পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ইe নদীর পাগল জল তাহদের কোথায় লইয়া গেল কে তাহার ঠিকানা করিবে ? “কি হ’ল, কি হ’ল !" বলিয়া পেস্তানজীপত্নী ক্ৰন্দন করিয়া উঠিলেন। নেীক তীবে লাগিল । কস্তাপক্ষকে সমাদৃত করিয়া লইবার জন্ত লোকজন যানাদি সূঙ্গে লষ্টয়া স্বয়ং বৈবাহিক তীরে অপেক্ষ করিতেছিলেন। , নৌ কামধ্যে ক্ৰন্দনধ্বনি শুনিয়া বিস্মি ত দ্রুতপদে তিনি নৌকায় উঠলেন। রুদ্ধ নিশ্বাসে চারিদিকে একবার দৃষ্টপাত করিয়া ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিলেন—“কন্ত। কই ?” এক উন্মত্ত আৰ্ত্তনাদ তাহার প্রশ্নের छांब्रउँौ চৈত্র, ১৩২১ উত্তর প্রদান করিল,—“জলের মধ্যে—সে জলের মধ্যে ; জলের দেবতা তাকে টেনে নিয়েছেন ।”

  • আর আমার পুত্র । ভৈরবঙ্গী! বর ? সে ,কোথা ? দে যে এই সঙ্গেই আসবে লিখেছিলs?” s

“ভৈরবঙ্গী! তোমার পুত্র ! সেই বর ! সেই আমাদের জামাতা ! হায় হায়! একথা এখন জানিলাম—এখন যখন সব ফুরাইয়া গেল ! হাঃ হাঃ !” 象 - চতুর্দিকে সেই হৃদয়বিদারক শক বিকট ধ্বনিতে প্রতিধ্বনিত হইয়া উঠিল— হাঃ হাঃ ! ঐতপনমোহন চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধুব বন্ধুত্ব বঙ্গে আদর্শস্বরূপ ছিল । ইহাদের বন্ধুত্বের কথা বঙ্গদেশে সুশিক্ষিত সমাজে বিখ্যাত। ইহার যখন উভয়েই বালক তখন ঈশ্বর গুপ্তের শিষ্য হইয়া প্রভাকরে লিখিতে আরম্ভ করিয়াছেন। বঙ্কিমুচুক্সের বয়ঃক্রম তৃখন তের কি চোঁদ বৎসর হইবে। উভয়েই কবিতা লিখিতেন। কখনও দেখাশুনা নাই, চোখোচোখি नाहे, *टबङ्ग दाब ७ई नमग्न ईश८मब्र ३छूद्ध জন্মিল । ইউরোপের Royal lovers দের ছায় ভালবাস জন্মিল । সৰ্ব্বদাই উভয়ে উভয়কে পত্র লিখিতেন, কখনও কখনও পত্রের ভিতর কবিতা থাকি ত,--আদরের কবিতা কখনও গালাগালির কবিতা থাকিত। . প্রভাকরে দ্বারকানাথ দীনবন্ধু ও বঙ্কিমচন্দ্র কবিতাতে পরস্পরকে গালি দিতেন, সংবাদ পত্রে উহাকে কবিতা যুদ্ধ বলিয়। উল্লেখ করিত। বঙ্কিমচন্দ্র বলিতেন, রহস্তপ্রিয় দীনবন্ধুর জন্ত উহা ঘটিয়াছিল। আমার স্মরণ আছে, বহুকালের কথা সে, —একদিন একখানি পত্র পড়িয়া বঙ্কিমচন্দ্র বড় হাসিয়া উঠিলেন । আমি জিজ্ঞাসা করিলাম, “কে-পত্রে কি লিখিয়াছে ?” তিনি কোন উত্তর না দিয়া আবার পত্ৰখানি পড়িতে লাগিলেন, আবার হাসিলেন । এইরূপ বারংবার পড়িয়া পত্রখানি বাক্সের ভিতর রাখিলেন । আমি তখন দেখি দেখি বলিয়া উহ। তাহার