পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮৭ ৰখ, সপ্তম সংখ্যা একেবারে নেতিয়ে পড়েছিল। আমি তাকে সেইখানে গুইয়ে দিয়ে নিজে পাহারা দিতে লাগলুম। তারপর বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি—কিছু জানি না। যখন চোখ চাইলুম তখন অনেকখানি বেলা হয়েছে । আমি ধড়মড় করে উঠে বললুম। এ পাশে দেখি, ওe পাশে দেখি,—দাদাও নেই, ছেলেও নেই, কোমরে হাত দিয়ে দেখলুম টাকার গেজেও নেই। দাদাটা কী শয়তান ! মায়ের পেটের ভাই হয়ে চুরি করলে গো ! “টাকার জন্তে দুঃখ হল না—টাক ঢের রোজগার হবে—কিন্তু ছেলেট যে গেল ; তাকে তে! আর পাব না—তার জন্তে প্রাণটা কেঁদে কেঁদে উঠতে লাগল। নিজের হাতে মানুষ করলুম !—আমার বুক থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেল গা ! "ছেলেটার জন্ত কাপড়ে মুড়ি বেঁধে রেখেছিলুম—সে মুড়ি আর ছুতে পারলুম না—সেইখানেই ছড়িয়ে ফেলে দিলুম। তার দোলাইথান। আমার কোমরে জড়ানো ছিল, সেখান দেখি আর চোখে জল আসে । সেখান ছুড়ে ফেলে দিয়ে আমি ছুটে পালিয়ে গেলুম। তারপর কত খোজ করেচি দাদাকেও পাইনি, ছেলেকে৪ পাইনি। আজ সেই হারানো ধন ফিরে পেলুম গে। কেবল দাদাটার সঙ্গে দেখা श्श न ।” وه বলিয়া হুঃৰী একটা দীর্ঘশ্বাস ফেলিল। . श३६! कथों (*ष कब्रिाङ जावि छिछानां *मिणांन-"इ:षो, जाछ कि मtन करब्र আমার কাছে এসেচিস ৰূলত ?” ६:शै। se ३थैौ श्वणिण-"किछु भट्न क८ब्र मॉनिनि বাৰু! আমার ছেলেটাকে তোমার শুধু দেখাতে আনলুম।” - ञांमि ७कछे निकि वांश्ज्ञि कब्रिभ्रे বলিলাম—“এই• নে দুঃণী, ভোর ছেলেকে भाषाब्र किtन निन् ।"

षो श्रामान्न भूटथच्न लिएक "७कवान्न চাহিল, একটু ইতস্তত করিল, তার পর আস্তে আস্তে হাত পাতিয়া সিকিট গ্রহণ করিল।

(9) ইহার দুই-এক দিন পরেই এক বৈকালে ८६८णप्लेटिक • यूरक गझेब्र झू:शैौ जागिब्रा হাজির। মুখখান ডার গুস্ক মলিন। ఉు * আমি বলিলাম—“কি হয়েছে রে দুঃখী |" - দুঃখী বলিল—“বাবু, ভাই-ব্রাদারির। আমায় তাড়িয়ে দিয়েছে।” og আমি বলিলাম—“কেন ?” সে বলিল—“তার বলে আমি মেয়েমানুষেরও অধম ! আমি তাদের আডঙার থাকবার যোগ্য নই! ছেলে বুকে করে দিনরাত থাকি—ৰোজগারে বেরুতে পাঙ্গিমে । আমার দিন চলে কেমন করে ?” - আমি বলিলাম—“তুই রোজগারে বেরুগ न ८कन ?* দুঃখী বলিল—“বাৰু। ছেলেট বুঝি যাদ্ধ জানে গো । ওর মুখের দিকে চাই জার আমার বুকের রক্ত যেন জল হয়ে আসে। বুকে বল পাইন,সাহস পাইন, তা রোজগার করতে cवक्रन्द्र कि ? cज८णन्न छद्र ८टl caनिन जांबाष्ट्र झिण न बाबू ! ७षन ८ष खरा उcब्र नाब्र