পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Զs Պe ফেলিসিয়ার প্রণে কে যেন ছুরি বিধির দিল । সত্যই ত এ-জন্ত দায়ী কে ? কেন সে দেখা করে নাই—কেন সে কোনই খোজ লয় নাই ! কিন্তু থাকু সে কথা ! ফেলিসিয়া কহিল, “তারপর কেমন আছ, আলিন ? খপর কি, বল ” “কিছুই নয়। নতুন আর কি খপর থাকতে পারে আমার ?” 繆 “জানি, জানি, আলিন। শুধু আপনাকে বলি দিয়ে চলেছ, তুমি–নয় কি ?” সে কথা কিন্তু আলিনের কানেও গেল | || সে মৃদ্ধ হাসিল মাত্র। কিন্তু দৃষ্টি তাহার উতলা হইয়া আর কাহীর পানে ফিরিয়া গেল। ফেলিসিয়া চাহিয়া দেখিল, নিকটেই গেরি দাড়াইয়া মাদামোসেল জুজকে অভ্যর্থন করিল।

  • তাহলে

আছে, বল ।” “কি ? অামায় বলছ ?” অলিন কহিল, “পলকে আমি চিনি বৈ কি ! পলের সঙ্গে তোমার সম্বন্ধে কত কথা হয় যে—” ফেলিসিয়া কহিল, “বল কি-পল এত 尊 - چnt ফেলিসিয়া সহসা থামিয়া গেল। একটা কথা বিদ্যুৎ-রেখার মত তাহার প্রাণে ফুটিয়া উঠিল। গেরি তাছার অভ্যর্থনা করিল। সেদিকে ফেলিসিয়া লক্ষ্যমাত্র করিল না। কি একটা কথা সে চুপি চুপি আলিনের কাণে কছিল। নিমেষে আলিম অমনি লজ্জায় সঙ্কুচিত হইয়া পড়িল । তাহার কাণের ডগা দুইট লাল হইয়া উঠিল। তোমাদের আলাপ-পরিচয় छौङ्गलैं চৈত্র, ১৩২১ অলিন মুখ নত করিল। তার পর নিতান্ত ধীরস্বরে সে কহিল, “তুমি কি পাগল হয়েছ, ফেলিসিয়া! আমার এই বুয়লে—বল কি, তুমি ?” তারপর অতর্কিতে সে পিতার হাত ধরিয়া ফেলিসিয়ার দ্বিতীয় কথার আভাষ অবধি এড়াইবার উদ্বেপ্তে সরিয়া গেল। ফেলিসিয়া দাড়াইয়া রহিল। গেরি অলিনের হাত ধরিয়! চলিল। ফেলিসিয়া তাহাঙ্গ দেখিতে লাগিল। যে কথাটা ছায়ার মত তাহার মনের মধ্যে ফিরিতেছিল, সেটা ७१नई ग८डाब भउहे श~टे इहेब खेळणे । গেরি ও অলিন–চমৎকার মানায় ! কিন্তু উহারা জানে না, জানে না, হয়ত কি নিবিড় বঁiধনেই দুইজনে ধরা পড়িয়া গিয়াছে –কি অসন্থভাবেই দুইজনে দুইজনকে ভালবাসিয়া ফেলিয়াছে ! প্রেমের সাড়াটুকুও বুঝি তাহাদের প্রাণে গিয়া পৌছায় নাই! না পোছাক —প্রেম তাহার কাজ সারিয়া লইয়াছে। ' ফেলিসিয়ার তাহ বুঝিতে এতটুকু বাকী রহিল না। তাহাই হউকৃ—দুইজনে দুইজনকে প্রাণ ভরিয়া ভাল বামুক ! এই আলিন— সুন্দর সরল 'আলিন—তাহার কাছে ফেলিসিয় | চাদের কাছে মোমের বাতি । ধিক, তাহার স্বার্থ-চিন্তায় ! ফেলিসিয়া দুই পায়ে আপনার মনটাকে চাপিয়া ধরিল | তাহার দুই চক্ষু সজল হইয়া উঠিল। সে একটা নিশ্বাস ফেলিয়া অন্ত দিকে চাহিল । অমনি ডিউক মোরার অভিনন্দন-বাণী কাণে পৌঁছিল। “তার পর মাদামোসেল-এ যে চমৎকার হয়েছে, চমৎকার । একটা কথা শুধু বলি —কুকুরের মূৰ্ত্তির নীচে ব্যাখ্যাট দিলেই