পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૨રે छांब्रडौ

  • “Oh I world as God has made it

г all is beauty, And knowing this is love, and love is duty— What further may be sought for or declared " পাৰিয়ােগে ব্রাউনিং দারুণ শোক পাইয়াছিলেন সন্দেহ নাই, কিন্তু এই শোককে তিনি জয় করিয়াছিলেন । র্তাহার প্রেম দৃঢ়বিশ্বাসে এমনি সবল ছিল ষে মৃত্যুও তাহার প্রেমকে বিচ্ছেদরেখায় থওভি করিতে পারে নাই। একথা কবির নানা কবিতার মধ্যে নানাভাবে প্রকাশ পাইয়াছে। আমরা একটি কবিতার অনুবাদ উদ্ধৃত করিলাম — মরণে কি ভয় ? ক্লদ্ধপ্রায় কণ্ঠ যবে, নয়নেতে নামে ছায়। কুহেলিকাময়, “পরূপীর সন্নিকট,” জানায় তুষাররাশি ঘোর ঝঙ্কাচয়, ধামিনী ভীষণ, বহে . তুমুল ঝাটকা, দুরে মূৰ্ত্ত সয়তন যদিও সন্মুখে রহে, ডরে কি তাহরে বীর ? হয় আগুয়ান । কাৰ্বিক, ১৩২১ পথ হয়ে জাসে শেষ, दोष दिन्न झुर्व श्ब्र; জাগে রপজয়, পরিশেষে পুরস্কার, বীরের সকল শ্রম সফলতামর ॥ झिनि यूब्रिाष्ट्रि, সংসারের ঘোর ব্লণে, ठोच्न 9कर्च्न রণমাঝে পশি আজ, সৰ্ব্বশেষ এই রণ— শ্রেষ্ঠ সবাকার । পশিব না লুকাইয়া ভয়ে দৃষ্টি বৃদ্ধ করি মৃত্যুর মন্দিরে, মহানূ বীরের মত ভেটিব যাতনারাশি সম্মুখ সমরে। ঘোর রণসন্ধি ক্লেশ সহিয়, ঢালিয়া দিব জীবন-সঞ্চয়— যাতনা আঁধার-রাশি হতাশ, উপেক্ষ শত হয়ে যাবে ক্ষয় । বীরের মন্মুখে আসি থমকি, অশুভ যত হইবে মঙ্গল, ফুরাইবে অমানিশ, থেমে যাবে প্রকৃতির তরঙ্গ চঞ্চল । উন্মত্ত পিশাচবাণী হয়ে ক্ষীণ ক্ষীণতর মিশাইকে ধীরে, আদিৰে যাতন মাঝে শান্তি, আলোকের রাশি ফুটিবে তিমিরে। তারপর ? তারপর আবার প্রেয়সি, হৃদে ধরিব তোমায় । জীবমের অবসানে পরমেশ-পদে শান্তি লভির অক্ষয় । শ্ৰীজ্ঞানেন্দ্রনাথ চক্ৰবৰ্ত্ত ।