা-পাতায় লুটিয়ে পড়ে ঐ যে অতীত, ব্যর্থ করে অর্থ, মান। বৰ্ষশেষে আয়রে হেসে, ওরে শিশু বর্তমান। পরাজিত জীবন-রণে অন্ধ বৃদ্ধ, বিজন বনে লুকিয়ে থাকুক ; আবার জাগুক বিশ্বজনের ইষ্টগান। মুছিয়ে অশ্র, ফুটাও হাসি গৃহে গৃহে বিশ্বপ্রাণ ! ওগো নবীন, ওগে তরুণ ! দৃষ্টি ফেলে মিষ্ট করুণ প্রাচীনে আজ দাওগো বিদায় ; বর্ষ হল অবসান। নবোৎসবের বিশ্ব-বাসে এস প্ৰভু ভগবান । ঐবিজয়চন্ত্র মজুমদার।