পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & o লিঙ্গ একবার প্রতিষ্ঠিত হইলে আর তাহাকে স্থানান্তরিত করা চলে না । সেই কারণেই উক্ত লিঙ্গ অদ্যাপি একস্থানেই বিরাজিত আছে । এই কথা যদি সত্য হয়, তাহা হইলে ধৰ্ম্মপিপাসু তীর্থযাত্ৰিগণের যে ভক্তি স্রোত আজ নুতন মনি্বরের বিরাট শিবলিঙ্গের উদ্দেশে প্রবাহিত হয় তাহ! উক্ত “ভাঙা দেউলের দেবতারই প্রাপ্য ! কিন্তু এই মতের মধ্যে কতখানি সত্য এবং কতখানি মিথ্যা আছে— তাহা আলোচনার বিষয় । আমাদের বিবেচনার উক্ত মত ভিত্তিহীন । ভুবনেশ্বরের প্রধান মন্দিরের আশে পাশে যে সকল বৃহত্তম মন্দির দেখা যায়,—তন্মধ্যে পাৰ্ব্বতীর স্বপ্রসিদ্ধ মন্দিরটা সকলেরই দৃষ্টি fকর্ষণ করে । এই মন্দিরটা প্রধান মন্দির নিৰ্ম্মাণের দুই শত বর্ষ পরে, বিজয় কেশরীর রাজত্বকালে স্থাপিত হইয়াছিল। ইহার কারুকার্য্যের বৈচিত্র্য দর্শন করিলে, দর্শকমাত্রকেই স্তম্ভিত হইতে হয়। স্বভাব সুন্দর অপূৰ্ব্ব মূৰ্ত্তি,—তাহাদের বিবিধ ভঙ্গী,বঙ্কিমলতা —তাহার সর্বত্র সুপেলব পত্রপুষ্পসৌন্দৰ্য্য— উৎকল শিল্পীর অসাধারণ ক্ষোদন কৌশলের বিষ্ঠাসপটুতার পরিচায়ক । এবং তাহার চারিধারেই প্রাচ্যশিল্পের একট দৰ্শন-মধুর আলোক-ছায়া-মাধুরী যেন অজানিত পরীরাজ্যের একটা বিচিত্র বিভ্ৰম-জাল রচনা করিতেছে ! ইহার পর, ভোগ-মণ্ডপ । এখানে ভুবনেশ্বরের ভোগাদি ক্রিয়া সম্পাদিত হয়। তাহার পরে নাটমন্দির, মোহন এবং সৰ্ব্বশেষে প্রধান দেউল। পুরীর জগন্নাথের মন্দির চারিভাগে বিভক্ত। ভুবনেশ্বরও তাঁহাই। ভারতী । আশ্বিন, ১৩১৭ মোহন এবং প্রধান মন্দিরটর নিৰ্ম্মাণকাল এক ৷ ভোগমণ্ডপ এবং নাটমন্দিরটর নিৰ্ম্মাণ আদর্শ এতদুভয়ের সম্পূর্ণ বিপরীত। এ দুইট আরো আধুনিক । প্রধান মন্দিরের উচ্চতা ১৬০ ফুট, কলিকাতার মকুমেণ্টর উচ্চতা গৌরবও ইহার নিকটে খৰ্ব্ব । প্রাঙ্গণতল হইতে মন্দিরের দেওয়াল ৫৫ ফুট উচ্চে উঠিয়াছে। তাহার পর ছাদ ! দেওয়াল হইতে মন্দিবের চূড়ার পরিমাপ ১০৫ ফুট । মন্দিরটি মণ্ডলাকার । সৰ্ব্বোচ্চ চূড়ার নিম্নভাগে চারিদিকে দ্বাদশটা বিনতজানু সিংহমূৰ্ত্তি । মন্দির গাত্রে, চারিদিকেই অনেকগুলি কুলুঙ্গি বা কোটর আছে। তাহার ভিতরে ভিতরে সংখ্যাতীত পৌরাণিক মুৰ্ত্তি । মূৰ্ত্তিগুলি পাছে প্রাকৃতিক বিপ্লবে নষ্ট হইয়া যায়, সেই ভয়ে মাঝে মাঝে ছোট ছোট ঘর করিয়া দে ওয়া হইয়াছে। প্রকৃতির এখানে প্রবেশ নিষেধ বটে,—কিন্তু তথাপি এমন মূৰ্ত্তি একটও দেখিলাম না, যাহা অখণ্ড আছে। এই দুর্দশার কারণ জিজ্ঞাসা করিলে, পাণ্ডারা বলিল, সেনাপতি কালাপাহাড়ের অত্যাচারে মুক্তিগুলি ভগ্নচুৰ্ণ হইয়াছে। মন্দিরের প্রায় মধ্যস্থলে একটী বিরাট সিংহমূৰ্ত্তি আপনার অৰ্দ্ধদেহ শূন্তে প্রসারিত করিয়া আছে । নিম্নভাগে কোনখানে ইন্দ্র, কোনখানে কুবের এবং কোনখানে বা অগ্নি ও যম প্রভৃতির ক্ষুদ্র বৃহৎ প্রতিমূৰ্ত্তি। একজায়গায় প্রস্তরের উপরে কেশরী রাজবংশের চিকু-সুচক কারুকার্য্য। অনেকে বলেন, উছা cool Atto “Coat of Arms.” atoমন্দিরের কক্ষতলে, একটা শায়িত বলদ-মুৰ্ত্তি ;