৩৮৭ বর্ষ, দ্বাদশ সংখ্যা এমন সন্মান ও করুণার সহিত কালীতারাকে কেহ কখনো ডাকে নাই । সে ক্ষণস্বরে বলিয়—কেন বাবা ? তুমি কে ? —তাহার চক্ষু দিয়া অশ্রু ঝরিয়া পড়তে লাগিল । 纱 বিপিন বলিল-খুড়িম, আমি বিপিন। পান্ধী এনেছি, বাড়ী চল । কালীতার কষ্টে চক্ষু উন্মীলন করিয়া রলিল-বাড়ী ? e —ই খুড়িমা বাড়ী, আমার বাড়ীতে চল । ' —আর কেন বাবা, অল্পক্ষণ পরেই ত মরণ আমার সকল জাল জুড়িয়ে দিত, তুমি কষ্ট করে কেন এসেছ বাবা ? এ পোড়ামুখ আমি লোকালয়ে , কেমন করে দেখাব ? বিপিন ভগবানের কোল হইতে শিশুটিকৈ লইয়াকালীতারাকে দেখাইয়া বলিল— খুড়িম, এই নিরপরাধ অসহায়টির জন্তে তোমায় বঁচিতে হবে । 像 কালীতারার মাতৃহৃদয় সন্তানকে দেখিবামাত্র স্নেহে উদ্বেলিত হইয়া উঠিল। সে ব্যাকুল হইয়া বলিল-দীও বাবা দাও ওকে আমার বুকে। ও আমার বড় লজ্জার বড় দুঃখের বড় মুথের ধন ৷ বিপিন শিশুটিকে তাহার মাতৃপক্ষে শোয়াইয় দিল। কালী তার তাহাকে বুকের উপরে চাপিয়া ধরিয়৷ নিমীলিত নয়নে মুখাবেশের অলসভাবে জিজ্ঞাসা করিল— বাবা বিপিন, কি হয়েছে ? বিপিন বলিল—ছেলে হয়েছে খুড়িমা, পদ্মফুলটির মতো মুন্দর। কালীতার নিনীলিত নয়নে অস্ফুট স্বরে স্রোতের ফুল $6yరీ আপন মনেই বলিতে লাগিল—তেকে জামি বধ করতে পারিনি বলে আজ আমার এই লাঞ্ছনা। হতভাগা, এসেছিল যদি ত হতভাগিনীর কোল শূন্ত করে পালাস নে। তোর জন্তেই আমি বঁচিব, সকল লজ্জা, সকল নিনা, সকল গ্লানি মাথায় করে নিয়েই বঁচিব ! o এই স্নেহকরুণ দৃগু দেখিয়া বিপিনের চক্ষু অশ্রুতে ভরিয়া উঠিতে লাগিল। সে অশ্ৰুরুদ্ধ কণ্ঠে বলিল—খুড়িমা, ওঠ, চল বাড়ী शाशे । - বিপিনের ইঙ্গিতে পান্ধী কালীতারার পাশে রাখা হইল। কালীতারা উঠিতে চেষ্টা করিয়া পারিল না, মূৰ্ছিত হইয় পড়িল । বিপিন তাড়াতাড়ি শিশুটিকে তুলিয়া একজন চাকরের হাতে দিল এবং চারপাচজনে ধরাধরি করিয়া মূৰ্ছিত কালীতারাকে পান্ধীতে তুলিল। পান্ধী ছুটিয়া চলিল, বিপিনও সঙ্গে সঙ্গে ছুটিতেছে। গ্রামের মধ্যে চুকিয়া বিপিন বলিল—ভগবানদান, ডাক্তারবাবুকে খবর দাও, তাকে বড় তরফের অন্দরে নিয়ে এস । গ্রামের পথ লোকে লোকীরণ্য । স্ত্রীপুরুষ ছেলে বুড়ে কেহই আজ , স্বরে নাই ; পথে পথে পুরুষের জনতা করিয়া কোলাহল করিতেছে, অন্তঃপুরিকার দরজার ফাকে চোখ দিয়া কৌতুহলী দৃষ্টি পথে পাঠাইতেছে। কেহ বিপিনের প্রশংসা করিতেছে, কেহ নিন্দ করিতেছে, কেহ উভয়ই করিতেছে ; ফলে তর্কের অন্ত নাই, বিতণ্ডার বিরাম নাই । নিবারণ ও গোবৰ্দ্ধনের মন কৌতুহলে
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬৩
অবয়ব