পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, দ্বাদশ সংখ্যা লোকের মুখে ধে কথাটা ঘুরিয়া কিরিত, মাদামের কাণে তাহ পৌছিতে বাকী ছিল না । মনের মধ্যে আগুণ চাপিয়া তাই সে ফেলিসিয়ার করকম্পন করিল। সে জানিত, ডাক্তারের বুকের মধ্যে ফেলিসিয়ুর প্রতি कि डाद खाभिब ब्रश्ब्रिाप्झ–किरु ८र्कन দিন সে বিষয়ে সে এতটুকু ইঙ্গিত করে নাই! পে ইঙ্গিতে পরিণাম কি দাড়াইবে, সে বিষয়ে তাহার যথেষ্টই আশঙ্কা ছিল। to তাহার পরই নবাব সবলে তাহার ভারী হাতে ফেলিসিয়ার কোমল হাতটি সবেগে নাড়িয়া দিল, উচ্ছসিতভাবে কহিল, "আজ আমায় বড় সন্মান দিয়েছেন—বড় গৌরব । . এ ঋণ কখনও আমি শুধতে পারবে না। আমার নামে যে কুৎসা আজ চারদিকে রটে বেড়াচ্ছে, আপনি আজ সমস্ত পরিকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি সে-সব মোটে বিশ্বাস করেন না । এ উপকার আমি জীবনে , ভুলবে না।’ এ মূৰ্ত্তিকে আজ যদি আমি হীরে-জহরতে মুড়ে দি, তবুও আমার এ ঋণ শোধ नि न !” to ফেলিপিয়ার মুখ লজ্জায় রাঙা হইয়৷ উঠিল । এতখানি প্রশংসা-সত্ত্বেও তাহার প্রাণ তৃপ্ত হইল না— সে আজ আর একটি মুখের দুইটা হর্ষ-বাণীর জন্ত তৃষিত হইরা ছিল—আজ আর কাহারও পানে তাহার দৃষ্টি নাই, কাহারও কথা তাহার মনের মধ্যে উকি দেয় না । শুধু সেই পরিচিত প্রিয়জনটির চিন্তায় মন তাহার ভরিয়া अश्ब्रिiंश् । झिखं ८हr१iघ्र ८ण r ८ङ्नरॆ ব। তাহার কথা এমন করিয়া প্রাণের नदांत dఆసి भtथा दांङ्ग दांद्र मॉफुी निरङtछ् ? cरुन ? কেন ? এ কি তবে ভালবাসা--এই কি প্রেম ? ফেলিসিয়া কি তাহাকে ভালবাসিয়া ফেলিয়াছে ? সেই সরল উদার স্বন্দর গেরিকে ফেলিসিয়া এক মুহুর্তের জন্তও ত আজ ভুলিতে, পারিতেছে ন—এতখানি সমাদৰ, এতখানি সম্মান, আজ শুধু তাহার অভাবেই নিতান্ত তুচ্ছ, নিতান্তই স্নান বোধ হয়, কেন ? দূরে ঐ ধে তাহার মুখখানি দেখা গেল—ঐ যে ভিড়ের মধ্যে ! ফেলিসিয়ার শরীরে একটা বিদ্যুৎ-তরঙ্গ ছুটয় গেল। সে চঞ্চল হইয়া উঠিল । ঐ সে আসে না! না, ও ত গেরি নহে! তবে তাহারই মত মুখখানি, তাহারই মত দীপ্ত সরল চোখগুইটি । ও যে অলিন—অলিন । গেরি লছে। ফেলিসিয়া ছুটয় অগ্রসর হইল ; ভিড়ের মধ্য হইতে তাহার হাতটি টানিয়া ডাকিল, *আলিন—” “ফেলিসিয়া...” তাহার পর পরম্পরে পরস্পরকে গাঢ় আলিঙ্গনে বাধিয়া ফেলিল। কত দিন—কত দিন পরে আজ উভয়ের সাক্ষাৎ। বৃদ্ধ জুজ, সগৰ্ব্ব দৃষ্টিতে দুই বন্ধুর এ মিলন-দৃপ্ত দেখিল। আলিন কহিল, “আজ তোমার কি-মুখ, ফেলিসিয়া ! এত বড় মেলায় সকলের মুখে তোমারই জয়ধ্বনি শুনছি, শুধু ! . আমারও আজ বড় আহলাদ হচ্ছে, ফেলিসিয়া ।”

  • कि ख़ु श्रांभां द्र ठा[श्लल ®हेछछ ८वकी যে, তোমার দেখা পেলুম, আলিন । কত দিন পরে—আলিন—*

আলিম হাসিয়া কছিল, "কিন্তু সে কার tেষ, ফেলিসিয়া ?”