পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ stre তুমি একদিন তোমার এই বালিকা বধূকে আশীৰ্ব্বাদ করি ৪,—তার পর ইচ্ছা হয় আমাকে মনে রাখি৪, ইচ্ছা হয় ভুলিয়া शूहेि७ ।* ७भिन्न अलिम कांर्षी ८*ष श्हेब्रl cशं८ण তাছার স্বামীর মনে হইল এ,সংসারে তাহার আর কোনো কাজ নাই, জীবনের কোনো উদ্বেগু নাই, অস্তিত্বের কোনো প্রয়োজন নাই। মরণ সঙ্কল্প করিয়া সে রণ সমুদ্রে ঝ পাইয়া পড়িল । কিন্তু মৃত্যুকে যে আলিঙ্গনে গ্রহণ করিতে চায় মৃত্যু তাহাকে ধরা দেয় না । সে কত দুঃসাহসের কাজ করিল, সকল লোক বিস্ময়ে অবাক হইয় গেল ; অক্ষত দেহে সে যুদ্ধ ক্ষেত্র হইতে ফিরিয়া আসিল । স্বদেশাভিমুখে যাত্রা করিবার জন্ত জাহাজ প্রস্তুত ।......সে ভাবিল যাইবার আগে তাহার কবরট একটু দেখিয়া যাই। s & so * * তাহার কবরের উপর তখন তৃণ গুচ্ছের সবুজ আস্তরণ জমিয়াছে, কবরের চারিদিকে গাছে গাছে অসংখ্য ফুল ফুটুয়াছে।—হায়, মৃত্যুকে ঘিরিয়া জীবনের এই আনন্দোৎসপ কেন ? "...সে যে ঐ ফুলের মতই সুন্দর শুভ্র ছিল, অমনি কোমল অমনি পবিত্র। छाब्रठौ ६फ़्ड, २०२४ সেখানে কিছুদিন অপেক্ষা করিয়া সেই সমাধির উপর সে একটি ক্রুশ স্থাপন করিল ও তাঁহাতে সংক্ষেপে, এমির জীবনী লিখিয়া দিল ।...তারপর বিদায়কালে কলর হতে একটি গোলাপ তুলিয়া বুকে 警 粥 তারপর বহু বৎসর চলিয়া গিয়াছে। ইংলণ্ডে এখনও এক বৃদ্ধ বাস করে, সুপ্তিহীন নিশাশেষে জাগিয়া জাগিয়া সে একটি বালিকার কথা ভাবে। দিনের বেলা যখন তাহাকে ঘিরিয়া ঘিরিয়া নীতি নান্ত নীগুলি নৃত্য করে তখন তাহাদের মূৰ্ত্তি দেখিয়া বৃদ্ধের, মনে আর একটি মূৰ্ত্তি ভাসিয়া উঠে, বর্তমানকে ভেদ করিয়া অতীত তাহার সেই বালিকাদেহের বঙ্কিম ভঙ্গী, তাহার সেই বিদায় প্রার্থন, তাহার যত্নশুশ্ৰুষা ও অকাল সমাধির সমস্ত চিত্র লইয়া উপস্থিত হয় ; তথায় বৃদ্ধ অতীতকালে আবার যুবক হইয়া বাস করে। স্বপ্ন - যখন ভাঙ্গিয়া যায় তখন দেখে সে বৃদ্ধ ঠাকুরদাদা, চারিদিকে তাহার অসংখ্য পৌত্র পৌত্রী খেলা করিতেছে। শ্ৰীঅমূল্যকৃষ্ণ ঘোষ বি, এ। আকাঙ্ক্ষা ভোগের প্রসঙ্গ ঘুঢ়ালে আমার, ত্যাগের মহিমা শিখালে না । জ্ঞানের গরব বিনাশিলে মোর, ভক্তির স্বধী পিয়ালে না । মিথ্যা আমার দিলে সব মুছে, সত্যের আলোক ফুটিল না, জীবনের সাধ গেল ভেঙ্গে চুরে, পরাণের সাধ টুটিল না। শ্ৰীনরেন্দ্রনাথ দাস গুপ্ত ।