পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ev* वर्ष, दांम* ग१५ji স্রোতের ফুল ۰۹ لا মেতে থাকবি ? লোকদের খেতেটেতে ফেনাইল দিয়া ধুইয়া দিয়া গেল। রামধন দিবি ? এক কেনেস্তার গুল আনিয়া রাখিল । বিপিন নরম স্বরে বলিল--তোমরা থাওগে মা, আমার এখন থাবার অবসর নেই । te s —তুই খাবিনে আর আমরা খেয়ে বসে থাকব, কারো পেটে ত তেমন আগুন ধরেনি। খেয়ে এসে যা হয় করিস। আয়, আয়! —না মা, একজন লোক অনাহারে অযত্নে মরছে, আর আমি তাকে ফেলে খেতে যাব, তোমার ছেলেকে এমন পাষণ্ড ভেবন মা । মালতী ধীর স্বরে বলিল –এখন আমি ত আছি । আপনি খেয়ে আসুন। বিপিন প্রতিবাদের স্বৰে “ বলিল—নী ন, খাবার সময় ঢের পাব, সেবার ক্রটি হলে যে প্রাণটি যাবে তা আর ফিরে পাওয়া যাবে না । হাবার মা আগুন আনিয়া দূর হইতে কাপড়চোপড় গুটাইয়া চৌকাঠেৰ বাহির হইতে আড়ষ্ট হইয়া ঝু কিয়া আলগোছে আগুনের আঙঠা ঘরের মধ্যে ধপাস করিয়া রাখিয়া দিল। বিপিন আগুন সরাইয়৷ দিল, মালতী তাপ দিতে লাগিল । আহার ও তাপ পাইয়া কালীতার একটু সুস্থ বোধ করিল। তখন তাহার মনে হইতে লাগিল সকলকার দৃষ্টি যেন তাহার বুকের ভিতরকার লুকানো লজ্জা উদঘাটন করিয়া করিয়া বড় নিৰ্ম্মম উপহাসের সঙ্গে দেখিতেছে। তাহার মুখ দিয়া কোনো বাক্য নিঃস্থত হুইতেছিল না। নিধিরাম ঔষধ আনিয় দিল, বিদেশীস্বার ধোঁ আসিয়া ঘর , পরিষ্কার করিয়া নিধিরাম আগুন করিতে বসিল । চারিদিকে শৃঙ্খলা দেখিয়া বিপিনের সরল মন আবার প্রসন্নতায় ভরিয়া আসিতেছিল, এমন সময় হরিবিহারীর খড়মের শব্দ শোনা গেল। হরিবিগী ডাকিলেন-বিপিন । • বিপিন বাহিরে গিয়া বলিগ—আজ্ঞে । হরিবিহারী ক্রুদ্ধস্বরে বলিলেন—এসব কি ? ওদের দূর কবে দাও। বিপিন ধীর ভাবেই বলিল—বোধহয় দূর করতে হবে না ; আপনিই দূর হবে। —ন না, আমার বাড়ীতে ওলব মরাটরার হাঙ্গাম চলবে না । বিপিনের ইচ্ছা হইল বলে—আপনার তা হলে মরবেন কোথায় ?—কিন্তু সেইচ্ছা দমন করিয়া বলিল -এ অবস্থায় ওকে কোথায় নিয়ে যাব ? —রাস্তায় ফেলে দিয়ে এল। তোমার যেমন আক্কেল ! পরের বোঝা নিজের ঘাড়ে তুলে আনলে । —পরের বোঝা ত ঠিক নয়, আমার খুড়োমশায়েব ছেলে, তাকে রক্ষা করতে আমি লোকত ধৰ্ম্মত বাধ্য। 曦 হরিবিহাণী বিবক্তির স্বরে বলিল – এঃ লোকত ধৰ্ম্মত বাধা !... চুপাতা ইংরিঞ্জি পড়ে ভারি তঙ্কবাগীশ হয়েছ দেখছি ?... না না, আমার বাড়ীতে ওসব খাটবে না। বিপিন ধীরভাবে বলিল—এ বাড়ীতে আমার যেটুকু অধিকার আছে, সেইটুকুতেই খাটবে। - —এ এ ? আমি থাকতে তোমার আবার