পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o* গেলে ঘড়ি বন্ধ হইয়'যtয়। র্যাহাব এই যুনির্দিটি চালাইবার ভার লইবেন তাহার ভারত ! 4 বৈশাখ, ১৩২১ গৰীয়ান্‌r শাস্ত্রের দোহাই দিয়া যেন সত্যের অবমাননা না হয়, ধর্মের নামে গোড়ামি যেন মনে রাখেন যে শাস্ত্র অপেক্ষা সত্য প্রশ্রয় নপায়।

    • ." শ্ৰীসত্যেন্দ্রনাথ ঠাকুর ।

- বসন্ত-সায়াহ্নে fr (গল্প ) সেদিন শনিবার। হাইকোর্টেব ছুটি ছিল । বৈকালে গাড়ী চড়িয়া মুঠেব দিকে বেড়াইতে বাহির হইলাম । o রেস-র্কোস ছাড়াইয়া হেষ্টিংসের ভিতব দিয়া গাড়ী গঙ্গার ধারে ছুটিল । পথের এক পাশ্বে বিস্তীর্ণ ময়দান। ময়দানে সাহেবদের, ছোট ছোট ছেলেরা ফুটবুল লষ্টয়া খেলা করিতেছে ; মেয়েরা দড়ি জুলাইয়া ডিঙ্গাইতেছে, লাফাইতেছে! যেন আনন্দের সজীব মুর্ভুি! অপর পাশ্বে সাহেবদেব ছোট ছোট বাঙলো । সম্মুখস্থ পরিচ্ছন্ন গুেলাজায়গায় বের্তের চেয়াবে বসিয়া নর-নারী দল চ খাইতেছে; গল্প করিতেছে। চারিধাবেই যেন বিশ্রাম ও আনুন্দের একটা কলধ্বনি ছুটয়াছে! অদূরে কৰ্ম্মশ্ৰান্ত যাত্রীর দল বুকে লইয় ট্রামগাড়ী চলিয়াছে। কাতর দীর্ঘনিশ্বাস বায়ুতে মিশাইয় ক্লান্ত ধর’ ঘূের্ন আরম ও বিশ্রামের স্বমধুর সম্ভাবনায় ঈষৎ উৎফুল্ল হইয় উঠিয়াছে ! . ফাল্গুন মাসের শেষ। মাঠের ধারে বড় বড় গাছগুল নুতন চিকণ পত্র-পল্লবের মালা বুকে দুলাইয়া নায়িকার মতই সাজিয়া যেন কাহার প্রতীক্ষায় দাড়াইয়া আছে। , কোন গাছে গোলাপী ও হরিদ্র বর্ণের ফুল ফুটিয়া বাতাসকে মদিব গন্ধে বিহ্বল, চকিত করিয়া তুলিয়াছে। t * 3 গাড়ী আসিয়া গঙ্গার ধারে পড়িল । ওপাবের ੇ হষ্টতে গাঢ়-কৃষ্ণ ধূম নির্গত হইয়া আকাশটাকে কালিমায় আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে। গঙ্গার নিৰ্ম্মল বুকে সে কালিমার ছায়াপাত হইয়াছে। সেই ছায়া দুলাইয়া ভাঙ্গিয় মৃদু তরঙ্গ নচিয়া "থেলা করিতেছে! একটা বড় বাড়ীর আঁড়ালে থাকিয়া লোহিত স্বৰ্য্য এ পাবের পানে স্নান দৃষ্টিতে চাহিতেছিল। তাঙ্গব রশ্মিছটাগুলা চারিধারে বিকীর্ণ হইয়া পড়িয়াছিল। স্বৰ্য্য যেন অসংখ্য বাহু বিস্তার করিয়া এ পারকে অঁাকড়িয়া থাকিতে •চাচিতেছে! তাঙ্গারই ওতিবিম্ব জলে পড়ায় মনে হইতেছিল, জলের উপব স্থানে স্থানে কে যেন লাল কালির রেখা টানিয়া 'দিয়াছে। গঙ্গাবক্ষে অসংখ্য জাহাজ। নৌকা ও ষ্টিমার দ্রুত ছুটিয়াছে ! সকলেই কাজ সাৰ্বিয়া ঘরে .ফিরিয়া বিশ্রাম-শান্তি পাইবার জন্ত যেন অধীর হইয়া উঠিয়াছে ! * , গাড়ী হইতে নামিয়; পড়িলাম। চারিथांप्झ भश्मिांबग्न मृथ চোখে পড়িল। প্রকৃতি